সৃষ্টিশীল মোস্ত্রো কন্তেনিদোস [স্প্যানিশ ভাষায়] দলটি তাদের ইউটিউব এ্যাকাউন্টের মাধ্যমে মেমোরাবিলিয়া নামে একটি ধারাবাহিক প্রামাণ্যচিত্র মুক্তি দিয়েছে। এতে তারা তাদের সংগৃহীত ভেনেজুয়েলার চলচ্চিত্র, বিনোদন এবং শিল্প ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিকভাবে উল্লেখযোগ্য ব্যাক্তিদের সংক্ষিপ্ত সাক্ষাৎকার উপস্থাপন করেছে।
দলটি তাদের ভিডিও প্রচারণাতে বর্ণনা করেছে কিভাবে তারা অর্থলগ্নী ছাড়াই এই প্রকল্পে হাত দিয়েছে এবং একটি কৌতুহলজনক বিন্যাস বজায় রেখে সাক্ষাৎকারগুলো সংগ্রহ করতে সক্ষম হয়েছে। তারা আরও বর্ণনা করেছে যে তাদের নিজেদের মধ্যে যথেষ্ট সন্দেহ থাকা সত্ত্বেও কিভাবে তারা কাজটি করতে পেরেছে। ভেনেজুয়েলার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই ভিডিওগুলো নিজেদের মধ্যে আদান-প্রদান করেছে। এই ভিডিওগুলোতে দর্শকেরা নানা বিষয়ে শিল্পীদের মতামত, অভিজ্ঞতা এবং তাদের কাজ সম্পর্কে শুনতে পাবে। এই সাক্ষাৎকারগুলোতে সমসাময়িক ভেনেজুয়েলার ইতিহাসের এক ঝলক এবং তাদের অনন্যতার কিছু বিষয় যেগুলোকে সংজ্ঞায়িত করা হয়েছে তার বর্ণনা দেওয়া হয়েছে।
এখানে আমরা “মেমোরাবিলিয়া” এর কিছু পর্ব শেয়ার করলাম।
প্রামাণ্যচিত্রটি চলচ্চিত্র পরিচালক মার্সেল রাসকুইন এর সাক্ষাৎকার (ইংরেজীতে ধারালিখন যুক্ত) দিয়ে শুরু হয়ঃ
সমসাময়িক ভেনেজুয়েলার একজন গুরুত্বপূর্ণ চিত্রশিল্পী অসওয়ালডো ভিগাস, এই পর্বে (এটাও ইংরেজী ধারালিখন যুক্ত) তার গল্প বলেছেন:
পরবর্তী ভিডিওতে দলটি চলচ্চিত্র পরিচালক মারগোট বেনাসেরাফ এর সাক্ষাতকার নিয়েছেঃ
অন্য একটি পর্বে দলটি কথা বলেছে নেলসন গ্যারিডোর সাথে, যিনি একজন “শিল্পী, ছবি ও কাব্যিক সন্ত্রাসবাদীর নির্মাতা”:
আরও প্রকল্প, ভিডিও এবং সাক্ষাৎকার ( যার কিছু সংখ্যক ইংরেজীতে ধারালিখন যুক্ত) পাওয়া যাবে মোস্ত্রো কন্তেনিদোস এর ইউ টিউব চ্যানেলে।