৩১শে জানুয়ারি ২০১৩ তারিখ বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে একটি শক্তিশালী বিস্ফোরণ রাষ্ট্রীয়-মালিকানাধীন কোম্পানী মেক্সিকান পেট্রোলিয়ামকে (পেমেক্স) আঘাত করলে কোম্পানীটির দাপ্তরিক টুইটার অ্যাকাউন্ট প্রদত্ত তথ্যমতে এপর্যন্ত কমপক্ষে ১৪ জনের মৃত্যু এবং ৮০ জন আহত হয়েছে:
@pemex [es]: Lamentablemente se tienen confirmados al momento 14 personas fallecidas y 80 lesionadas
@পেমেক্স : দুর্ভাগ্যজনকভাবে আমাদের ১৪ জন নিশ্চিতভাবে মৃত্যুবরণ করেছে এবং ৮০ জন আহত হয়েছে।
কিছু কিছু নেটনাগরিক সংবাদটিতে দূঃখপ্রকাশ ছাড়াও বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে ধারণা প্রকাশ করেছে। যেমন থিংক মেক্সিকান (@থিংকমেক্সিকান) তার টুইটার অ্যাকাউন্টে উল্লেখ করেছেন:
@থিংকমেক্সিকান: @ইপিএন (এনরিকে পেইনা নিয়েতো: মেক্সিকোর রাস্ট্রপতি) তার প্রশাসনের মেক্সিকোর জ্বালানী তেলকে বেসরকারীকরণ করতে চাওয়ার গুজবের প্রতিক্রিয়া জানানোর কয়েকদিন পরে তোরে দে #পেমেক্স বিস্ফোরণ ঘটেছে। http://ow.ly/1RJUGC
অথবা সাংবাদিক এবং লেখক রাউল টর্টলেরো (@রাউলটর্টলেরো১) যেমন জিজ্ঞাসা করেছেন:
@raultortolero1 [es]: ¿Conoceremos con transparencia lo que pasó en
#Pemex hoy, o sólo versiones a modo?
@রাউলটর্টলেরো১: আজ #পেমেক্স-এ সালে কী ঘটেছে সেটা কী আমরা স্বচ্ছভাবে জানতে পারবো, নাকি আমরা শুধু বানানো গল্পগুলো শুনবো?
এদিকে অন্যান্যদের মধ্যে আনা (@আনালার্গাস্পাদা) সম্ভাব্য অবহেলা সম্পর্কে কথা বলেছেন:
@AnaLargaespada [es]: Instalaciones de
#Pemex ya habían tenido 2 explosioneshttp://www.eluniversal.com.mx/notas/899965.html … (ver video). Eso me huele a mal manejo
@আনালার্গাএস্পাদা: #পেমেক্স স্থাপনাতে ইতোমধ্যেই ২টি বিস্ফোরণ ঘটেছে http://www.eluniversal.com.mx/notas/899965.html … (ভিডিও দেখুন). আমার কাছে এটা অসাবধানতার মতো শোনাচ্ছে
আবার কেউ কেউ এর জন্যে মাদকসম্রাটদের দায়ী করছে, যেমন জর্জ বলেছেন (@টূইটারএমএক্স):
@TwytterMx [es]: Explosion en oficinas principales d
#Pemexal igual q la explosion en#reynosa son actos d terrorismo por parte del Narco!#atentado
@টূইটারএমএক্স: #পেমেক্স সদরদপ্তরের বিস্ফোরণ #রেইনোসা’র মাদক বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো ঘটনা! #আতেন্দান্তো (আক্রমণ)
হাফ পোস্ট ভয়েসেসের কলাম লেখক আলেহান্দো এস্কালোনা (@আলেক্সোএস্কালোনা) উপসংহার টেনেছেন:
@alexoescalona [es]: Me parece muy bien no especular que lo de Pemex fue atentado, pero tampoco hay que asumir que fue accidente.
#PEMEX
@আলেক্সোএস্কালোনা : আমি মনে করি পেমেক্স-এ যা ঘটেছে তা একটা আক্রমণ হয়ে থাকলে এটা নিয়ে কোন অনুমান না করাই ভাল। তবে আমাদের একে একটি দুর্ঘটনা ভেবে নেওয়াটাও উচিৎ নয়। #পেমেক্স
এদিকে আবার অনেকে বিস্বাদ মন্তব্যের মাধ্যমেও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যেমন চলচ্চিত্র নির্মাতা এবং কলাম লেখক মারিয়ানো বৌচট (@মারিয়ানোবৌচট) বিষয়টি নিয়ে কৌতুক না করার পক্ষে:
@marianobouchot [es]: No entiendo ni justifico los chistes que se hacen alrededor de la tragedia. Lo ocurrido hoy en
#Pemex no es chiste.
@মারিয়ানোবৌচট: আমি এই বিয়োগান্তক ঘটনা নিয়ে কোন কৌতুক বুঝি না বা ঠিকও মনে করি না। আজ #পেমেক্স-এ যা ঘটেছে তা কোন পরিহাস নয়।
অনেক নেটনাগরিক আবার দরকারী তথ্য পাঠিয়েছেন। যেমন এফহার্ব (@এলফের্ণান্দো২৪) টুইট করেছেন:
@LFernandoo24 [es]: Ayuda por favor: Se necesitan donadores de sangre en hospital de Pemex Central Norte Azcapotzalco…
#Pemex
@এলফের্ণান্দো: দয়া করে সাহায্য করুন: পেমেক্স-এর আজকাপোৎজাকাস্থ নর্থ সেন্ট্রাল হাসপাতালে রক্তের দাতাদের প্রয়োজন… #পেমেক্স
এবং মারু ইনিয়েস্ত্রা (@৮৮৯মারু) আহতদের উপর প্রতিবেদনের একটি লিংক ভাগাভাগি করেছেন:
@889Maru [es]: Pasen la voz… Reporte preliminar de heridos
#Pemexhttp://www.presidencia.gob.mx/informacion-de-contingencia-de-pemex/ … Más información en@locatel_mx#LocatelInforma 56581111
@৮৮৯মারু: সংবাদ ছড়িয়ে দিন… আহতদের সম্পর্কে প্রাথমিক প্রতিবেদন #পেমেক্স http://www.presidencia.gob.mx/informacion-de-contingencia-de-pemex/ … আরো তথ্য রয়েছে @লোকেটl_এমএক্স #লোকেটlইনফর্মা’তে (সনাক্ত l অবগত) ৫৬৫৮১১১
অর্থনীতিবিদ এবং ব্লগার গুইলের্মো বার্বা’র (@মেমোবার্বা) মতো নেটনাগরিকদের একটা বিরাট অংশ জীবন হারানো পরিবারগুলোকে সমবেদনা জ্ঞাপন করেছে:
@memobarba [es]: Es sin duda una gran desgracia la explosión ocurrida en la Torre de
#Pemex. Mis condolencias para los familiares d las víctimas
@মেমোবার্বা: নিঃসন্দেহে #পেমেক্স টাওয়ারের এই বিস্ফোরণটি একটি বিয়োগান্তক ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্যে আমার সমবেদনা।
শোকের চিহ্ন হিসেবে পেমেক্স ওয়েব পৃষ্ঠা ইতোমধ্যে একটি কালো ফিতা ধারণ করেছে।
এই পোস্টটি প্রকাশিত হওয়ার সময়েও সংবাদটি আরো ছড়িয়ে পরছিল।