জাপানের নাগানো-তে শক্তিশালী ভুমিকম্প, কয়েক ডজন আহত, ঘরবাড়ি বিধ্বস্ত

nagano earthquake

এএনএন নিউজের সৌজন্যে নাগানোর ভুমিকম্পের স্ক্রিনশট।

গত ২২ নভেম্বর শনিবার জাপানের মধ্যাঞ্চলে এক শক্তিশালী ভুমিকম্প আঘাত হানে। এতে ৪১ জন আহত হয়েছেন। তাছাড়া নাগানো জেলার হাকুবা গ্রামের কয়েক ডজন খামারবাড়ি, রাস্তা এবং সমাধিক্ষেত্র বিধ্বস্ত হয়েছে।

৬.৮ মাত্রার ভুমিকম্পে বিধ্বস্ত ঘরবাড়ির ভিতরে ২১ জন আটকা পড়েছিলেন। পরে তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

জাপানের নাগানোতে শক্তিশালী ভুমিকম্পের আঘাতে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে। ৪১ জন আহত হয়েছেন।

Horinouchi Ward in Hakuba Village. The first floor has totally collapsed.

হাকুবা গ্রামের হোরিনুচি ওয়ার্ড। প্রথমতলা পুরোপুরি ধসে হয়েছে।

টোকিও'র উত্তরপশ্চিমাঞ্চলের ২০০ কিলোমিটার দূরে নাগানো জেলার হাকুবা গ্রাম অবস্থিত। ১৯৯৮ সালের শীতকালীন অলিম্পিক গেইমসের কয়েকটি ইভেন্ট এখানে আয়োজন করা হয়েছিল।

ভুমিকম্পের ফলে জানা গেছে, হাকুবা এলাকাটি একটি সক্রিয় ফল্ট লাইনের (ভু-পৃষ্ঠের গভীরে পাথরের লাইন) উপরে অবস্থিত। তাই ভু-পৃষ্ঠের অভ্যন্তরভাগে নড়াচড়ার ফলে গ্রামের রাস্তাঘাট, কবরস্থান এবং অবকাঠামোর ক্ষতির কারণ হয়।

Olympic Avenue has been damaged, so sad. #地震 (earthquake) #白馬 (Hakuba)

অলিম্পিক অ্যাভিনিউয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। খুবই দু:খজনক ঘটনা।

ভুমিকম্পের কারণে সৃষ্ট বিদ্যুৎ বিপর্যয়ে জাপানের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে রাস্তায় আটকা পড়ে অনেকে টুইটারে বিষয়টি নিয়ে পোস্ট দেন।

আমি আশ্চর্য হবো যদি ভুমিকম্পের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়? কন্ডাক্টর জানালেন যে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ইয়োকোহামা এবং জাপানের মধ্যাঞ্চলের গিফুর মধ্যে চলাচলকারী শিনকেনসেন বুলেট ট্রেন সার্ভিস বন্ধ হয়ে গেছে।

ভুমিকম্পের সময়ে নাগানোর আশেপাশে অনেক টুইটার ব্যবহারকারী ছিলেন। তারা ভুমিকম্পের পরের ঘটনাবলির ছবি পোস্ট করেছেন:

Oh no! The earthquake has made a huge mess in the liquor aisle!

হায় আল্লা! ভুমিকম্প তরল পানীয়ের দোকানে ম্যাসাকার অবস্থা করেছে।

ভুমিকম্পের পরে নাগানো শহরের ডন কুইক্সট ডিসকাউন্ট স্টোরের হাল!

আবহাওয়া দপ্তরের ভুমিকম্প ও সুনামি বিভাগ জানিয়েছে, রবিবারের দুপুর পর্যন্ত ৫৩টি মৃদু কম্পন রেকর্ড করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .