সরকার এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরিহাস করতে ক্রেমলিন গত কয়েক মাস ধরে রুশ ব্লগারদের সাধারণের চেয়ে বেশী পরিমানে রসদের যোগান দিয়েছে। অদ্ভুত জনসংযোগে তা কমানোর কোন লক্ষণ দেখাচ্ছে না। এই ক্ষেত্রে লক্ষণীয় – ভ্লাদিমির পুতিনের পুরনো জুডো কোচ এবং তাঁর স্ব-ঘোষিত “দ্বিতীয় বাবা” আনাতলি রাখলিন এক অব্যক্ত অসুস্থতায় গত সপ্তাহে মারা গেছেন। দু’দিন পর রাখলিনের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে পুতিন তাঁর জন্মস্থান সেন্ট পিটার্সবার্গে ফিরে এসেছেন। রাষ্ট্রায়ত্ত প্রচারমাধ্যম রাশিয়া টুডে, অন্ত্যেষ্টিক্রিয়ার পর পুতিন একা একা তাঁর জন্মস্থান শহরের রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন, তাকে অত্যন্ত দুঃখী এবং হতভাগ্য দেখাচ্ছে এমন একটি ফুটেজ প্রচার করেছে।
সচরাচর ব্যস্ত থাকা সেন্ট পিটার্সবার্গের রাস্তা তুলনামূলকভাবে শূন্যাবস্থা থেকে এটুকু খুব ভালভাবে নিশ্চিত যে এই হৃদয়গ্রাহী ধীরে সুস্থে হেটে বেড়ানোটা আসলে অভিনয়। এবং তাই বিরোধীদলীয় ব্লগাররা তৎক্ষণাৎ এ নিয়ে মজা করা শুরু করে।
জনপ্রিয় বিদ্রূপাত্মক টুইটার একাউন্ট ক্রেমলিনরাশিয়া পুতিনের যথেষ্ট যত্ন না নিয়ে এবং রাস্তার নিয়ম কানুন না মেনে রাস্তায় হাঁটার একটি স্ক্রিনশট [রুশ] সহকারে মন্তব্য [রুশ] করেছেঃ
Путин так держится за власть, потому что ничего не умеет и не знает. Не знает даже как дорогу переходить pic.twitter.com/95A69jE21H
— Пeрзидент Роисси (@KermlinRussia) August 9, 2013
পুতিন ক্ষমতা আকড়ে ধরে থাকে কারন সে জানে না কিভাবে কোন কিছু করতে হয়। এমনকি সে এটাও জানে না যে কিভাবে রাস্তা পার হতে হয়।
ব্লগার এবং সামাজিক সক্রিয় কর্মী মিত্যা আলেস্কোভোস্কি উল্লেখ করেছেন, [রুশ] এমনকি পুতিন আইন ভঙ্গ করেছেনঃ
Однако, штраф за нарушение этих правил безопасности дорожного движения, в совокупности – 500 рублей. Но не для президента, он гуляет где хочет, когда хочет, и как хочет. Напоминаю, что сегодня – рабочий день, и его прогулки вполне могут сорвать кому-либо рабочую встречу, производственный план, личные или бизнес-договоренности, ну и так далее, но все мирские проблемы меркнут когда его величеству грустно.
তা যাইহোক, সব মিলিয়ে সড়ক নিরাপত্তা আইন ভঙ্গের জরিমানা ৫০০ রুবল। কিন্তু এটা প্রেসিডেন্টের জন্য প্রযোজ্য নয়, কেননা তিনি যেখানে ইচ্ছা, যখন ইচ্ছা এবং যেভাবে ইচ্ছা হাঁটতে পারেন। আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে, আজ একটি কর্মদিবস এবং তাঁর এই হাঁটা কারো কার্য সভা, কর্মক্ষমতা, ব্যক্তিগত বা ব্যবসায়িক আয়োজন অথবা এ ধরণের আরো কিছুকে রেলপথ থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু সব বৈশ্বিক ব্যাপারই ফিকে হয়ে যায় যখন শ্রদ্ধেয় প্রেসিডেন্ট দুঃখী থাকেন।
ফটোগ্রাফার রুসটেম আদাগামোভ নোট করেছেন [রুশ] যে সক্রিয় কর্মী এবং রাশিয়ান গাড়ি মালিক ফেডারেশনের প্রধান ভাদিম কোরোভিনকে মাত্র একদিন আগে পথচারী ট্রাফিক আইন অমান্য করায় জরিমানা করা হয়েছিলঃ
Вчера вот Коровина оштрафовали за переход улицы в неположенном месте. А почему гаишник Путина не штрафует?
— Рустем Адагамов (@adagamov) August 9, 2013
ভুল জায়গা দিয়ে রাস্তা পার হওয়ার জন্য গতকাল কোরোভিনকে জরিমানা করা হয়। কোন ট্রাফিক পুলিশ পুতিনকে কেন জরিমানা করলো না ?
বিরোধীদলীয় সদস্য রোমান দোব্রোখতোভের মতো কেউ কেউ পুতিনের দুঃখী ভঙ্গি ধারন করা নিয়ে ব্যঙ্গ করেছেনঃ
На самом деле зря вы все, “постановка”, “пиар на крови” – глупости все это. На самом деле Путин тоже человек. Просто отошел отлить.
— Roman Dobrokhotov (@Dobrokhotov) August 9, 2013
সত্যিই, আমি মনে করি আপনারা সবাই ভুল [ধীরে সুস্থে হেঁটে বেড়ানো প্রসঙ্গে] “ধারনকৃত”, “মানুষের সততায় অবিশ্বাসী প্রেসিডেন্ট” – সব ধারনাই ভুল। আসলে, পুতিন একজন সাধারণ লোক। তিনি শুধুমাত্র মুত্রত্যাগের জন্যই গিয়েছেন।
সাংবাদিক আরকাডি বাবচেঙ্কোর মতো অন্যরা শূন্য রাস্তা নিয়ে মজা [রুশ] করেছেনঃ
Какие питерцы молодцы – полностью решили проблему с парковками и пробками. Да и вообще с машинами. Да и с людьми.
সেন্ট পিটার্সবার্গের অধীবাসীদের অভিবাদন – তাঁরা পার্কিং এবং যানজটের সমস্যা পুরোপুরিভাবে সমাধান করে ফেলেছে। এবং সাধারণভাবে গাড়ি। এবং জনগণ।
এটি চতুর্থ জনসংযোগ যা ক্রেমলিন গত মাসে রাশিয়ার জনগণের সামনে উপস্থাপন করেছে। প্রথমত, রাশিয়ানদের দেখানো হয়েছে পুতিন একটি সাবমেরিনে করে ঘুরছেন, একই সময়ে আলেক্সেই নাভালনি তাঁর কিরোভ বিচারকার্য থেকে মস্কো ফিরে এসেছেন। এটির পরপরেই পুতিনের মাছ ধরা ভ্রমণ [জিভি], যার পর প্রেসিডেন্টের মাছের ওজন নিয়ে মিথ্যা বলার কারণে পুতিনের প্রেস সহকারিকে নিয়ে উচ্চস্বরে কথা বলা হয়। এরপর বার্ষিক সেলিগার ইয়ুথ ক্যাম্পে পুতিনের নিষ্প্রভ আবির্ভাব, যেখানে তিনি শশা স্যুট পরে একজন লোকের সাথে কথা বলছিলেন। এবং পরিশেষে এটা। ক্রেমলিন কি প্লটটি হারিয়ে ফেলেছে ? অথবা এগুলো কি আশু মস্কোর মেয়র নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ইস্যু থেকে জনগণের মনোযোগ সরিয়ে নেওয়ার একটি সুচতুর ধারাবাহিক প্রচেষ্টা ?