ল্যাটিন আমেরিকার নাগরিকরা শিস দেয়াকে না বলছে

অনেক দীর্ঘ সময় ধরে শিস দেয়াকে [স্প্যানিশ ভাষায় পিরোপো] ফষ্টিনষ্টি করার সেরা এক উপায় বলে বিবেচনা করা হত; এটি হচ্ছে এমন এক উপায় যার মাধ্যমে পুরুষেরা মেয়েদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে এবং স্তুতির জন্য কিছু বলে থাকে। তবে অনেক দীর্ঘ দিন ধরে এই বিষয়ে বিতর্ক চলে আসছে যে শিস দেয়া কি আসলে মেয়েদের প্রতি ভালোবাসা প্রদর্শনের মাধ্যম, নাকি তা এক আগ্রাসনমূলক কাজ।

সংবাদ সংস্থা ইন্টার প্রেস সার্ভিস ২০১১-এর এক প্রবন্ধে [স্প্যানিশ ভাষায়], বিবৃতি প্রদান করেছে:

Algunos hombres lo reivindican como un halago y hasta una expresión poética. Pero para muchas mujeres, el piropo callejero es una forma de acoso que las ofende, las humilla y, en algunos casos, las denigra.

কোন কোন পুরুষ একে নারীর প্রতি এক ধরনের প্রশংসা হিসেবে অভিহিত করে থাকে, এবং এমনকি তারা কাব্যে বিষয়টি প্রকাশ করে থাকে। কিন্তু অনেক নারীর কাছে শিস দেয়া এক ধরনের হয়রানিরও বিষয়, যা তার জন্য আঘাত জনক, অপমানজনক এবং কখনো কখনো এর মাধ্যমে তাদের হীন করা হয়।

ক্যাট কল বিষয়ে চালানো গুগল অনুসন্ধান [স্প্যানিশ ভাষায়] আমাদের যে ফলাফল প্রদান করছে, তা হচ্ছে অনেকটা এ রকম: “সত্যিকারের ভালবাসাকে জয় করার জন্য মিষ্টি শিস দেয়া” “ প্রিয়তমাকে জয় করার জন্য ৫০ টি শিস দেয়া” “১০৭টি শিস দেয়া যা নারীদের জন্য বিশেষ এক দিনে পরিণত করবে”। অনেক শিল্পী এবং ওয়েব ব্যবহারকারী রাস্তায় সংঘঠিত হয়রানি বিষয়ে ছবি প্রদর্শন করছে এবং এই বিষয়ে খুঁটিনাটি বর্ণনা তুলে ধরেছে এবং তারা নারীদের প্রতি শ্রদ্ধা দাবী করেছে।

চিলির অঙ্কনশিল্পী মার্সেলো পেরেজে [স্প্যানিশ ভাষায়] রাস্তায় উচ্চারিত তথাকথিত এক প্রশংসা শোনা এক নারীর ঘটনা তার এক প্রবন্ধে তুলে ধরেন

Ilustración de Marcelo Perez, reproducida con su permiso.

মার্সেলে পেরেজ–এর অঙ্কন, অনুমতিক্রমে তা পুনরায় প্রকাশ করা হল।

প্রথম ছবিটিতে, অঙ্কিত মূল চরিত্র বলছে: “এটা কোন প্রশংসা সূচক বাক্য নয়, এটা হচ্ছে এক লালা ঝরানো বেকুবের বুলি, যে জীবনে কোনদিন মেয়ে দেখেনি”। দ্বিতীয় ছবিতে সে বলছে: “এটা একটা হঠাৎ জড়িয়ে ধরা, আকস্মিক আঘাত এর প্যাঁচালো একটা বিষয়”।

তৃতীয়টি সে বলছে “প্রকাশ্য রাস্তায় চেচিয়ে যে অশ্লীল বাক্য বলে সে এক অপরাধী (যা না কোন স্তুতিবাক্য, না কোন আকর্ষণীয় কোন কিছু)। সবশেষে সে বলছে” এটা হচ্ছে পলক না ফেলা এক বিকারগ্রস্তের নির্ধারিত এবং গা শিউরে ওঠার মত করে তাকানো।

আর্জেন্টিনা থেকে গ্লোবাল ভয়েসেস-এর লেখক জর্জ গোব্বি;[স্প্যানিশ ভাষায়] তার ফ্লিকার একাউন্ট থেকে কিছু ছবি প্রদর্শন করেছে, যা বিশ্বের এই অঞ্চলের এক প্রতীকী নারী আন্দোলন থেকে নেওয়া বাক্য “ আমরা আপনাদের প্রশংসা নয়, শ্রদ্ধা চাই।”

No quiero tu piropo, quiero tu respeto. De Morrisey en Flickr bajo licencia CC Attribution 2.0 Generic (CC BY 2.0)

আমরা আপনাদের প্রশংসা চাই না, শ্রদ্ধা চাই;মরিসের ছবি সিসি লাইসেন্সের অধীনে ফ্লিকার থেকে নেওয়া
এট্রিবিউশন ২.০ জেনেরিক (সিসি বাই ২.০)

এদিকে মার্টা জি টেরেন [স্প্যানিশ ভাষায়] কয়েকটি বাক্য সহ একটি ছবি প্রদর্শন করেছে, যা নিকারাগুয়ার রাস্তা থেকে নেওয়া হয়েছে :

No quiero tu piropo, quiero tu respeto por la usuaria Martascopio en Flickr bajo licencia CC Attribution 2.0 Generic (CC BY 2.0)

আমি আপনাদের প্রশংসা চাই না, চাই আপনাদের শ্রদ্ধা। ফ্লিকারের ব্যবহারকারী  মার্টাস্কোপিওর যা
সিসি লাইসেন্স এ্যাট্রিবিশন ২.০ জেনেরিক-এর অধীনে ব্যবহার করা হয়েছে (সিসি বাই ২.০)

ব্লগার[স্প্যানিশ ভাষায়] এবং অঙ্কন শিল্পী;ডেভিলকাটি  [স্প্যানিশ ভাষায়] নীচের কমিকটি প্রদর্শন করছে:

Piropos según la ilustradora DevilKaty, por la usuaria DevilKaty en Flickr bajo licencia CC

ডেভক্যালি অঙ্কিত ক্যাটকল , ফ্লিকারে পোস্ট করেছে ব্যবহারকারী;ডেভিলকাটি, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স –এর অধীনে ব্যবহার করা হয়েছে (সিসি বাই এনসি ২.০)

- Hombre: Ustedes las minas son unas histéricas, cómo no les van a gustar los piropos.

- Sí. Es cierto, cómo no lo pensé antes. Me encanta que me acosen en la calle. Me siento asquerosamente halagada! Amo que un tipo que no conozco y que no me guste me mire las tetas solo por ser mujer. Es un honor ser denostada de tal forma! Adoro esa forma retorcida y pervertida de admiración!

- Hombre: Ya, sí, ya entendí.

-পুরুষ: তোমার চিবুক ইতিহাসে অদ্বিতীয়, কেন তুমি শিস দেয়ার সামগ্রী হতে পছন্দ করনা?

-হ্যাঁ। এটা সত্য, কি ভাবে ভাবলে যে আমি এই বিষয়ে চিন্তা করিনি? আমি রাস্তায় হয়রানির শিকার হতে ভালবাসি। আমি স্তুতির সময় ভিন্ন এক অনুভূতি পাই! যখন কোন লোক, যাকে আমি চিনি না, আমার বক্ষের দিকে তার তাকানো আমার পছন্দ নয়, কারণ আমি নিছকই এক নারী, এভাবে অপমানিত হওয়া এক সম্মানের বিষয়! আমি এই বিকৃতি এবং বিকৃত ধরনের প্রশংসা পছন্দ করি।

-পুরুষ:হ্যাঁ ঠিক আছে, আমি বিষয়টি ধরতে পেরেছি।

সবশেষে, কোন নারীকে প্রশংসা করা এবং সেটাকে এক ধরনের হয়রানী শ্রেণীতে ফেলার চ্যালেঞ্জ নিয়ে ফেসবুকে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে :

শিস দেয়ার মাধ্যমে নারীদের প্রতি হয়রানির আমরা বিরুদ্ধে [স্প্যানিশ ভাষায়]

রাস্তার হয়রানি বন্ধ করুন [স্প্যানিশ ভাষায়]

পুরুষ এবং নারী উভয়ে রাস্তার হয়রানীর বিরুদ্ধে [স্প্যানিশ ভাষায়]

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .