ফিলিস্তিনের শান্তির জন্য ইন্দোনেশিয়ায় এক হাজার মোমবাতি প্রজ্বলন

গাজায় উপর ইজরায়েল-এর বিমান হামলার প্রতিবাদে, ১০০০ মোমবাতি প্রজ্বলনের জন্য ইন্দোনেশিয়ার উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক দেশটির রাজধানী কেন্দ্রীয় জাকার্তায় জড়ো হয়েছিল। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র।

Indonesians pray for the  Palestinians who were killed in the airstrikes launched by Israel. Photo by Abdullah Arief Siregar. Copyright @Demotix (7/11/2014)

ইন্দোনেশিয়ার নাগরিকরা ফিলিস্তিনের নাগরিক যারা ইজরায়েল-এর শুরু করা বিমান হামলায় নিহত হয়েছে, তাদের জন্য প্রার্থনা করছে। ছবি আবদুল্লাহ এরিয়েফ সারিগার-এর। কপিরাইট @ডেমোটিক্সের (৭/১১/২০১৪)

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .