
গোল্ডেন উইকে জাপানের ওসাকা স্টেশনের চিত্র। ছবি তুলেছেন ক্রিস গ্লাডিস। সিসি ২.০ লাইসেন্সের আওতায় ছবিটি ব্যবহার করা হয়েছে (০৪/০৫/২০০৭)।
গোল্ডেন উইকের টানা ছুটি শেষে জাপানিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আবার সেই পুরোনো একঘেয়েমি কর্মযজ্ঞে যোগ দিতে হবে ভেবে কেউ কেউ দু:খিত। ছুটিতে বাড়ি ঘুরে আসতে পেরে কেউ খুব খুশি। কেউ আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পেরে খুশি।
গোল্ডেন উইক হলো জাপানের একটানা ছুটির সপ্তাহ, যা এপ্রিলের শেষে শুরু হয়ে মে’র প্রথম সপ্তাহ পর্যন্ত চলে। এ সময়ে বেশিরভাগ জাপানিজ কাজ থেকে এক সপ্তাহের ছুটি পায়। ২০১৫ সালে গোল্ডেন উইক শুরু হয়েছে এপ্রিলের ২৯ তারিখ থেকে।
এ সময়ে জাপানের সবাই একযোগে ছুটি কাটাতে বেরিয়ে পড়ে। তাই গোল্ডেন উইক শুরু এবং শেষে রাস্তায়, ট্রেনে এবং বিমানবন্দরে মানুষের বিপুল চাপ পড়ে। গোল্ডেন উইকের শেষ দিকটা “ইউ-টার্ন” ভিড় নামে পরিচিত। নীড়ে ফেরা মানুষের ভিড়-ভাট্টা’র গল্প আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়:
[Caption] Final day of Golden Week: U-Turn rush causes crowds to pour through airports and train stations.
[ক্যাপশন] গোল্ডেন উইকের শেষ দিন: বাড়ি ফেরা মানুষের কারণে বিমানবন্দর ও রেল স্টেশনে “ইউ-টার্ন” ভিড়ের সৃষ্টি হয়েছে।
জাপানিরা বছরে সবচে’ বড় ছুটি পায় গোল্ডেন উইকে। এ সময়টা তারা নানা কার্যক্রমের মাধ্যমে উদযাপন করে থাকে। অন্যান্য বড় ছুটির মধ্যে রয়েছে জানুয়ারিতে ইংরেজি নববর্ষ, মধ্য আগস্টে ও-বন উৎসব। সেসময়েও তারা পরিবারের অন্য সদস্যদের সাথে মিলেমিশে উদযাপন করে।
গোল্ডেন উইক পালন জাপানের খুব পুরোনো প্রথা নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটি চালু হয়। সে সময়ে শহরের অধিবাসীদের গ্রামের বাড়িতে গিয়ে পারিবারিক খামারগুলোতে ধান উৎপাদন কাজে সহযোগিতা করার জন্য এ ছুটি দেয়া হতো। আজকের দিনেও এই ছোট ছোট খামারগুলো জাপানের গ্রামীণ অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে:
GWは鳥取の実家で田植えでした。疲れた~。(^o^;) pic.twitter.com/CnG61RwxJG
— まっさん (@kmasuda4) May 5, 2015
এবারের গোল্ডেন উইকে ধান বুনতে আমি বাড়ি যাবো। আমার সবকিছু গোছানো শেষ…
যদিও অনেক জাপানিজের কাছে গোল্ডেন উইক হলো কমপক্ষে এক সপ্তাহ কাজে না যাওয়া। আবার কারো কারো মতে, লম্বা ছুটি থেকে কাজে ফিরতে জাপানিরা অস্বস্তি বোধ করেন:
G W 終 了 pic.twitter.com/qzf5civJIa — 全日本もう帰りたい協会 (@mou_kaeru) May 6, 2015
গোল্ডেন উইক শেষ।
খুব স্বাভাবিকভাবেই গোল্ডেন উইকের ছুটিতে ইনবক্স হাজারো মেইলে ভরে যায়:
受信メール1158通をみてGW終了を実感。
— だるく@中身は抜け殻星野さん。 (@dalk99) May 7, 2015
বাস্তবতা হলো গোল্ডেন উইক শেষে আমি যখন কাজে ফিরলাম, তখন দেখলাম আমার ইনবক্সে ১,১৫৮টি না-পড়া মেইল পড়ে আছে।
অনেকে অবশ্য রুটিন জীবনে ফিরতে পেরে স্বস্তি পেয়েছেন:
GWがやっと終わった。夫は仕事に行きこどは幼稚園に行き、やっとこれでゆっくりトイレに入れる…
— 佐々宝砂 (@pakiene) May 7, 2015
অবশেষে গোল্ডেন উইকের ছুটি শেষ হয়েছে। আমার স্বামী অফিসে ফিরে গেছে। আর বাচ্চারা স্কুলে গেছে। এবার আমি শান্তিমতো বাথরুমে যেতে পারবো।
কাজ থেকে লম্বা সময় দূরে থাকার কারণে কারো কারো মধ্যে উদ্বিগ্নতাও তৈরি হতে পারে:
やっとGW終わったなー。 今日明日と有給とって9連休にした夫氏は、未だ夢の中である。ええなあ。 9連休もするとね、最初は「9日も休みがある~♪」だけど半ばを過ぎると「あと3日…」「あと2日…」とカウントダウンするのが切ないらしい。 さて、バイト行く準備しよ。夫以外は平常運転。
— はるか (@pinoco8216) May 6, 2015
অবশেষে গোল্ডেন উইক বিদায় নিয়েছে। আমার স্বামী ৯ দিনের ছুটির কিছু সময় কাজে লাগাতে পেরেছিল। এর বাইরে ছুটির পুরোটা সময় সে এক আকস্মিক বিহ্বলতার মধ্যে ছিল। কী ধরনের আচরণ? ছুটির শুরুর দিকে সে বলতে লাগলো, “কী মজা, ৯ দিন অফিসে যেতে হবে না!” কিন্তু যখনি ছুটির অর্ধেক সময় পেরিয়ে গেল, তার উদ্বিগ্নতা বেড়ে গেল: আর মাত্র ৩ দিন আছে… ছুটি শেষ হতে আর মাত্র ২ দিন বাকি…।“ যাই হোক, আমি আমার পার্ট-টাইম চাকরির জন্য তৈরি হচ্ছি। আমরা সবাই আগের স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছি।
তবে বাড়ির গৃহিনীদের কাছে গোল্ডেন উইক মানেই হলো আরো বেশি কাজ:
にしても、やっとGWが終わった。旦那は、GW入って38度過ぎる高熱出して後半はずっと寝てたし。。私は看病&娘の世話でてんてこ舞い。普通の平日よりずっと疲れた(ー ー;)はぁ。私も高熱で4日くらい寝ていたいわ…無理やけど。
— りんご (@xiangzhi27) May 7, 2015
গোল্ডেন উইকের ছুটি শেষ হয়ে গেছে। ছুটির শুরুতেই আমার স্বামী জ্বর বাঁধিয়ে বসলো। এবং ছুটির অর্ধেকটা তার বিছানাতেই কাটলো। তাকে সেবা-যত্ন করতে আমার পুরোটা সময় গেল। স্বামীর পাশাপাশি মেয়েকেও দেখেশুনে রাখতে হয়েছে। অন্যান্য স্বাভাবিক দিনের চেয়ে এই ছুটির সময়েও আমি অনেক বেশি ক্লান্ত। ইশ্! আমারও যদি জ্বর হতো, তাহলে ৪ দিন ঘুমিয়ে কাটাতে পারতাম। কিন্তু এটা সিলেবাসের বাইরে।
গোল্ডেন উইক শেষ হওয়ায় সবাই যে খুশি তা কিন্তু নয়।
本日GW最終日は妻の誕生日でもあり夕食は本人希望の焼肉屋へ。昨日もBBQでがっつり食べたばかりのはずなのに相変わらずな肉食妻☆ pic.twitter.com/MrAsE5JWIj
— WholeMind (@wholemind_jp) May 6, 2015
আজকে আমরা গোল্ডেন উইকের শেষ দিন পালন করলাম বউয়ের জন্মদিন পালনের মধ্যে দিয়ে। তার পছন্দের কোরিয়ান বারবিকিউয়ের রেস্টুরেন্টে গেলাম। যদিও গতকাল আমরা পেট ভর্তি করে বারবিকিউ খেয়েছিলাম। এটা আমার লক্ষ্মী বউয়ের জন্য। ☆
এরপরের বড় ছুটির জন্য সবার অপেক্ষা শুরু হয়েছে। তেমন একটা বড় ছুটি আছে সেপ্টেম্বরে- “সিলভার উইকে”।
GWは終わったけど! 大丈夫だ!俺達にはまだシルバーウィークがある!! pic.twitter.com/kAcWeIfgum
— mami (@mami_seh) May 6, 2015
গোল্ডেন উইক শেষ হয়েছে তো কী হয়েছে। চিন্তার কিছু নেই। সামনেই সিলভার উইক আছে!