স্পেন: ব্যাংকের দায়মুক্তির বিরুদ্ধে গণতহবিল

এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ সংকটে ইউরোপ–এর অংশ।

সরকারের নির্লিপ্ততা এবং জেলা অ্যাটর্নির কার্যালয় ব্যাংকিয়া‘র সাবেক চেয়ারম্যান রডরিগো রাতোকে দিয়েই ব্যাংকিয়ার ব্যবস্থাপনা তদন্ত করার পরিপ্রেক্ষিতে আদালতে একটি অভিযোগ দায়ের করার এবং দক্ষতার সাথে একটি আইনগত তদন্ত পরিচালনার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্যে স্পেনের জনগণ অনুদানের মাধ্যমে তহবিল সংগ্রহ করছে। সামাজিক নেটওয়ার্কেগুলোতে কয়েকটি হ্যাশট্যাগে উদ্যোগটি ব্যাপকভাবে অনুসৃত, যাদের একটি হলো #গণতহবিলপারাতো [স্প্যানিশ ভাষায়]। গণতহবিলের গোতেও ওয়েবসাইটটিকে কয়েক ঘণ্টার জন্যে অবসন্ন করে দিয়ে [স্প্যানিশ ভাষায়] ২৪ ঘন্টায় প্রয়োজনীয় তহবিল ১৫ হাজার ইউরোর চেয়ে বেশি সংগৃহিত হয়েছে। ইতোমধ্যেই অনেকটা উদ্দেশ্য অর্জন করা সম্ভব হয়েছে বলে উদ্যোক্তারা আর কোন অর্থ দান না করতে বলেছেন।

গণতহবিল প্রকল্পের জন্যে সক্রিয় করা ওয়েবসাইটটি [স্প্যানিশ ভাষায়] এই প্রকল্পের প্রণোদনা এবং উদ্দেশ্য ব্যাখ্যা করেছে:

La Constitución española, en su artículo 119, establece que la justicia será gratuita cuando así lo disponga la Ley y, en todo caso, respecto de quienes acrediten insuficiencia de recursos para litigar.

En nuestro caso, tenemos claro que meter a Rato y demás responsables de la Estafa Bankia en la cárcel no es precisamente una iniciativa que vaya a ser respaldada por los que hacen las leyes. Tampoco va a ayudar que acreditemos que no disponemos de la enorme cantidad de recursos económicos que se requieren para un proceso de esta dimensión.

En definitiva, no vamos a poder contar con los instrumentos del Estado (que tampoco es que nos fiemos mucho de ellos). Es más, piensan que no podemos hacerlo porque no tenemos dinero, pero no cuentan con que somos much@s y que, con una pequeña aportación de cada un@, lo conseguiremos.

যদি কারো কখনো মামলা-মকদ্দমা করার যথেষ্ট সামর্থ্য না থাকে  তবে তার ক্ষেত্রে স্প্যানিশ সংবিধানের ১১৯ নম্বর আর্টিকেল অনুসারে বিনামূল্যে ন্যায়বিচার প্রদানের আইনগত ব্যবস্থা রয়েছে।

এই ক্ষেত্রে এটা আমাদের কাছে স্পষ্ট যে ব্যাংকিয়ার  জালিয়াতির জন্যে দায়ী রাতো এবং অন্যান্য কর্মকর্তাদের কারাগারে আনার উদ্যোগটি আইন প্রণেতারা সহজেই সমর্থন করবেন না। বাস্তবে আমাদের কাছে বিশাল পরিমাণ টাকা না থাকায় এই প্রক্রিয়াটি কোনভাবেই কাজে লাগবে না।

অল্প কথায়, আমরা রাস্ট্রের হাতিয়ারগুলোর উপর ভরসা করতে পারবো না যন্ত্রের উপর গণনা করতে সক্ষম হবে না (আমরা যে তাদের খুব একটা বিশ্বাস করি তা নয়)। এবং তারা মনে করে অর্থের অভাবে আমরা এটা করতে পারবো না। কিন্তু তারা জানে না যে আমরা অনেক এবং আমাদের প্রত্যেকের ছোত ছোট অবদানেই আমরা এটা করে ফেলতে পারবো।

গোতেওর ব্যানার

গোতেওর ব্যানার

স্টেফ.এস[স্প্যানিশ] ব্লগে @ফানেতিন ব্যাখ্যা করেছেন টাকা কিভাবে ভাগ হবে:

  • €২০০ একজন নোটারির সামনে শেয়ারমালিকদের অনুমোদন প্রদানের জন্যে
  • €৬,০০০ আইনজীবীর জন্যে (আনুমানিক ৮০ জনকে জিজ্ঞাসাবাদ করাসহ মামলাটি যতকিছু বুঝায় সব কিছুর জন্যে)
  • €১,০০০ অ্যাটর্নির জন্যে (বাধ্যতামূলক)
  • €৩,০০০ এটর্নী, সাক্ষী ইত্যাদিদেরমাদ্রিদে আসা-যাওয়ার জন্যে (এক বছরে)
  • €৫,০০০ কাগজপত্র, গবেষণা এবং যোগাযোগের জন্যে
  • €১,৩০০ গণতহবিলের গোতেও প্ল্যাটফর্মের জন্যে

নিঃসন্দেহে স্পেনে অর্থনৈতিক সংকটের জন্যে দায়ীদের বিচার করার জনপ্রিয় উদ্যোগ এখনও চালু রয়েছে এবং যেকোন সময়ের তুলনায় শক্তিশালী।

১৫এমপারাতো [স্প্যানিশ ভাষায়] ওয়েবপেজে যেমন পড়া যাবে:

Emprenderemos acciones criminales y civiles contra los integrantes del Consejo de administración de Bankia, en la época en la que fue presidido por el Sr. Rodrigo Rato y contra el Consejo de administración del Banco Financiero y de Ahorros, la matriz tóxica y ruinosa que endosaron al Estado.

Solicitamos prisión y el embargo de sus bienes por valor equivalente a la cantidad obtenida con la colocación irregular de acciones. Han engañado a 400.000 inversores -en muchos casos ahorradores de la entidad- para sustraerles su dinero y ahora, misteriosamente, ha desaparecido, arrastrando al país al borde del rescate.

রাষ্ট্রে বিষাক্ত এবং ক্ষতিকর পরিবেশ সংক্রমণের জন্যে আমরা জনাব রডরিগো রাতো প্রধান থাকাকালীন ব্যাংকিয়া’র ব্যবস্থাপনা পর্ষদের সদস্যদের এবং অর্থনৈতিক ও সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পর্ষদের বিরুদ্ধে ফৌজদারি এবং দেওয়ানি ব্যবস্থা গ্রহণ করবো।

আমরা তার কারাদণ্ড এবং বেআইনিভাবে স্টক প্রদান করে অর্জন করা পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুরোধ করবো। তারা চার লক্ষ বিনিয়োগকারীকে – বেশিরভাগ ক্ষেত্রেই, ব্যাংকের গ্রাহকদের – অর্থ প্রতারণা করেছে এবং রহস্যজনকভাবে সেগুলো এখন লা-পাত্তা হয়ে দেশটিকে দেউলিয়া হবার দ্বারপ্রান্তে টেনে এনেছে।

এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ সংকটে ইউরোপ এর অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .