ঘানার সবচেয়ে শক্তিশালী বিরোধী দল নয়া দেশপ্রেমী পার্টি (এনপিপি)নির্বাচনী জালিয়াতির দাবি করে সাম্প্রতিক রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করেছে। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফলাফল মেনে নিতে অস্বীকার করে এনপিপি বিষয়টি আদালতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঘানা সিদ্ধান্ত নিচ্ছে অনুসারে:
ঘানার বৃহত্তম বিরোধীদল নয়া দেশপ্রেমী পার্টি (এনপিপি)ঘানার নির্বাচন কমিশনকে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক কংগ্রেসের (এনডিসি) সঙ্গে মিলে ভোট চুরির দায়ে অভিযুক্ত করে ২০১২ সালের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করেছে।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান ড. কোয়াদ আফারি গ্যান এই অভিযোগ অস্বীকার করে বলেছেন এনপিপি দেশের নির্বাচনী আইন অনুসারে ঘানার আদালতে ফলাফল চ্যালেঞ্জ করতে পারে।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান ড. কোয়াদ আফারি গ্যান চেয়ারম্যান ৫০.৭% ভোট পাওয়া রাষ্ট্রপতি মাহামাকে বিজয়ী ঘোষণা করেছেন যিনি ৪৭.৭% ভোট পাওয়া তার প্রধান প্রতিদ্বন্দ্বী এনপিপি’র নানা আকুফো-আদোকে পরাজিত করেছেন।
এনপিপি তাদের ফেসবুক পৃষ্ঠার অভিক্ষেপে দেখিয়েছে যে তাদের নির্বাচনী এজেন্টদের কাছ থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী তারা নির্বাচনে জয়ী হয়েছে। ঘানা সিদ্ধান্ত নিচ্ছে রিপোর্ট করেছে:
এনপিপি দেশ জুড়ে নির্বাচনী স্থান এবং সংগ্রহ কেন্দ্র থেকে পাওয়া এনডিসি প্রার্থী মাহামার পক্ষে সামান্য পরিবর্তিত ফলাফল “নীল পৃষ্ঠা”টিতে সংরক্ষণ করেছে।
এনপিপি’র দলীয় গুরুরা আদালতে যাওয়ার কথা বিবেচনা করা হবে কিনা সে বিষয়ে একটি সংকটকালীন সভা করছে।
ঘানা সিদ্ধান্ত নিচ্ছে রিপোর্ট করেছে:
এরপর এনপিপি ন্যায়বিচারের পাওয়ার জন্যে সমস্যাটি আদালতে নিয়ে যাওয়ার এবং সমস্ত আইনী উপায় ব্যবহার করার অঙ্গীকার করেছে। এদিকে এনপিপি’র অসংখ্য সমর্থক আপাতদৃষ্টে কোয়ামে ঙ্ক্রুমাহ সার্কেলের কাছে জড়ো হওয়া জনতার উদ্দেশ্যে বক্তৃতা দিতে আসা নেতাদের কথা শোনার জন্যে সার্কেলটির সম্মুখের রাস্তায় ঢেলে পড়েছে।
আফ্রিকীয় ইউনিয়ন এবং সিওডিইও (স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের কোয়ালিশন) সহ অনেক পর্যবেক্ষক এবং পর্যবেক্ষণ মিশন নির্বাচন কমিশনের ফলাফল সমর্থন করে শান্ত থাকার আহবান জানিয়েছে।
এখানে ঘানার নাগরিকদের কিছু টুইটার মতামত প্রদত্ত হলো:
@নোসিভিড: নানা আদো প্রমাণ থাকার দাবিসহ নির্বাচনী জালিয়াতির মিথ্যা অভিযোগের পুনরাবৃত্তি করছেন এবং এর ব্যাখ্যা চাচ্ছেন #ঘানাসিদ্ধান্তনিচ্ছে
@কোয়াসিরিপোর্টস: এনপিপি ক্ষমতাসীন এনডিসি’র নির্বাচনী জালিয়াতির পক্ষে প্রমাণ প্রস্তুতের সঙ্গে সঙ্গে নানা আকুফো-আদো আবারো নিশ্চিত করেছেন – “আমি আদালতে যাবো” #ঘানাসিদ্ধান্তনিচ্ছে #এমানী
@এনফাওফোরিয়াত্তা: এটা স্পষ্ট যে তারা জানে তারা হেরে গিয়েছে। সত্য প্রকাশিত হলে ঘানার নাগরিকরা সেটা সমর্থন করবে। (কারণ) সুরক্ষা দেওয়াই আমাদের নিয়তি। #ঘানাসিদ্ধান্তনিচ্ছে
@কোয়াবেনা: আহ বেশ ভাল,স আমার মনে করেছিলাম তারা (অভিযোগ) দায়ের করবে না। এখন সুপ্রিম কোর্টকে সিদ্ধান্ত নিতে দেওয়া হোক। #ঘানাসিদ্ধান্তনিচ্ছে
@স্যাম_বিটিডাব্লিউ: ঘানার বিরোধীদল এনপিপি রাষ্ট্রপতি নির্বাচনে ১০% ভোটে অনিয়ম আবিষ্কার করেছে। জালিয়াতি? এখন এটা সুপ্রিম কোর্টের ব্যাপার। #ঘানাসিদ্ধান্তনিচ্ছে
এনপিপি’র প্রতিনিধিত্বকারী আইনজীবিরা ২৮শে ডিসেম্বর, ২০১২ তারিখে আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছে। আইন অনুসারে নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যে এনপিপি’র ২১দিন সময় হাতে রয়েছে। তাছাড়া এমনিতেই ৭ই জানুয়ারি, ২০১৩ তারিখে (ক্ষমতাসীন) জয়ীরা শপথ গ্রহণ করবে।