জানুয়ারী ২৪-২৫ তারিখে ফিলিপাইনের সেবুতে গ্লোবাল ভয়েসেস সামিট ২০১৫ এর জন্য এখনই নিবন্ধন করুন!

Cebu Provincial Capitol Building, Cebu City, venue for the Global Voices Summit 2015. From Wikimedia Commons. Photo by Allan Jay Quesada.

গ্লোবাল ভয়েসেস সামিট ২০১৫ এর ভেন্যু সেবু শহরের সেবু প্রাদেশিক ক্যাপিটাল ভবন। উইকিমিডিয়া কমনস থেকে পাওয়া। ছবিঃ আলান যে কুএসেদা। 

গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সম্মিলন ২০১৫ এর জন্য এখন নিবন্ধন করা যাচ্ছে!

আমাদের ২০১৫ সালের সম্মিলনের মূল থিম হচ্ছেঃ “মুক্ত ইন্টারনেট: স্থানীয় দৃষ্টিভঙ্গি, সার্বজনীন অধিকার”। ৭০ টিরও বেশি দেশ থেকে অংশগ্রহণকারীরা জানুয়ারী ২৪-২৫, ২০১৫ তারিখে ফিলিপাইনের প্রাদেশিক রাজধানী শহর সেবুতে জড়ো হবেন। সেখানে তাঁরা সারা বিশ্বের মুক্ত ইন্টারনেট, মত প্রকাশের স্বাধীনতা এবং অনলাইন নাগরিক আন্দোলনের মধ্যে সমন্বয় করবেন।

সেই ২০০৬ সাল থেকে গ্লোবাল ভয়েসেস সম্মিলন সারা বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী এবং উদ্দিপক ডিজিটাল কর্মী এবং নাগরিক মিডিয়ার সম্প্রদায়ের লোকজনদের একই ছাতার নীচে এনেছে। এই সভায় নতুন বন্ধুত্বের স্ফুলিঙ্গ ঘটে এবং এটি সীমানা জুড়ে ছড়িয়ে থাকা ধারনা এবং সহযোগীতামূলক কাজের জন্য একটি সমৃদ্ধ প্রজনন স্থল। এছাড়াও চমৎকার সব খাবার, পর্যটন, সংস্কৃতি ও উৎসব সহ সেটি হয়ে ওঠে এক মহা কর্মযজ্ঞ।

এই উৎসব সম্পর্কে আরও জানুন এবং আমাদের সম্মিলনের উত্তেজনাপূর্ণ ১০ম বার্ষিকীতে অংশ নিতে এখানে রেজিস্ট্রেশন করুন।

জানুয়ারি মাসে সেবু শহরে আপনার দেখা পাবার প্রত্যাশায়!

২০১৫ সালের গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট, ফিলিপাইন কে সফলভাবে আয়োজন করা সম্ভব হচ্ছে ফোর্ড ফাউন্ডেশন, ম্যাক আর্থার ফাউন্ডেশন, গুগল, ওপেন সোসাইটি ফাউন্ডেশন, নাইট ফাউন্ডেশন, ইয়াহু!, আমরা যে ওয়েব চাই প্রচারাভিযান, মেকিং অল ভয়েস কাউন্ট এবং ফিলিপাইন সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজম এর উদার সমর্থনের কারণে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .