পরপর দ্বিতীয় বারের মত, মেক্সিকোর চলচ্চিত্র নির্মাতারা একাডেমি অফ মোশান পিকচার্স এন্ড সায়েন্স বা অস্কার নামে পরিচিত পুরস্কারের মনোনয়নে এগিয়ে রয়েছে। মনোনয়ন প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য মেক্সিকান নাগরিক বার্ডম্যান চলচ্চিত্রের পরিচালক আলেহান্দ্রো গোনজালেজ ইনাররিটু। গত বছর এভাবেই এগিয়ে ছিলেন মেক্সিকোর চলচ্চিত্র পরিচালক আলফন্সো কুয়ারোন, স্বনামধন্য চলচ্চিত্র ‘গ্রাভিটির’ পরিচালক।
কেবল বার্ডম্যান ছবির পরিচালক হিসেবে নয় সাথে আরেকটি চলচ্চিত্রে সেরা চিত্রনাট্যকার হিসেবেও ইনারিটু মনোনয়ন লাভ করেছে। ‘লা ইনেসপারেদাদা ভার্চু ডে লা ইগনোরেন্স’ (উপেক্ষার অপ্রত্যাশিত গুণ) নামে পরিচিত সেই চলচ্চিত্রে শব্দ সম্পাদনার জন্য মার্টিন হার্নানদেজও মনোনয়ন লাভ করেছে। মেক্সিকোর নাগরিক ইমানুয়েল লুবেজকি (ওরফে “এল চিভো”) সেরা চিত্রগ্রাহকের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর আগের বছর, গ্রাভিটি চলচিত্রের জন্য তিনি এই বিভাগে পুরস্কার লাভ করেছিলেন।
এই এক অস্বাভাবিক বিষয় যে অস্কার মেক্সিকোর নাগরিকদের চলচ্চিত্রে অংশগ্রহণ বিষয়টিকে স্বীকার করে নিয়েছে। এদিকে এই বিষয়টি সত্য যে, ২০১৪ সালে কুয়ারোন এবং লুবেজকি-এর কাজ আমাদের মনে করিয়ে দেয় যে একাডেমি এবং চলচ্চিত্রের দর্শকের যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের এই সকল চলচ্চিত্র নির্মাতাদের সম্ভাবনা এবং প্রতিভার কথা স্মরণ করিয়ে দিচ্ছে, এই ধরনের অন্য সকল পুরস্কারের ক্ষেত্রে এই সকল প্রতিভা উপেক্ষিত রয়ে যায় ।
এটা বলা যাবে না যে, গোনজালেজ ইনারিটুর এই প্রথম অস্কারের মনোনয়ন প্রাপ্তি। “এল নেগ্রো” নামে পরিচিত গোনজালেজ ২০০৭ সালে বেবেল নামক চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কারের মনোনয়ন পান, তবে সেবার তিনি পুরস্কার জিততে পারেননি।
এদিকে লা পারকা বা পুনরাবির্ভাব নামক চলচ্চিত্র, যার প্রয়োজক সেন্ট্রো ডে ক্যাপাসিতাসিওন সিনেমাটোগ্রাফিকা, এসি, সেটি সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের রচয়িতা এবং নির্দেশক গ্যাব্রিয়েল সেররা আরগুয়েলো।
বার্ডম্যান বা গ্রাভিটির মত লা পার্কারও প্রযোজক মেক্সিকোর একটি প্রতিষ্ঠান, এদিকে এর আগেরটির নির্মাতা আন্তর্জাতিক এক প্রতিষ্ঠান। লা পারকার নির্মাতারা অস্কারে এর মনোনয়ন প্রাপ্তির বিষয়টিকে টুইটারে এভাবে ঘোষণা করে:
Aquí puedes ver el trailer de #LaParka, nominada al Óscar a Mejor Cortometraje Documental. Producción del @CCCMexico https://t.co/7fWHohHJb3
— El CCC | México (@CCCMexico) January 15, 2015
এখানে আপনারা লা পারকার ট্রেলার দেখতে পারেন, যা সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অস্কারের মনোনয়ন লাভ করেছে, যার নির্মাতা সিসিসমেক্সিকো।
নিকারাগুয়া থেকে নাগরিকরা এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতি তাদের সমর্থন প্রদর্শন করেছে:
Felicidades #gabrielserra #Oscars2015 #LaParka
— Ruth Chavarria (@RUTHGBY) January 15, 2015
অভিনন্দন।
মার্টিন হার্নানদেজ যখন তার রেডিও অনুষ্ঠান “আসি লস কোসাস” প্রচার করছিল, তখন সে এই সংবাদ শুনতে পায় এবং আর এভাবে তার সহকর্মীরা তাদের প্রতিক্রিয়া প্রদর্শন করে:
Así se ve #MartínHernández en la cabina de @WRADIOMexico luego de su nominación #Birdman #Oscars2015 http://t.co/5WyhwWeDub
— Así Las Cosas (@asilascosasw) January 15, 2015
ডাব্লিউরেডিওমেক্সিকোর কক্ষ থেকে মার্টিন হার্নানদেজ, মেক্সিকোর চলচ্চিত্র বার্ডম্যান ২০১৫-এর অস্কার পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগের জন্য মনোনীত হয়েছে।
ওসভাল্ডো সুয়ারেজ গোনজালেজ ইনারিটুর কাজের বিষয়ে মন্তব্য করেছে:
siempre me ha gustado el trabajo de Gonzales Iñarritu, sobre todo su gran película “Birdman” excelente historia !!
— Osvaldo Suarez (@paul_suco) January 15, 2015
আমি সবসময় গোনজালেজ ইনারিটুর কাজ পছন্দ করি, বিশেষ করে তার অসাধারণ চলচ্চিত্র “বার্ডম্যান”, দারুণ কাহিনী!!
৮৭ তম বার্ষিক অস্কার পুরস্কার ২২ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে। অন্য কয়েকটি সফল চলচ্চিত্রের সাথে বার্ডম্যান প্রতিদ্বন্দ্বিতা করছে, যার মধ্যে রয়েছে দি ইমিটেশন গেম, সেলমা (মার্টিন লুথার কিং জুনিয়র-এর কর্মকাণ্ডের উপর ভিত্তি করে নির্মিত) এবং দি থিউরি অফ এভরিথিং (অধ্যাপক স্টিফেন হকিন্স-এর জীবনীভিত্তিক এক বই –এর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র)। এছাড়াও রয়েছে দি গ্রান্ড বুদাপেস্ট হোটেল, বয়হুড, আমেরিকান স্নাইপার এবং হুইপল্যাশ -নামক চলচ্চিত্র।
এদিকে, সেরা পরিচালক পদে গোনজালেজ ইনারিটু প্রতিদ্বন্দ্বিতা করছেন আমেরিকার চলচ্চিত্র নির্মাতা যেমন ওয়েস এ্যান্ডারসন (দি গ্রান্ড বুদাপেস্ট হোটেল), রিচার্ড লিনকালেটার (বয়হুড),বেনেট মিলার (ফক্স ক্যাচার) এবং নরওয়ের পরিচালক মর্টেন টাইলেডম (দি ইমিটেশন গেম)–এর সাথে, আশা করা হচ্ছে যে ইনারিটু এবার এই পুরস্কার মেক্সিকোয় নিয়ে আনবে। তবে এমনটাও ধারণা করা হচ্ছে যে এটা মেক্সিকোর জন্য সহজ কোন প্রতিদ্বন্দ্বিতা হবে না।