
একটি ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বুধবার, ৭ই নভেম্বর, ২০১২ তারিখে গুয়াতেমালার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত করেছে। গুয়াতেমালার সান মারকোস থেকে এই ছবিটি ভাগাভাগি করেছেন টুইটার ব্যবহারকারী রবার্তো তৌচেজ (@রবার্তোতৌচেজ)।
শক্তিশালী এই ভূমিকম্পটি পার্শ্ববর্তী এল সালভাদর এবং মেক্সিকোতে অনুভূত হয়েছে। নেটাগরিকরা টুইটারে #তিয়েম্বলায়েনগুয়াতে (গুয়াতেমালায় কম্পন) হ্যাশট্যাগ ব্যবহার করে ছবি ভাগাভাগি এবং রিপোর্ট করছে। আপনি প্রেনসা লিবরে’তে একটি পোস্টে আরো ছবি দেখতে পারেন।