
টুইটারের বিশ্লেষণমূলক পরিষেবা টুইপল থেকে নেওয়া পর্দাছবি, হ্যাশট্যাগ #マスコミ 断罪 [অভিযুক্ত গণমাধ্যম]-কে আলোচিত হতে দেখাচ্ছে।
কিছু কিছু টুইট গণমাধ্যমকে কোরীয় “সেবাদাসী” উদ্ভাবনের দায়ে অভিযুক্ত করেছে এবং কিছু কিছুতে কোরীয় কর্মসূচীকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়ে গণমাধ্যমকে দেশপ্রেমহীন অভিহিত করা বিদেশীবিদ্বেষী ঘৃণাত্মক বিবৃতি অন্তর্ভুক্ত ছিল। এখানে জাপানী ভাষায় টুইটগুলোর একটি সংরক্ষিত তালিকা পাওয়া যাবে।