চিলির জাতীয় ফুটবল দল ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে ২০১০ সালের শিরোপা জয়ী স্পেনকে পরাস্ত করে ২০১৪ ফিফা ব্রাজিল বিশ্বকাপ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠা নিশ্চিত করেছে। দ্বিতীয় রাউন্ডে সেরা ১৬ টি দল অংশ নিবে।
চিলির জনগণ তাঁদের ফুটবল বীরদের এমন কৃতিত্বে উৎসবে মেতে উঠেছে, যদিও সেদিনটি ছুটির দিন ছিল না। আরিকা থেকে এন্টার্কটিকা পর্যন্ত #EliminamosAlCampeónMundial (আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের পরাজিত করেছি) এবং #LaRojaEsChilena (চিলির জনগণের লাল রং) হ্যাশট্যাগ দুটি ব্যবহার করে টুইটারে পোস্ট করা ছবিগুলো আমরা একত্রিত করেছি। এখান ‘লা রোজা’ বা লাল রঙ শুধু স্প্যানিশদের নয়, চিলিয়ানদেরও। কারণ, চিলিয়ানদের জাতীয় দলের রঙ লাল।
#EliminamosAlCampeonMundial En la Antártica también lo festejan pic.twitter.com/6KVhryyPY3@deportes13cl vía @riveros_freddy#LaRojaEsChilena
— Prensa Antártica (@prensaantartica) June 18, 2014
এন্টার্কটিকাতেও উদযাপন চলছে।
Gran celebración enParque Italia #valparaiso#LaRojaEsChilena@ucvradio@twittcafechile@edgardolazopic.twitter.com/yGvILXLFtq
— Stefa Umaña Canessa (@stefacanessa) June 18, 2014
ভালপারাইসো শহরের ইতালি পার্কে ভক্তদের একটি বড় জমায়েত।
#CopaMundialEspanaChile ¡CHILE 2—ESPAÑA 0! Hoy en cordillera de Santiago, foto de Roberto Antezana #LaRojaEsChilenapic.twitter.com/00U4hEp7AD
— Piureman (@Piureman) June 18, 2014
আরিকার মরো দে আরিকা পাহাড় থেকে নেওয়া ছবি।
Desde el Morro de Arica #LaRojaEsNuestra#LaRojaEsChilenapic.twitter.com/Jo8YUH8fww
— María José (@JosesiTaita) June 18, 2014
চিলি ২- স্পেন ০! সান্তিয়াগো এর করডীলেরা অঞ্চলে আজকের উদযাপন। ছবিটি রবার্ট আন্টেজানার সৌজন্যে।
Galería: Revisa las mejores imágenes de la celebración en Plaza Italia http://t.co/YNi9vT3ehPpic.twitter.com/2t2EzXjDok — La Galera (@lagalera_cl) June 19, 2014
গ্যালারি: রাজধানী শহর সান্তিয়াগোর প্লাজা ইতালিয়ায় উৎসব থেকে নেওয়া সেরা ছবি।
Imágenes de la celebración de #CHI en este #Mundial2014http://t.co/XddLt4jKn0pic.twitter.com/n7NrukwaLX — La Tercera (@latercera) June 18, 2014
২০১৪ বিশ্বকাপের সময় চিলিতে উদযাপনের ছবি।
এমনকি প্রেসিডেন্ট বাচেলেটও এই উৎসবে যোগ দিয়েছেন:
Celebrando el histórico triunfo de #LaRoja con la Presidenta Bachelet y la ministra @ximerincon#CHI#Brasil2014pic.twitter.com/gb3kLUssTu
— Alvaro Elizalde (@alvaroelizalde) June 18, 2014
প্রেসিডেন্ট বাচেলেট ও সচিবের সঙ্গে ‘লা রোজা'র ঐতিহাসিক জয়ের উদযাপন।
ফুটবল এবং ভাল খেলাধুলায় দক্ষতা আত্মা থেকে মুক্ত, উভয় দলের গোলরক্ষকরা ম্যাচের পর তাঁদের টি শার্ট বিনিময় করছেন।
IKER CASILLAS Y CLAUDIO BRAVO INTERCAMBIAN CAMISETAS TRAS EL ESPAÑA – CHILE. #EliminamosAlCampeonMundialpic.twitter.com/Jt8DyKbgje
— Ricardo Larrañaga (@RlarranagaR) June 19, 2014
ইকার ক্যসিয়াস এবং ক্লাউডো ব্রাভো স্পেন-চিলি ম্যাচের শেষে তাঁদের টি শার্ট বিনিময় করছেন।
এখন চিলি সাও পাওলোর এরিনা করিন্থীয় স্টেডিয়ামে আগামী ২৩ জুন তারিখ, সোমবার নেদারল্যান্ডের বিরুদ্ধে তাঁদের গ্রুপ বি এর শেষ খেলার জন্য অপেক্ষা করছে।