মরক্কোতে “রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকিতে ফেলার” অভিযোগে বিচারের সম্মুখীন সাত মুক্ত মত প্রকাশের সক্রিয় কর্মীর জন্য সুষ্ঠু বিচার দাবী করছে গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়।
এই সাত কর্মীর দোষ – তারা মানবাধিকার রক্ষায় ব্রতী হয়েছে, কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধতা আশা করেছে এবং তাদের দেশে আইনের শাসন সমুন্নত রাখতে চেয়েছে। এদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে “রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকিতে ফেলার” অভিযোগ এবং দুইজনের বিরুদ্ধে “রাষ্ট্রের গেমারেল সেক্রেটারিয়েটকে না জানিয়ে বিদেশি অনুদান গ্রহণ” এর দায়ে অভিযুক্ত করা হয়েছে। আমরা মরক্কোর সরকারকে আহ্বান জানাচ্ছি মানবাধিকার চুক্তির প্রতি তাদের অঙ্গীকারের কথা স্মরণ করে এই সাত জনের বিরুদ্ধে সব মামলা তুলে নিতে।
অভিযুক্তদের মধ্যে হিশাম আলমিরাত একজন চিকিৎসক এবং আমাদের সম্প্রদায়ের দীর্ঘদিনের সদস্য। আমরা আমাদের বন্ধুর প্রতি এই হুমকির মুখে নীরব থাকতে পারি না। হিশাম প্রায় এক দশকের জন্য মরোক্কোর ব্লগজগতে একটি নেতৃস্থানীয় কণ্ঠস্বর হিশেবে রয়েছেন। তিনি নাগরিক মিডিয়া প্রকল্প টক মরক্কো ও মাম্ফাকিঞ্চ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন এবং গ্লোবাল ভয়েসেস এর এডভোকেসি বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশা ও আবেগের ভারসাম্য রেখে হিশাম একটি সুশীল সমাজের কর্মী হিসাবে এবং একজন চিকিৎসক হিসেবে মরক্কোবাসির জীবন মঙ্গলময় ও উন্নত করার জন্য অনেক বছর ধরে কাজ করেছেন।
অন্যান্য মানবাধিকার রক্ষাকারী দল এবং বিভিন্ন গণমাধ্যমের অধিকার নিয়ে কাজ করা কর্মীদের মত আমরাও ভয় পাচ্ছি যে এটি হয়ত মরক্কোর সরকারের নীতি ও কার্যকলাপের যারা সমালোচনা করে তাদের থামানোর এটি একটি প্রচেষ্টা।
আমরা এটিকে শুধু আমাদের বন্ধু ও সহকর্মীর জন্য হুমকি হিসেবে দেখছিনা – এটি আমাদের বৃহত্তর লক্ষ্যের প্রতিও একটি হুমকি। আমরা সারা বিশ্বের ১৬০ টিরও বেশি দেশ থেকে ব্লগার ও একটিভিস্টদের একটি কমিউনিটি হিসাবে প্রতিটি দিন বিভিন্ন সম্প্রদায়কে নিয়ে গল্প প্রকাশ করে বিনামূল্যে পাঠকদের কাছে তুলে ধরি এবং আমরা মুক্ত প্রকাশের আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল।
আমরা সবাইকে আমাদের বার্তা সমর্থন করার আহবান জানাচ্ছি। এছাড়া বিদেশি সরকারগুলোকে আহবান জানাচ্ছি তারা যাতে মরক্কোর সরকারকে অনুরোধ করে তাদের নীতি এবং কাজের সামঞ্জস্যতা রাখার জন্যে। #Justice4Morocco (মরক্কোর জন্যে ন্যয় বিচার)
আমাদের ডাকে সারা দিন।
# আমাদের কমিউনিটির এই খোলা বিবৃতিতে সই করুন। [ক্লিক করুন সই করতে]
# সোশ্যাল মিডিয়ায় আমাদের সমর্থন দিন ও প্রচার করুন হ্যাশট্যাগ #Justice4Moroccoব্যবহার করে।
# এই কেস সম্বন্ধে গল্প পড়ুন এবং শেয়ার করুন:
- গ্লোবাল ভয়েসেস এর হিশাম আলমিরাত মরক্কোতে বিচারের মুখোমুখি, গ্লোবাল ভয়েসেস
- মানবাধিকার রক্ষাকর্মীদের বিরুদ্ধে মামলা তুলে নিতে মরক্কোর কর্তৃপক্ষের প্রতি আন্তর্জাতিক আপীল, ফ্রি প্রেস আনলিমিটেড
- মরক্কোর হাসিমুখ ও শক্ত হাত, হিউম্যান রাইটস ওয়াচ
- মানহানির মামলার প্রেক্ষিতে মরক্কোর প্রেস বিরুদ্ধে ভুয়া অভিযোগ তুলে নেবার জন্য সিপিজের আহবান, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট