জিভি অভিব্যক্তিঃ নাগরিকত্ব কেড়ে নেওয়া হল হাইতিয়ান বংশোদ্ভূত দুই লক্ষ ডোমিনিকানদের

ডোমিনিকান সাংবিধানিক আদালত ১৯২৯ সাল থেকে সে দেশে জন্মগ্রহণ করা প্রত্যেক অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে হাইতিয়ান বংশদ্ভুত অন্তত দুই লক্ষ ডোমিনিকানরা এখন দেশহীন হয়ে পড়ল

এই সপ্তাহের জিভি অভিব্যক্তিতে আমরা ডোমিনিকান আদালতের রায় নিয়ে আলোচনা করব, যেটি নাগরিকত্বের সংজ্ঞাকে সংকীর্ণ করে দিয়ে হাজার হাজার লোককে মারাত্মক ঝুঁকির সম্মুখীন করেছে। 

আমাদের ব্যবস্থাপনা সম্পাদক সোলানা লারসেন নিম্নোক্ত লোকদের সাথে কথা বলবেন:

- পামেলা মার্টিনিজ আচেকার, যিনি গ্লোবাল ভয়েসেসে ডোমিনিকান প্রজাতন্ত্র সম্পর্কে লিখেন। তিনি আমাদের বলবেন, কিভাবে সেখানকার পরিস্থিতির উন্নতি ঘটছে, বিশেষ করে সামাজিক মিডিয়াতে।

- ইউওসেলিন গুয়েরেরো, হাইতিয়ান বংশদ্ভুত একজন ডোমিনিকান, যিনি তার নিজের গল্প এবং সাংবিধানিক ট্রাইবুনাল বিষয়ে কথা বলবেন।

- হাইতি ভিত্তিক একজন মানবাধিকার কর্মী কোলেত্তি লেসপিনাসেস, যিনি হাইতির হাইতিয়ান অভিবাসন অধিকার সমিতি – (গার) এর জন্য কাজ করেন। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .