গ্লোবাল ভয়েসেসের মেসিডোনিয়ান স্বেচ্ছাসেবকরা আগামী ৩০ নভেম্বর, ২০১৩ তারিখ শনিবার মেসিডোনিয়ার স্কপিয়ে শহরের জহর ক্লাবে একটি বৈঠকে আপনাকে আমন্ত্রণ জানাতে পেরে শিহরিত। গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের সদস্য ও সমর্থকদের এই আড্ডা চলবে দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
সে সময়, আমরা গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের অংশ হয়ে উঠার ক্ষেত্রে আপনার সম্ভাবনার পাশাপাশি রাইজিং ভয়েসেসের ক্ষুদ্র অনুদানের সুযোগ পাওয়ার বিষয়টি আলোচনা করব। ভবিষ্যৎ নির্ধারণ করতে নতুন ও পুরাতন সদস্যদের একসঙ্গে জড়ো হওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি মেসিডোনিয়ার গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়কে আরও শক্তিশালী করবে।
বৈঠকের কিছু আলোচ্য বিষয়:
• আমরা এখানে কেন এবং আমরা কি অর্জন করতে চাই ?
• রাইজিং ভয়েসেস, অ্যাডভোকেসি এবং লিঙ্গুয়া সহ গ্লোবাল ভয়েসেসে আমরা কি কি কাজ করেছি তাঁর সংক্ষিপ্ত বর্ণনা।
• রাইজিং ভয়েসেসের ক্ষুদ্র অনুদান প্রক্রিয়ার আরও কীভাবে উন্নতি করা যায়।
• আমরা কিভাবে আমাদের গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়কে আরও জোরদার করতে পারি।
আপনি যদি অংশগ্রহণ করতে চান এবং আমরা আপনাকে জানি, তবে দয়া করে নিচের ফর্মটি পূরণ করুন। তাহলে আমরা অংশগ্রহণকারীদের সংখ্যার একটি ভালো ধারণা পাব: http://0.mk/GVMeetup
শনিবার দেখা হবে!