আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের সীমান্তে পিয়েদ্রাবুয়েনার্তে কালচারাল শেড -এর সহায়তায় শিল্পকলা ও নাগরিক মাধ্যমের সাহায্যে এলাকাগুলোতে ব্যাপক পরিবর্তন হচ্ছে। পূর্বের একটি গুদামঘরকে চিত্রায়ণ ও কোলন থিয়েটারের সেটের জন্য ছেড়ে দেয়া হয়েছে, সমাজের শিল্পীদের দ্বারা এ জায়গাটি শিল্পকলা কেন্দ্রে পরিণত হয়েছে। তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা বিশ্বকে এ সম্পর্কে জানাচ্ছে।
এডি আভিলা, ২০১১ সালে রাইজিং ভয়েসের একটি আর্টিকেলে প্রতিষ্ঠাতাদের সাথে ভিডিও সাক্ষাৎকারের পূর্বে এই কথাটি লিখেছিলেনঃ
ঐ এলাকার তরুণদের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে, ইউটিউব চ্যানেলের সাথে সংযোগের জন্য তারা তাদের মোবাইলের ক্যামেরাকে কিভাবে ব্যবহার করতে পারে তা দেখানোর জন্য। পিয়েদ্রাবুয়েনা এলাকায় পরিবর্তনের জন্য এটি আরো সহায়ক হিসেবে কাজ করবে। নিচের ভিডিওটিতে, দলের দুইজন প্রতিষ্ঠাতা, জুয়ান “পেপি” গারাচিকো এবং লুসিয়ান গারামুনো তাদের ছায়া নিয়ে কথা বলেন যা পিয়েদ্রাবুয়েনার বাসভবন ও তারা সামাজিক মাধ্যমের সাহায্যে কিভাবে তাদের কথা বলে, তাকে বুঝিয়েছে।
তো তারা কি করেছে? তাদের ইউটিউব চ্যানেলে, পিয়েদ্রাবুয়েনা টিভি একটি শৈল্পিক প্রদর্শনী যা কালচারাল শেডে প্রতিদিনের কর্মকাণ্ড এবং ভিডিওর মাধ্যমে তাদের প্রকাশের মাধ্যমে তাদের শৈল্পিক পথ হয়ে ওঠার কথা বলেছে। পরের ভিডিওটিতে একটি শূণ্য উদ্যানের সাংস্কৃতিক শহরে পরিণত হওয়া দেখানো হয়েছে যেখানে স্থানান্তরিত খেলার মাঠ এক নতুন জায়গা খুঁজে পেয়েছে, এবং উন্মুক্ত থিয়েটার মঞ্চ নির্মাণ হচ্ছে, এসব কিছু সুউচ্চ অ্যাপার্টমেন্ট ভবন দ্বারা পরিবেষ্টিত যেখানে ঐ সমাজের বেশিরভাগ মানুষ বাস করে।
অন্য পর্বগুলোতে ঐ এলাকায় সংস্কৃতি পরিবর্তন নিয়ে অধিবাসীদের প্রত্যাশা নিয়ে কথা বলা দেখানো হয়েছে, এবং এর মত, পরেরটিতে, পেছন ফিরে দেখা হয়েছে যখন ৩০ বছর পর প্রথমবারের মত তারা ইটের দালানের জানালা খুলে দেখেছে।