
মিছিলে বার্ট সিম্পসনের মুখোশ পড়া এক বিক্ষোভকারী, যে মিছিলে ইউনিটেলের প্রতি আহ্বান জানানো হয় যেন তারা “দি সিম্পসনস” নামক সিরিয়ালটি আবার প্রদর্শন শুরু করে। স্ক্রিনশট ইউটিউব থেকে নেওয়া হয়েছে।
বলিভিয়ার টিভি চ্যানেল ইউনিটেল সম্ভবত কল্পনা করতে পারেনি যে এক সপ্তাহ আগে রিয়েলিটি টিভি অনুষ্ঠান “কালে ৭”-এর জন্য আরো জায়গা তৈরীর উদ্দেশ্যে ‘দি সিম্পসনস’ নামক ধারাবাহিক কার্টুন নাটকটির তার প্রচলিত সময়ে প্রদর্শন বন্ধ করে দেওয়ার ঘটনা দেশটির বিভিন্ন শহর জুড়ে বিক্ষোভের সৃষ্টি করবে:
Marcha convocada en Facebook en contra de Calle 7 pidiendo Los Simpsons en La Paz y Santa Cruz. ¡Duh! http://t.co/3KzTSzzPyr
— Marcelo Durán V. (@bithumano) January 29, 2015
লা পাজ এবং সান্তা ক্রুজ ডি ওহ! নামক শহরে কালে ৭-এর বিরুদ্ধে এবং দি সিম্পসনসের আবার প্রদর্শন শুরু করার দাবীতে ফেসবুকে বিক্ষোভের আয়োজন করা হয়েছে।
লা পাজ, সান্তা ক্রুজ এবং কোচাবাম্বার সড়কে ৬ ফেব্রুয়ারি তারিখে বিক্ষোভ প্রদর্শিত হয়, এবং এই জনপ্রিয় ধারাবাহিকের জন্য হৈচৈ সৃষ্টিকারী শত শত ভক্ত এতে অংশ নেয়।
I liked a @YouTube video http://t.co/MqcbtMCiQo Coro”Muera calle 7″ Marcha los simpsons Bolivia
— Carlos F. Barba (@karedsito) February 7, 2015
এক ইউটিউব ভিডিও আমার পছন্দ হয়েছেঃ এতে স্লোগান দেওয়া হয়েছে “কালে ৭ নিপাত যাক”। বলিভিয়ায় দি সিম্পসনস মিছিল।
তবে বিক্ষোভকারীরা একই সাথে তথাকথিত “ট্র্যাশ টিভির” বিরুদ্ধেও বিক্ষোভ করে এবং স্থানীয় টিভিতে আরো বেশী সংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনের অনুরোধ জানায়।
Marcha por Los Simpsons, contra el programa Calle 7 que se emite en @unitelbolivia y la Tv Basura – #SantaCruz http://t.co/Ut8uqhYhl6
— La Pública BO (@LaPublicaBO) February 10, 2015
দি সিম্পসনসের পক্ষে, এবং কালে ৭ নামক অনুষ্ঠানের বিপক্ষে এই মিছিল, যা ইউনিটেলে প্রদর্শিত হচ্ছে এবং এই মিছিল ট্র্যাশ টিভির বিরুদ্ধেও।
যেমনটা আশা করা হয়েছিল, এই বিষয়ে সকলে একমত নয় যে একটা টিভি অনুষ্ঠানের জন্য বিক্ষোভ সময়ের সেরা ব্যবহার বিশেষ করে যখন আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে:
Debemos creer que se trata de un chiste…. Donde quedo la “descolonización cultural”. Ja ja ja. http://t.co/lkTiZHWIN5
— BusesBolivians (@BusesBolivians) February 6, 2015
আমরা বিশ্বাস করি যে এটা একটা রসিকতা… “ সংস্কৃতিক উপনিবেশিকতার থেকে মুক্তি লাভের” বিষয়টির কোথায় গিয়ে পরিসমাপ্তি ঘটেছে। হা হা হা।
La gente del pueblo va a hacer una marcha por los simpsons,Pero nadie dice nada de la delincuencia.. Bien Santa Cruz..Bien
— David C Valda (@DcValda) February 3, 2015
স্থানীয় নাগরিকরা দি সিম্পসন-এর জন্য মিছিল করছে, কিন্তু অপরাধ নিয়ে কেউ কথা বলছে না। ভাল… সান্তা ক্রুজ… ভাল।
এই বিক্ষোভ প্রদর্শন ইউনিটেলকে এর জনপ্রিয়তা উপলব্ধি করাতে সফল হয়েছে, এই টিভি চ্যানেল যা ‘দি সিম্পসন’ দেখাত, তারা ৯ মার্চ থেকে আবার এই ধারাবাহিক কার্টুন অনুষ্ঠানকে বলিভিয়ার দর্শকদের মাঝে ফিরিয়ে আনতে যাচ্ছে।
Vuelven Los Simpson tras masiva e insólita protesta en tres ciudades (Y Delius no más en TV, grandes logros) http://t.co/okRnPt2u0U
— Marcelo Durán V. (@bithumano) February 8, 2015
এক ব্যাপক এবং অভূতপূর্ব বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে দি সিম্পসনস আবার টিভিতে ফিরে এসেছে (এবং ডেলিউসকে আর টিভিতে দেখা যাচ্ছে না, দারুণ অর্জন) ।
তবে কেউ কেউ পুরো বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে:
@juanjosebolivia el problema es precisamente ese: armar protestas (Simpson) con fines comerciales (UNITEL) = manipulación
— juan carlos pereira (@jcpereirasta) February 13, 2015
টুইটারে জেসি পেরেইরাস্তা বলছে -কেন? তার বদলে এমন কিছু দেখাও যা বলিভিয়ায় সবসময় ঘটছেঃ যদি কেউ কোন কিছু পছন্দ না করে, তাহলে এর প্রতিবাদ কর, আমি তা পছন্দ করি।
তার উত্তরে হুয়ানহোসেবলিভিয়া বলছে- সমস্যাটি হচ্ছে এই যেঃ (সিম্পসনের) জন্য বিক্ষোভের আয়োজন কেবল বাণিজ্যিক কারণে (ইউনিটেল)=দক্ষতার সঙ্গে এদের ব্যবহার করা হয়েছে।
এমনকি “দি সিম্পসনসরাও” বলিভিয়ার ভক্তদের একনিষ্ঠতার প্রতি তাদের মুগ্ধতা নিজস্ব ফেসবুক একাউন্টের মাধ্যমে তুলে ধরেছে: