বড়দিন উদযাপনের অন্যতম একটি পাগলাটে প্রচলিত ধারা হচ্ছে, সারা ডিসেম্বর মাস জুড়ে কাউকে (অপ্রকাশিতভাবে) চমকে দিয়ে আনন্দ দেওয়া।
এ বছর সারা বিশ্বজুড়ে গ্লোবাল ভয়েসেসের ২০ জন লেখক এবং অনুবাদক আরেকটি জিভি ভার্চুয়াল “গোপন সান্টা” হওয়ার জন্য নিজেদের নাম অন্তর্ভুক্তি করেছেন। আমাদের কিছু প্রফুল্ল আবহ সারা ইন্টারনেট জুড়ে অর্থাৎ মিশর থেকে ইথিওপিয়া, পাকিস্তান থেকে ব্রাজিল, ভারত থেকে জার্মানি ঘুরে বেড়াচ্ছে।
কিন্তু আপনি সমগ্র মাস জুড়ে কাউকে ভার্চুয়াল উপায়ে কীভাবে উৎকণ্ঠার মাঝে রাখবেন? আপনার পরিচয় প্রকাশ না করে বার্তা পাঠিয়ে? যারা এমনটি চেষ্টা করেছেন এবং সফলকাম হয়েছেন, তাদের জন্য এখানে রইল কয়েকটি পরামর্শ!
আপনার “শিকার হিসেবে বেছে নেয়া ব্যক্তিকে” সান্টা বার্তা পাঠানোর জন্য একটি নুতন ইমেইল ঠিকানা এবং/ অথবা টুইটার হাতল তৈরি করুন। এরপর তাদেরকে বস্তুগত এবং অবস্তুগত উভয় প্রকারের কি কি জিনিস পাঠানো যায় তা নিয়ে চিন্তা করুন। তাদেরকে কিছু নির্বাচিত গানের, কবিতার তালিকা বা পুরস্কার হিসেবে পাওয়া কোন সনদপত্র ইমেইল করে পাঠিয়ে চমকে দিন।
সান্টার পরিচয় দিতে আপনার শিকার হিসেবে বেছে নেয়া ব্যক্তিদেরকে কিছু রসিকতা পূর্ণ ইঙ্গিত দিন। তাদেরকে আপনার অনুসরণীয় পথ থেকে বিচ্যুত করতে বিভিন্ন ভাষায় বার্তা পাঠান। আপনার অবস্থান লুকাতে কোন স্থানীয় অনলাইন খুচরা বিক্রেতার কাছ থেকে উপহারগুলো কিনুন। তাদেরকে কোন রিংটোন পাঠান। হাতে আঁকা কোন ছবি, ইকার্ড পাঠান। তাদের টুইটগুলোই আবার টুইট করুন।
অবশ্যই, মেইল করে কার্ড বা উপহারও পাঠানোর সুযোগ আছে। তবে আন্তর্জাতিক পোস্টাল সেবার উপর শতকরা ১০০ ভাগ নির্ভর করার আগে যাচাই করে নিন। অথবা নিচের বার্তাটির মতো আপনি এ ধরণের কোন বার্তাও দেখতে পেতে পারেনঃ
সলাআআআ, আমার সান্টাআআআ আমাকেকেকেকে ভুলে গেছেন
সবশেষে বড়দিনে এই সকল ব্যাপার ঘটানোর পর খুব কম কাজই বাকি থাকে (এমনকি অনেক সান্টারাই আর এসব উদযাপন করেন না)। সীমানা পেরিয়ে বন্ধুত্ব এবং সংগঠিত হতে উদ্বুদ্ধ করতে আপনি এসব কিছু করতে পারেন। তাঁর সাথে সাথে সৃজনশীল কিছু করার সুযোগও উপভোগ করতে পারেন।
তাদের পক্ষ থেকে, যারা এখনো জিভি সান্টাদের আমোদ পর্যালোচনা “ভুলে যাননি”:
আমার সান্টা খুবই রসিক ছিলেন। তিনি তাঁর সম্পর্কে এবং তিনি যেখানে বাস করেন, সে জায়গা সম্পর্কে মজার মজার সব ইঙ্গিত পাঠিয়েছিলেন। সেগুলো খুবই সৃজনশীল ছিল। পুরো অভিজ্ঞতাটা আমি খুবই উপভোগ করেছি 🙂
আমি এ পর্যন্ত যত জন সান্টা পেয়েছি, তাদের মধ্যে আমার সান্টাটি ছিলেন সবচেয়ে মজার। চিন্তাশীল সব উপহার ও বার্তা পাঠিয়ে তিনি আমাকে হাঁসিয়েছেন। আসল ব্যাপারটি হচ্ছে… আমি এখনো জানি না তিনি কে!!! প্রিয় সান্টা আত্মপ্রকাশ করুন! 🙂