ইন্টারনেটে “গ্যাংনাম স্টাইল” এর সংবেদন অব্যাহত রয়েছে, কিন্তু এইবার কম্বোডিয়ায় একটি শহুরে দরিদ্র গ্রাম থেকে ১৬০ টি শিশু এই গানটির সাথে নেচেছে। গানটির মিউজিক ভিডিওর ব্যঙ্গরচনাটি প্রকৃতভাবে দক্ষিণ কোরিয়ার সুপারস্টার পিএসওয়াই – এর মাধ্যমে জনপ্রিয় হয়। এটি আপলোড করার কয়েক দিনের মধ্যেই ইউটিউবে ২ লক্ষ বারেরও বেশিবার দেখা হয়েছে।
বেশীরভাগ বাচ্চাগুলোই দেশটির রাজধানী, নম পেনের বোয়েং সালাং নামক শহুরে দরিদ্র জেলা থেকে এসেছে। ভিডিওটির পরিচালক জিন-লুক গুয়েন তাঁর পরিকল্পনাটি শুরু করেছেন এভাবেঃ
ফনোম পেনের একটি বস্তি থেকে ১৬০ টি বাচ্চা যখন সিদ্ধান্ত নেয় যে তাঁরা গ্যাংনাম স্টাইলের একটি ব্যাঙ্গরচনা করবে, তখন ব্যাপারটা কি ঘটে? এটি অত্যন্ত মজার হাস্যকর ভিডিও। এই দরিদ্র বাচ্চাগুলো অত্যন্ত মৌলিক অবস্থায় জীবনধারণ করে, কিন্তু তারপরও তাঁরা মেধা ও সম্ভাবনায় পরিপূর্ণ। আমরা একটি শৈল্পিক এবং মজার পরিকল্পনার মাধ্যমে তাদের নিজেদের মেধা ও সম্ভাবনাগুলো প্রকাশ করার একটি সুযোগ করে দিয়েছি। তাঁরা আমাদের নিরাশ করেনি।
ভিডিওটি তৈরি হয়েছে তারামানার পরিকল্পনায়। এটি কম্বোডিয়ার দরিদ্র শিশুদের সাহায্যকারী একটি এনজিও। “গ্যাংনাম বাচ্চাদের” ভিডিওটি তৈরি করার কারন ব্যাখ্যা করতে যেয়ে দলটি বলেছেঃ
… খুব কঠিন পরিবেশে জীবনধারণ করা বাচ্চাদের নিয়ে তৈরি করা, এমন কিছু চলচ্চিত্র যা আপনি যা আশা করবেন তীব্রভাবে তাতে বাঁধা দেয়। তাঁরা নিঃসন্দেহে দরিদ্র, কিন্তু একবার যদি আপনি তাদের নিজেদেরকে প্রকাশ করার সুযোগ দেন তবে দেখবেন তারাও প্রচন্ড সম্ভাবনাময় ও শক্তিশালী। জীবনকে এবং আনন্দকে খুব বেশী উপভোগ না করা এবং তাদের সহজাত ধনাত্বকতা ও সুখ উপভোগ না করাটা একটা লজ্জার বিষয় হবে।
আমরা বুঝতে পেরেছি যে শিশুদের শক্তি ও মনোবল দেওয়াই মানবিক সাহায্যের লক্ষ্য হওয়া উচিতঃ একটু সাহায্য, যা তাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে সাহায্য করবে, তাদেরকে উজ্জ্বলতর ভবিষ্যতের আশা দিবে এবং যেকোন পরিস্থিতিতে তাদের মর্যাদা রক্ষা করবে।
বাচ্চারা যখন প্রথম তাদের মিউজিক ভিডিওটি দেখলো তখন তাদের প্রতিক্রিয়া কেমন হয়েছিল তা নিচের ভিডিওটিতে দেখানো হয়েছেঃ
খমেরিজেশন ভিডিওটির প্রশংসা করে বলেছেনঃ
ওওওও… তাহলে এটা পপ সুপারস্টার পিএসওয়াই এবং “গ্যাংনাম স্টাইল”কে দেয়া শুধুমাত্র একটি মিষ্টি শ্রদ্ধাঞ্জলি নয়, অধিকন্তু মন ও আশা নিয়ে করা একটি মহৎ কাজও বটে! এতে অংশগ্রহণ করা সবগুলো বাচ্চার জন্য একটি সজোড়ে করতালি!
টুইটারে জানানো কিছু প্রতিক্রিয়া নিচে দেয়া হলঃ
@চটিক্লেমঃ নম পেনের একটি বস্তি থেকে কম্বোডিয়ার ১৬০টি বাচ্চার গ্যাংনাম স্টাইলের ব্যাঙ্গরচনা হাস্যকর এবং উৎসাহব্যঞ্জক!
@মানিফানিঃ এটি খুব সুন্দর~ হাস্যকর এবং হৃদয়স্পর্শীও বটে~ ‘নম পেনের একটি বস্তি থেকে ১৬০টি বাচ্চার কম্বোডিয় গ্যাংনাম স্টাইল ব্যাঙ্গরচনা’
@স্প্ল্যাশপেজফিল্মসঃ হ্যাঁ, আমি জানি গ্যাংনাম স্টাইল সম্পাদিত হয়েছে, কিন্তু নম পেনের ১৬০টি কম্বোডিয় বাচ্চার এই গানের সাথে নাচার ভিডিওটি বেশ মজার।
@লিন্নরলামঃ আমি হাসতে হাসতে কেঁদে ফেলেছিলাম… #কম্বোডিয় “@খোমেরিকানঃ নম পেনের বস্তি থেকে ১৬০টি বাচ্চা “গ্যাংনাম স্টাইল” হয়ে গেছে।
@ক্রিসবার্কেশেঃ আমি ভেবেছি, আমার কাছে অনেকগুলো #গ্যাংনাম ব্যাঙ্গরচনা আছে। আমি ভুল ভেবেছি –এটি অবিশ্বাস্যভাবে হৃদয়স্পর্শী।
কম্বোডিয়ার দরিদ্র্যতার পরিস্থিতি তুলে ধরার জন্য “গ্যাংনাম স্টাইল” – এর ব্যবহার এটাই প্রথম নয়। মানবাধিকার সক্রিয় কর্মীরা গত ডিসেম্বরে বিশ্বজুড়ে হিট এই গানটির সুরে রাস্তায় নেচে দেশটিতে ভূমি উচ্ছেদ এবং ভূমি অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।