গত ২২ নভেম্বর শনিবার জাপানের মধ্যাঞ্চলে এক শক্তিশালী ভুমিকম্প আঘাত হানে। এতে ৪১ জন আহত হয়েছেন। তাছাড়া নাগানো জেলার হাকুবা গ্রামের কয়েক ডজন খামারবাড়ি, রাস্তা এবং সমাধিক্ষেত্র বিধ্বস্ত হয়েছে।
৬.৮ মাত্রার ভুমিকম্পে বিধ্বস্ত ঘরবাড়ির ভিতরে ২১ জন আটকা পড়েছিলেন। পরে তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
Many houses collapse, 41 people injured after strong earthquake strikes Nagano in Japan. http://t.co/XHuCqPkXfS pic.twitter.com/3UrOFF3rkE
— わんわんわん公 (@watanabewankou) November 23, 2014
জাপানের নাগানোতে শক্তিশালী ভুমিকম্পের আঘাতে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে। ৪১ জন আহত হয়েছেন।
白馬村堀ノ内地区。一階部分が完全につぶれています。 pic.twitter.com/d97isDNPjM
— 山口のりひさ (@yamaguchijcpngn) November 23, 2014
Horinouchi Ward in Hakuba Village. The first floor has totally collapsed.
হাকুবা গ্রামের হোরিনুচি ওয়ার্ড। প্রথমতলা পুরোপুরি ধসে হয়েছে।
টোকিও'র উত্তরপশ্চিমাঞ্চলের ২০০ কিলোমিটার দূরে নাগানো জেলার হাকুবা গ্রাম অবস্থিত। ১৯৯৮ সালের শীতকালীন অলিম্পিক গেইমসের কয়েকটি ইভেন্ট এখানে আয়োজন করা হয়েছিল।
ভুমিকম্পের ফলে জানা গেছে, হাকুবা এলাকাটি একটি সক্রিয় ফল্ট লাইনের (ভু-পৃষ্ঠের গভীরে পাথরের লাইন) উপরে অবস্থিত। তাই ভু-পৃষ্ঠের অভ্যন্তরভাগে নড়াচড়ার ফলে গ্রামের রাস্তাঘাট, কবরস্থান এবং অবকাঠামোর ক্ষতির কারণ হয়।
被害、オリンピック道路です。悲しいな。 #地震 #白馬 pic.twitter.com/avP1VjNf5G — 金ちゃん (@kinchan795) November 22, 2014
Olympic Avenue has been damaged, so sad. #地震 (earthquake) #白馬 (Hakuba)
অলিম্পিক অ্যাভিনিউয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। খুবই দু:খজনক ঘটনা।
ভুমিকম্পের কারণে সৃষ্ট বিদ্যুৎ বিপর্যয়ে জাপানের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে রাস্তায় আটকা পড়ে অনেকে টুইটারে বিষয়টি নিয়ে পোস্ট দেন।
地震速報の影響?車掌アナウンスによると東海道新幹線の新横浜〜岐阜羽島で停電らしい pic.twitter.com/k3GuDDe0DV — Neriken (@nerikenn) November 22, 2014
আমি আশ্চর্য হবো যদি ভুমিকম্পের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়? কন্ডাক্টর জানালেন যে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ইয়োকোহামা এবং জাপানের মধ্যাঞ্চলের গিফুর মধ্যে চলাচলকারী শিনকেনসেন বুলেট ট্রেন সার্ভিস বন্ধ হয়ে গেছে।
ভুমিকম্পের সময়ে নাগানোর আশেপাশে অনেক টুইটার ব্যবহারকারী ছিলেন। তারা ভুমিকম্পের পরের ঘটনাবলির ছবি পোস্ট করেছেন:
やばい!地震 アップルランドが大変なことになってる pic.twitter.com/NgwoTFNwjF
— AbeNori@P.F (@pleasant_vo) November 22, 2014
Oh no! The earthquake has made a huge mess in the liquor aisle!
হায় আল্লা! ভুমিকম্প তরল পানীয়ের দোকানে ম্যাসাকার অবস্থা করেছে।
長野市のドンキホーテにて地震に遭遇。 自分も妻も無事です。 pic.twitter.com/06gQW5stvZ
— まーちょ! (@marcho01) November 22, 2014
ভুমিকম্পের পরে নাগানো শহরের ডন কুইক্সট ডিসকাউন্ট স্টোরের হাল!
আবহাওয়া দপ্তরের ভুমিকম্প ও সুনামি বিভাগ জানিয়েছে, রবিবারের দুপুর পর্যন্ত ৫৩টি মৃদু কম্পন রেকর্ড করা হয়েছে।