নিউজিল্যান্ড কে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত ম্যাচে অস্ট্রেলিয়ার জয়লাভ

The battle for the World Cup of Cricket is in full swing

ক্রিকেট বিশ্বকাপের জন্য পূর্নোদ্যমে যুদ্ধ চলছে। ছবিঃ ফ্লিকর ব্যবহারকারী পারসিটা (সিসি বাই – এসএ ২.০)

ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ এর চূড়ান্ত ম্যাচে অস্ট্রেলিয়া জয় লাভ করেছে। এই বিশ্বকাপ আসরের সহ-আয়োজক দেশ নিউজিল্যান্ডকে ১৮৩ রানে অল আউট করে দেয়ার পর অসিরা মাত্র তিন উইকেট হারিয়ে ৩৩.১ ওভারেই তাদের লক্ষ্যে পৌঁছে যায়। ফাইনাল ম্যাচে মেলবোর্ন ক্রিকেট মাঠে উপস্থিত ছিল ৯৩ হাজার ১৩ জন দর্শক।

পাকিস্তানি ভক্ত আলি এই ফলাফল সম্বন্ধে অনেক ক্রিকেট ভক্তের অনুভূতি তুলে ধরেছেনঃ

“অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে… আর নিউজিল্যান্ড আমাদের মন জয় করে নিয়েছে।

অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিশেল স্টারক ছিলেন বিশ্বকাপ প্রতিযোগীতার সেরা খেলোয়াড়ঃ

আসরের সেরা খেলোয়াড় মিচেল স্টারক ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ এর বিজয়ী মেডেল দেখাচ্ছেন!

অস্ট্রেলিয়ার ৫০ ওভারের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট দলের ক্যাপটেন হিসেবে এটি ছিল মাইকেল ক্লার্কের বিদায়ী ম্যাচ। উপযুক্তভাবেই তিনি তাঁর দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেছেন।

মাইকেল ক্লার্ক একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবেই বিদায় জানালেন! অস্ট্রেলিয়াকে অভিনন্দন!

ক্লার্ক তাদের এই জয়কে ফিলিপ হিউজের প্রতি উৎসর্গ করেছেন। তিনি ছিলেন তাদের দলের একজন সদস্য এবং বন্ধু। গত বছর এক ক্রিকেট দূর্ঘটনায় তিনি নিহত হন।

বিশ্বকাপ ২০১৫: এটি আমাদের ছোট ভাই ফিলিপ হিউজের জন্য, ক্লার্ক বলেছেন http://t.co/GD7Ewd1Ecj

কিউই দলনেতা ব্রেন্ডন ম্যাককুলাম তাঁর নেতৃত্ব প্রদানে দক্ষতা এবং সমগ্র আসর জুড়েই তাঁর অসামান্য অবদানের জন্য টুইটারে প্রচুর প্রশংসা কুড়িয়েছেন।

ব্রেন্ডন ম্যাককুলাম বেশ অনুপ্রেরণা দানকারী একজন খেলোয়াড়। তিনি বেশ সুন্দর করে কথা বলেন এবং @ব্ল্যাকক্যাপস এবং তাদের এই বিস্ময়কর খেলার আসর #বিশ্বকাপফাইনাল এর জন্য আমাদের গর্বিত হওয়া উচিৎ।

Cricket World Cup 2015 Final

বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ চূড়ান্ত খেলা – ছবিঃ ফ্লিকার ব্যবহারকারী টুরিজম ভিক্টোরিয়া (সিসি বিওয়াই ২.০)

কিছু তিক্ত মূহুর্তও ছিল যখন স্লেজিং এর (প্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড়কে অপমান করা) জন্য অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্র্যাড হাডিনের যথেষ্ট সমালোচনা করা হয়েছে। খেলাটির দুই প্রতিদ্বন্দ্বী দলের খেলা বিষয়ক তেজস্বীতা নিয়ে পরষ্পর বিরোধী অনেক টুইট করা হয়েছেঃ

একটি ছবি হাজারও কথা বলে।

মদ, বিজ্ঞাপন এবং খেলাধুলা এর মিশ্রণ ঘটানোর কারনে আরেক উদ্বেগ চারপাশে ঘোরপাক খাচ্ছিলঃ

#সিডব্লিউসি২০১৫ #ক্রিকেট বিশ্বকাপঃ #ভালখেলা এর জন্য অ্যালকোহলে ডুবে থাকার সংস্কৃতি পরিবর্তন করা প্রয়োজন।

বিতর্কিত ক্রিকেট আইকন এবং ধারাভাষ্যকার সাবেক অস্ট্রেলিয়ান স্পিন বোলার শেন ওয়ার্ন ম্যাচের পর পানীয় আনতে লোক ডাকার কারনে তীব্র সমালোচনার মুখে পড়েনঃ

যেকেউ পান করতে পারেন …

সমালোচনা দিয়ে ওয়ার্নকে দমিয়ে রাখা যায়নিঃ

ভাল খেলোয়াড়েরা কি আকণ্ঠ মদে পূর্ন করেন। অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে ভাল জায়গা। ঠিক রাজনৈতিকভাবে নয়, এটিকে স্বাভাবিক রাখুন। অসিরা যথাযথভাবেই উদযাপন করছেন!

তবে ফাইনাল ম্যাচটি যথেষ্ট প্রতিদ্বন্দ্বীতা এবং আরও উত্তেজনায় পূর্ণ না হওয়ায় অনেকেই বেশ আশাহত হয়েছেনঃ

উত্তেজনাময় #ক্রিকেটবিশ্বকাপ১৫ আসরের ফাইনাল মাচের জন্য সবচেয়ে বাজে একটি ম্যাচ তুলে রাখা হয়েছে। এটি অত্যন্ত লজ্জাস্কর।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই রায় পাওয়া গেছে যে খেলার পুরো আসরটি বেশ স্বচ্ছ (অশুদ্ধ বানান দিয়ে সম্পন্ন) ছিল।

সত্যি

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .