রেডিও আম্বুলান্তে এবং গ্লোবাল ভয়েসেস ল্যাটিন আমেরিকা এক সম্মিলিত শক্তি হিসেবে কাজ করবে

Radio Ambulante y Global Voices trabajarán en conjunto para dar a conocer las inciativas y los testimonios de latinoamericanos dentro y fuera de la región.

Radio Ambulante y Global Voices trabajarán en conjunto para dar a conocer las inciativas y los testimonios de latinoamericanos dentro y fuera de la región.

উপস্থাপনা ও ল্যাটিন আমেরিকার কণ্ঠস্বর আরো বিস্তৃত করার লক্ষ্যে গ্লোবাল ভয়েসেস ল্যাটিন আমেরিকার সাথে রেডিও আম্বুলান্তে সম্মিলিত এক শক্তি হিসেবে যোগ দিয়েছে

রেডিও আম্বুলান্তে হচ্ছে স্প্যানিশ ভাষার এক রেডিও অনুষ্ঠান কর্মসূচি যা ল্যাটিন আমেরিকার যে স্থানে স্প্যানিশ ভাষায় কথা বলা হয় সেখানকার গল্প তুলে ধরে, যার মধ্যে যুক্তরাষ্ট্রও অর্ন্তভুক্ত। তারা ল্যাটিন আমেরিকার গল্পগুলোকে আলাদা ভাবে উপস্থাপন করে, যা রেডিও সাংবাদিকতার দীর্ঘ সময়ের উন্নত মানের নান্দনিকতার প্রকাশ পায়, আর তাদের প্রতিটি পর্ব বিশ্বজুড়ে প্রায় ৬০,০০০ হাজার শ্রোতার কাছে পৌঁছে যায়।

এই রেডিও স্টেশন ল্যাটিন আমেরিকার প্রায় ৬০ শতাংশ এলাকার শ্রোতার কাছে পৌঁছায়, যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে এ অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ব্যবহার করে থাকে, রেডিও আম্বুলান্তে স্প্যানিশ ভাষায় গুরুত্বপূর্ণ বিষয়াবলির ক্ষেত্রে কণ্ঠস্বর তুলে ধরে এবং দৃষ্টি নিক্ষেপ করে।

গ্লোবাল ভয়সেস এই বছরের মে মাস থেকে, রেডিও আম্বুলান্তের প্রতিবেদন তার ওয়েবসাইটে প্রকাশ করতে শুরু করেছে, যেমন লস ৪৩+১১ নামক পর্বের বেলায় এমনটা করা হয়েছে ।

গ্লোবাল ভয়েসেস-এর এক নতুন উদ্যোগ জিভি রেডিও, এখন থেকে রেডিও আম্বুলান্তের পর্বগুলো প্রচার করবে।

Tএই জোটের মাধ্যমে, আমরা আশা করছি এই সকল প্রকল্প এবং উদ্যোগ আরো অনেকের দৃষ্টি গোচর হবে যা পাঠক এবং শ্রোতাদের উৎসাহিত করবে আঞ্চলিক এবং প্রান্তিক স্থানের বিষয়টি প্রতি নজর দেওয়ার বিষয়টি উপলব্ধি করার, যা একই সাথে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় তুলে ধরে।

অক্টোবর ২০১৪-এ, যথাযথ কিন্তু তারপরেও সাংবাদিকতাকে সৃষ্টিশীল উপায়ে উপস্থাপন করার কারণে রেডিও আম্বুলান্তে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজে “উদ্ভাবনী” পুরস্কার লাভ করে। এবং অতি সম্প্রতি ববস পুরস্কারের ক্ষেত্রে স্প্যানিশ ভাষার সেরা ব্লগের পুরস্কার লাভ করেছে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .