বহু বছর যৌন পরিচয় সংরক্ষণ করা বিশিষ্ট টিভি ও রেডিও সংবাদ উপস্থাপক প্যাট্রিসিয়া কারভেলাস একজন অস্বভাবী অস্ট্রেলীয় সাংবাদিক হিসেবে তার অভিজ্ঞতা ভাগাভাগি করার পরে সমকামী ট্রলের লক্ষ্যবস্তু হন। সাংবাদিকের বিরুদ্ধে অনলাইন দুর্ব্যবহারের নিন্দা করে গণমাধ্যম গ্রুপগুলি কার্ভেলাসের সাথে একাত্মতা প্রকাশ করেছে।
অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারকারী এবিসি গণমাধ্যম শিল্পে এলজিবিটিকিউ+ ব্যক্তি হিসেবে কর্মরত কারভেলাসহ বেশ কয়েকজন সাংবাদিকের সাক্ষাৎকার নিয়েছে। তারা তাদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলি বর্ণনা করার পর সামাজিক গণমাধ্যমে কারভেলাসকে ট্রল করা হয়। তিনি এক্সে (টুইটার) লিখেছেন:
ট্রলগুলি নোংরা জিনিস নিয়ে আমাকে ঘন্টার পর ঘন্টা লক্ষ্যবস্তু করে।
জিনিসগুলি পড়ে আমি রীতিমতো হতবাক, এমনকি আমি সবচেয়ে খারাপটিও ভাগাভাগি করিনি। সমকামী যৌনতার এসব আমাকে অসুস্থ করে তুলেছে।
খুশি যে আমার পরিবার আমাকে নিয়ে সত্যিই গর্বিত।
শেষ লাইনটিতে তার যৌন পরিচয় নিয়ে তার গ্রীক পরিবারের কথিত বিড়ম্বনা তার প্রাপ্ত বাজে মন্তব্যের উল্লেখ।
এবিসি সংবাদ পরিচালক জাস্টিন স্টিভেনস কারভেলাসের পক্ষ নিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মন্তব্য ছড়ানো গণমাধ্যম প্রতিষ্ঠানগুলির সমালোচনা করেছেন।
প্যাট্রিসিয়ার শুধু নিজের জীবন সম্পর্কে প্রকাশ্যে কথা বলার জন্যে বেশিরভাগ যৌনতাপূর্ণ, সমকামী ও বর্ণবাদী অনলাইন ট্রলি ও দুর্ব্যবহারের লক্ষ্য হওয়াটা বিরক্তি, দুঃখ ও ক্রোধজনক।
গণমাধ্যম প্রতিষ্ঠানগুলির বিপজ্জনক অনলাইন দুর্ব্যবহার এবং লিঙ্গ-ভিত্তিক ও যৌন নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সহকর্মীদের সাথে একাত্মতা প্রকাশ করা উচিত, এটিকে বিস্তৃত করার জন্যে অযৌক্তিকভাবে পরিবেশন করা উচিত নয়।
সাংবাদিকতায় নারীদের জন্যে জোট কীভাবে অনলাইন হয়রানি সাংবাদিকদের ব্যক্তিগত ও পেশাগত জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে তা তুলে ধরে কারভেলাসের বিরুদ্ধে আক্রমণের তদন্ত করতে কর্তৃপক্ষকে অনুরোধ করেছে।
আমরা তার সাথে করা দুর্ব্যবহারের তীব্র নিন্দা এবং কর্তৃপক্ষকে এই আগ্রাসনের কাজগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানাই।
কারভেলাসের বিরুদ্ধে আক্রমণ অনলাইন হয়রানির বিরুদ্ধে দাঁড়ানোর এবং সাংবাদিকদের জন্যে একটি অন্তর্ভুক্তিমূলক ও সম্মানজনক পরিবেশ গড়ে তোলার গুরুত্বের কথা মনে করিয়ে দেয়।
বিদ্যমান লিঙ্গ বৈষম্যকে যুক্ত করে এই দুর্ব্যবহারের গুরুতর পেশাদার ও ব্যক্তিগত পরিণতির ফলে আত্মসেন্সর হতে, নির্দিষ্ট বিষয়গুলি এড়িয়ে যেতে বা এমনকি শিল্প থেকে বিদায়ও নিতে পারে।
কারভেলাস তার এবিসি সাক্ষাৎকারে তার যৌনতাকে সম্ভাব্য এলজিবিটিকিউ+ অধিকার বিদ্বেষী রাজনীতিবিদ ও এমনকি কিছু সহকর্মীর কাছ থেকে লুকিয়ে রাখার কথা আলোচনা করেছেন। তিনি বলেছেন:
আমি আমার সমর্থনকারী নয় মনে করা সহকর্মীদের [এবং] সমকামী অধিকার বিদ্বেষী অনেক রাজনীতিবিদদের মধ্যে খুব সতর্ক ছিলাম।
অতীতের দিকে তাকিয়ে তিনি এটি সম্পর্কে তার অনুভূতি ভাগাভাগি করেছেন।
আমি গভীর দুঃখের সাথে কর্মক্ষেত্রে আমার সম্পূর্ণ একাত্ম হতে না পারা সেই বছরগুলিকে স্মরণ করি।
আমি এখনো মারা না গেলেও এখন আমি নিজের হতে পারি। তবে আমি মনে করি না আমার যৌবনে না পাওয়া অভিজ্ঞতার মতো কিছু হওয়া উচিত।
তিনি ব্যাখ্যা করেছেন কেন তিনি তার কর্মক্ষেত্রে এলজিবিটিকিউ+ বৈষম্যের বিরুদ্ধে অগ্রসর হননি:
আমি মনে করি জনসাধারণের মধ্যে সুপরিচিত বলে এবং আমাকে চেনা কেউ এই লেখাটি পড়ে কাউকে দাঁড়াতে বা লোকেদের ভয় না পেতে দেখে লোকেরা হয়তো অবাক হবে।
তবে আপনি সমকামী কৌতুককে মজার মনে করা একটি সামাজিক পরিবেশে থাকলে এটি আর হয় না। আপনি নিজেকে দুর্বল ছাড়াও সব সময় কঠিন করে তোলার কথা না জানলে আপনার পক্ষে কিছু বলা খুব কঠিন।
অবশেষে তিনি একজন জনব্যক্তিত্ব হিসেবে নিজের ভূমিকা স্বীকার করে তার “প্রমাণিত নিজেকে” নিশ্চিত করার অধিকারও স্বীকার করেছেন:
আমি চাই না লোকেরা মনে করুক আমি তাদের সম্প্রচারক নই। কিন্তু সমানভাবে আমি প্রামাণ্য আমি না হলে আমি আমার কাজ ভালভাবে করতে পারবো না।