নামমাত্র কারাদণ্ড? অনেক বেশী ক্ষমা প্রদর্শন? অস্কার পিস্টোরিয়াসকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে

Paralympic athlete Oscar Pistorius in court. May 5, 2014 by Ihsaan Haffejee. Demotix.

৫ মে, ২০১৪ তারিখে আদালতে প্যারা-অলিম্পিক ক্রীড়াবিদ অস্কার পিস্টোরিয়াস। ছবি ইহসান হাফিজের। কপিরাইট ডেমোটিক্সের।

দক্ষিণ আফ্রিকার দুই-পা বিহীন দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াস যে কিনা গত বছর তার বান্ধবীকে গুলি করার ঘটনায় ভুলক্রমে হত্যাকাণ্ড (মানুষ হত্যার) অভিযোগে অভিযুক্ত হয়েছে, তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে আগ্নেয়াস্ত্র অপব্যবহারের দায়ে তাকে তিন বছরের স্থগিত দণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

পিস্টোরিয়াস বলছে যে সে রিভা স্টিনক্যাম্প–এর ঘরে প্রবেশের প্রচেষ্টাকে বাথরুমের জানালা দিয়ে এক চোরের ঘরে প্রবেশের চেষ্টা ভেবেছিল। বিচারক থিকোজিলে মাসিপার মতে রাষ্ট্রপক্ষ যৌক্তিক সন্দেহ সত্ত্বেও এই বিষয়টি প্রমাণে ব্যর্থ হয়েছে আসামী প্রিষ্টোরিয়াস উদ্দেশ্য প্রণোদিত রিভাকে হত্যা করেছে।

এই মামলা, দক্ষিণ আফ্রিকার সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় ইভেন্টে পরিণত হয়, যা বিশ্বের কৌতূহল এবং প্রচার মাধ্যমের জোরালো নজরদারিতে ছিল। তার এই শাস্তি এমন এক সময় প্রদান করা হল যখন জুলাই মাসে এক চোরা গণ্ডার শিকারী-কে ৭৭ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে, যে দুটি শাস্তির তারতম্য অনেক টুইটার ব্যবহারকারীকে বিস্মিত এবং ক্ষুব্ধ করেছে।

অন্যরা মনে করেছে যে বিচারক অতীব দয়াশীল, যা দক্ষিণ আফ্রিকার বিচার ব্যবস্থার ভেঙ্গে পড়ার এক পরিষ্কার নিদর্শন:

পুরোপুরি বেদনাদায়ক এক বিচার। প্রতারণার ঘটনায় প্রদান করা শাস্তির চেয়ে কম শাস্তি প্রদান করে মানুষের জীবনকে এক ঠাট্টার বিষয়ে পরিণত করা হয়েছে। বিরক্তিকর।

অস্কার পিস্টোরিয়াসের পাঁচ বছরের কারাদণ্ড? সে হয়ত ২ বছরে কারাগার থেকে বের হয়ে আসতে পারে- মোটেও ভাল নয়!!!

দক্ষিণ আফ্রিকার আইনে সে ৮ মাস জেল খাটার পর কারাগার থেকে বের হয়ে আসার যোগ্য বলে বিবেচিত হতে পারে

স্টেফানি শিপ জিজ্ঞেস করছে:

এই বিশ্বের এমন কেন অন্যায় যে আপনি একজনকে খুন করবেন আর মাত্র ৫ বছরের কারাদণ্ড শাস্তি লাভ করবেন?! একজন ব্যক্তির জীবনের মূল্য পাঁচ বছর?

স্মরণ রাখবেন-পাঁচ বছরের কারাদণ্ড মানে হচ্ছে দুই বছর শাস্তি শেষে সে মুক্তি লাভ করতে পারে।

এখন আমাদের মেয়েরা আবিষ্কার করছে যে সম্ভবত তাদের জীবনের মূল্য লোগো বসানো এক প্রশিক্ষণ জুতার চেয়ে কম।

মাসিপা আপনি একজন মর্যাদাহীন ব্যক্তি। স্টিনক্যাম্পের প্রতি কোন সুবিচার করা হয়নি এবং নারী অধিকার/ঘরোয়া নির্যাতনের প্রতি পরিহাস করা হল (আপনি আপনার বিচারের মধ্যে দিয়ে যে অধিকার প্রত্যাখান করেছেন)

আমি জানি যে এটা সমাজ কে সন্তষ্ট করার বিষয় নয়, কিন্তু আমি চেয়েছিলাম শাস্তিটা যেন অন্তত ১০ বছর হয়

অস্কার যতদিন জেলে কাটাবে, এই বিচার সাধিত হতে তার চেয়ে বেশী সময় লেগেছে।

ফেসবুকে থাপলে টিপস সিমিসে স্টিনক্যাম্পের খুনের ঘটনা থকে বিচার হওয়া পর্যন্ত সময়ের সাথে শাস্তির সময়ের তুলনা করে দেখছে:

পাঁচ বছরের কারাদণ্ড প্রদানের জন্য দুই বছর সময় লাগল!!! ন্যায় বিচার আমাদের দেশে কল্প কাহিনী।

তবে অন্যরা এই কারাদণ্ডের পক্ষে:

একমত, তবে সম্প্রদায়ের সেবার চেয়ে পাঁচ বছরের কারাদণ্ড অনেক ভাল, মনে হচ্ছিল যেদিকে বিচারক এগোচ্ছিলেন।

অনেকেই দ্রুত অস্কারকে বিচার করা শুরু করেছে যেন তারা একেবারে নিখুঁত। সে কারাদণ্ড লাভ করছে কাজেই খুশী হও আর অভিযোগ করা বন্ধ কর।

আমরা কি ভাবছি তা নয়, বিচারক মাসিপা সত্যিকার অর্থে বিচারের অর্থ উপলব্ধি করেছেন। এটা মিমাংসা করা, দণ্ডাদেশ প্রদান নয়।

সকলেই এই শাস্তি প্রদানের সাথে একমত নন। হালকা শাস্তি। কিন্তু এই শাস্তি প্রদানের ক্ষেত্রে বিচারক মাসিপার উপযুক্তি যুক্তি রয়েছে।

এই বিষয়ে নাগরিকদের চুড়ান্ত সিদ্ধান্ত প্রদান করা উচিত নয় এবং আমাদের আইনের প্রতি আমাদের বীতশ্রদ্ধা এবং নিরাশ হওয়া ঠিক নয়। এখানে একটা আবেদন রয়েছে, যা অনেক বেশী সম্ভব বলে মনে হচ্ছে।

অনেকে হাস্যরসের মধ্যে দিয়ে প্রতিক্রিয়া প্রদান করেছে:

আমি তিন খণ্ডে প্রকাশিত একটি বই আশা করছি যার নাম “খুন করে কি ভাবে পার পাওয়া যায়”।

কাজে… তার চলচ্চিত্র সত্ত্ব কে কিনছে? আমি ব্যক্তিগত ভাবে মনে করি ইউনিভার্সাল স্টুডিও এই কাজ সমাপ্ত করে রেখেছে।

দারুণ, আর তাই দিওয়ানি এখানে তার বউকে নিয়ে এসেছে তাকে খুন করার জন্য

শেরিন দিওয়ানি এক ব্রিটিশ নাগরিক যার বিরুদ্ধে স্ত্রীকে মধুচন্দ্রিমায় দক্ষিণ আফ্রিকায় নিয়ে এসে খুন করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় এখন এই মামলার শুনানি চলছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .