মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লা এবং অন্যান্য বিচারাধীন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আজ শুক্রবার ৪র্থ দিনের মতো শাহবাগ চত্বরে প্রতিবাদ কর্মসূচি চলছে। এ কর্মসূচি পালনে জড়ো হয়েছে সর্বস্তরের হাজারো মানুষ। প্রতিবাদ কর্মসূচি থেকেই ঘোষণা দেওয়া হয়েছে, আজ বেলা তিনটা থেকে শুরু হবে ছাত্র-যুব মহাসমাবেশ। মহাসমাবেশের মঞ্চে ব্লগার ও ফেসবুক অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক, সংস্কৃতিকর্মী ও যুব সংগঠনের নেতারাই কেবল বক্তব্য রাখবেন। কোনো রাজনৈতিক নেতা বক্তব্য দিতে পারবেন না। রাজনৈতিক দল বা অঙ্গসংগঠনকে কোনো ব্যানার নিয়ে না আসার জন্যও অনুরোধ জানানো হয়েছে। এই মহাসমাবেশে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।
এই অবস্থান প্রতিবাদ লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করছেন কতিপয় তরুণ। এই স্ট্রীমিং এ সহায়তা করছে সৌরভ হাসান, মাহমুদুল আমিন এবং ফাহিম মাহমুদ। আপনারা এই লিন্কে গিয়ে সরাসরি দেখতে পারবেন।
মাটির মানুষ লিখছেন:
এই হচ্ছে সেই ডিজিটাল চোখ, যা দিয়ে শাহবাগ এর আন্দোলন দেখছে দেশ-বিদেশের ২৫০০ এর ও বেশি মানুষ…
আবদুল কাদের মোল্লার বিচারের রায় প্রত্যাখ্যান করে মঙ্গলবার বিকেলেই শাহবাগ মোড়ে বিক্ষোভ শুরু করেছিল ব্লগার ও ফেসবুক অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক। নীচে কিছু ছবি দেয়া হলো প্রতিবাদের (অনুমতি নিয়ে ব্যবহৃত):
টুইটারে কিছু বক্তব্য:
পৃথিবী_সামস: #শাহবাগ সর্বস্তরের মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছে। ধনী-গরীব-বাচ্চারা-বুড়োরা-মুক্তিযোদ্ধারা। এটিই বাংলাদেশ।
তাহমিমা আনাম: চার দশকেরও বেশী মানুষ বিচার পায়নি আর ধর্ষক এবং খুনীরা মন্ত্রী হয়েছে, আমরা বলছি আর না #শাহবাগ #৭১
আপনারা #Shahbagh এবং #Shahbag হ্যাশট্যাগ ব্যবহার করে এই আন্দোলনটি অনুসরণ করতে পারেন।