মালয়েশিয়া: আর্থিক চাপে চীনা স্বাধীন মিডিয়া সাইট বন্ধ

মারদেকা রিভিউ – ২০০৫ সালে মালয়েশিয়াতে প্রতিষ্ঠিত একটি চীনা অনলাইন স্বাধীন মিডিয়া পোর্টাল যা গত ৩১শে আগস্ট, ২০১২ তারিখে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গিয়েছে। একটি প্রধান প্রতিষ্ঠাতার সমর্থন প্রত্যাহার করে নেয়ার পর ২০১১ সাল থেকে সংবাদ সংস্থাটি আর্থিক চাপের মধ্যে রয়েছে। পাবলিক সমর্থন সংবাদ ওয়েবসাইটটিকে সাম্প্রতিককাল পর্যন্ত কার্যক্রম চালু রাখতে সাহায্য করে; জনগণ এখনো ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারছে [চীনা ভাষায়]. বন্ধ করার বিবৃতিটিতে বলা হয়েছে [চীনা ভাষায়]:

停刊之后,《独立新闻在线》将秉持“取之社会,用之社会”的精神,让网站继续保持开放,作为公众乃至学者免费检索新闻史料的研究资源,藉此延续《独立新闻在线》之精神。伺服器公司闻讯,答应赞助一年,令我们深为感动。 《独立新闻在线》停刊,部分原因固然是因为社会缺乏让异议新闻网站得以足以稳健前进之希望与条件,然而民心思变业已发生,且教育日益普及促使读者对何为“新闻”的期许,要比上一代人高很多。在相对威权的社会,网络媒体与民主化进程息息相关,但民主化向前没跨一步之际,网络媒体理应也有更好的客观条件,以利永续经营。 这是我们的期许,能否实现、何时实现,广大读者群“给力”多大,固然能起重要作用,但是完全依赖市场的养分存活,异议新闻网站亦有变质之风险。我们能否想象一个有利于异议新闻网站存活甚至焕发的公共政策?这不仅有赖于广大读者集思广益,亦有赖于从政者与决策者从善如流,坐言起行地推动民主化进程。

Independent Online Media, Merdeka Review, Stopped Operation on 31 August 2012.

৩১শে আগস্ট, ২০১২ তারিখে স্বাধীন অনলাইন মিডিয়া মারদেকা রিভিউ এর কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে।

মারদেকা রিভিউ ওয়েবসাইটটি অনলাইন রাখব যাতে জনগণ এবং গবেষকরা বিনামূল্যে সংবাদ পড়তে এবং গবেষণা চালিয়ে যেতে পারে। আমরা একটি উন্মুক্ত স্থানের চেতনা সমুন্নত রেখেছি। আমরা এক বছরের ফ্রি হোস্টিং পরিষেবা দানের জন্যে তথ্য কেন্দ্রকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের বন্ধ করে দেয়ার আংশিক কারণ একটি ভিন্নমতাবলম্বী সংবাদ ওয়েবসাইটকে সমর্থন করার মতো সামাজিক পরিকাঠামোর অভাব হলেও জনগণ উচ্চ স্তরের শিক্ষার কারণে পুরোনো প্রজন্মের তুলনায় “সংবাদ” সম্পর্কে অনেক বেশী প্রত্যাশা গড়ে তুলেছে। তুলনামূলকভাবে কর্তৃত্বশীল একটি সমাজে অনলাইন মিডিয়া এবং গণতন্ত্র ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। অনলাইন মিডিয়ার উন্নততর উন্নয়ন এবং টেকসই ক্ষমতা রাজনৈতিক সংস্কারকে সাহায্য করবে। আমরা আশা করি শীঘ্রই এই অবস্থা চলে আসবে। এটা সত্যিকার অর্থেই জনগণের সমর্থনের উপর নির্ভর করে। অপরপক্ষে, সংবাদ সংস্থাটির স্বাধীন অবস্থানকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে বলে আমরা বাজারের উপর পুরোপুরি নির্ভর করতে পারি না। সরকারী নীতি কী একটি ভিন্নমতাবলম্বী সংবাদ ওয়েবসাইটের টিকে থাকার জন্যে উন্নততর পরিবেশ তৈরী করবে? আমাদেরকে আমাদের চিন্তা-ভাবনাকে একত্রিত করে গণতন্ত্রের জন্যে ওকালতি করতে হবে যাতে সিদ্ধান্ত গ্রহণকারীরা আমাদের পরামর্শগুলো শুনে।

সংবাদ সংস্থাটির ভক্তদের অনেকেই পরবর্তীতে এর পুনরুজ্জীবনের আশা প্রকাশ করেছে। সিঙ্গাপুরে বসবাসকারী ইউ-লিঙ চঙ এই ক্ষতিটির জন্যে দূঃখ প্রকাশ করেছেন:

মারদেকা রিভিউ মালয়েশিয়ার বিশিষ্ট বিকল্প মিডিয়াগুলোর একটি। এটি সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে খুবই সাহসী যা মালয়েশিয়ার মূলধারার মিডিয়া কাভার করার ইচ্ছে করে না বা সাহস নেই। এটা সম্প্রদায়ের কণ্ঠস্বরকে আরো জোরালো করে তোলে। এছাড়াও, মারদেকা রিভিউ এই সব বছরগুলোতে মালয়েশিয়ার প্রান্তিক বিভিন্ন গোষ্ঠীকে কাভার করেছে এবং তাদের পাঠকদের তাদের কণ্ঠস্বর শোনার সুযোগ করে দিয়েছে। আর তাই, মারদেকা রিভিউ’এর অবদান মহান। দুর্ভাগ্যবশতঃ আর্থিক সহায়তার অভাবে আজকে মারদেকা রিভিউ কার্যক্রম স্থগিত করে দিয়েছে। পাঠকরা যতই দু:খিত এবং হতাশ হোক না কেন, আমাদের সত্যটি স্বীকার করে নেয়া ছাড়া অন্য কোন উপায় নেই। আমরা কেবল আশা করতে পারি যে একদিন মারদেকা রিভিউ পুনরুজ্জীবিত হয়ে মালয়েশিয়াতে সংবাদমাধ্যমের স্বাধীনতায় আবার অবদান রাখতে শুরু করবে। মারদেকা রিভিউ’র চেতনা বেঁচে থাকুক!

মারদেকা অল্প বয়সী অনেক চীনাদের সামাজিক এবং রাজনৈতিক কর্মে অংশগ্রহণে অনুপ্রাণিত করেছে। মালয়েশিয়ার একজন অ্যাক্টিভিস্ট আহ লাই তার ফেসবুকে স্বাধীন মিডিয়া তাৎপর্য সম্পর্কে লিখেছেন [চীনা ভাষায়]:

阅读这个媒体整七年,她一路来孕育了我的醒觉,在她里头我学习了不少。谢谢独立新闻在线,能够撑到今天已经是奇迹,过程里有不少人的努力和牺牲。 29 岁到 36 岁,七年里,这个国家经历了很多,我也对这个土地,有了不一样的认识,而你们,肯定在这个七年里,伴随了很多人经历了他们的七年,可能是中学的七年,出来社会的七年,步入中年的七年,结婚生孩子的七年,慢慢老去的七年。尤记得在这七年里一些笔战过的朋友,如今,他们很多应该都已经是社运里的老前辈了。希望你们继续在各自的岗位里,捍卫这个社会的正义。

আমি সাত বছর ধরে এই অনলাইন মিডিয়াটি পড়ছি। এটা আমার সামাজিক সচেতনতা বাড়িয়ে দিয়েছে এবং আমি ওয়েবসাইটটি থেকে অনেক শিখেছি। আমি সত্যিই মারদেকা রিভিউকে ধন্যবাদ জানাতে চাই। এটা যে এত দীর্ঘ সময় বেঁচে ছিল সেটা খুবই অলৌকিক একটি ব্যাপার। এই প্রক্রিয়াটিতে অনেক মানুষকেই আত্মত্যাগ করতে হয়েছে। ২৯ থেকে ৩৬ বছর বয়সে এই সাত বছরে দেশে এত কিছু দেখেছি যে আমার মধ্যে এই মাটি সম্পর্কে ভিন্ন কিছু বোধ জন্মেছে। আপনিও হয়তো এই সাতটি বছর তাদের সঙ্গে কাটিয়েছেন – আপনার মাধ্যমিক স্কুলের অথবা আপনার সমাজে প্রবেশ করার, বা আপনার মাঝ বয়সের, অথবা বিয়ে-থা করে আপনার যখন বাচ্চা হয়েছে, বা আপনি যখন বৃদ্ধ হয়ে গিয়েছেন। যাদের সঙ্গে আমার অনলাইন বিতর্ক হয়েছিল এমন কিছু বন্ধু এখন অভিজ্ঞ সামাজিক অ্যাক্টিভিস্ট হয়ে গিয়েছে। আমি আশা করবো আপনারা সবাই নতুন অবস্থানে সামাজিক ন্যায়বিচার সমর্থন অব্যাহত রাখবেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .