কোস্টারিকাঃ যে সার্কাস শিশুদের জীবন বাঁচায়

কোস্টারিকার দক্ষিণে পেরেজ জেলেডন শহর অবস্থিত, যেখানে ফানটাজটিকো সার্কাসের ভুমি যা ঐ এলাকায় শিশু ও তরুণদের আন্তর্জাতিক ভ্রমণের মাধ্যমে মাদকাসক্তি ও কষ্ট থেকে দূরে থাকার সুযোগ করে দেয়।

একটি তথ্যচিত্রে, নিউ লাইফ অ্যাসোসিয়েশন (Asociacion Vida Nueva) কর্তৃক এই ১২ বছরের কর্মশালার কথা প্রকাশ পেয়েছে। একটি সাক্ষাৎকারে, এক মা তরুণদের স্বেচ্ছাচারী মনোভাব, তারা লেখাপড়া বা কাজের সুযোগের অভাবে কিভাবে কষ্ট করে বা মাদকাসক্তিতে বেড়ে উঠে তা ব্যাখ্যা করেন। এই সার্কাসটি তাদেরকে দক্ষতা, শৃঙ্খলা শিক্ষা ও তাদের কর্মদক্ষতা অনুযায়ী দলের সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দেয়। এটি হোজের গল্পের কথাও বলে, যে সার্কাস থেকে বের হয়ে গিয়েছিল, এবং অতি মাত্রায় মাদকাশক্তির ফলে প্রায় মরতে বসেছিল। তার কথা অনুযায়ী, সে সার্কাসে ফিরে গিয়েছিল যেখানে সে তার বেঁচে থাকার আশ্রয় বলে জানত, আর এখন সে চাপ থেকে বের হয়ে আসার চেষ্টা করছে।

সার্কো ফানটাজটিকো নতুন সংস্কৃতি ও জায়গা আবিষ্কারের সময় ইউরোপের অনেক জায়গায় ভ্রমণ ও তাদের অনুষ্ঠান ও কাজ দর্শকদের দেখানোর সুযোগ পেয়েছে।

কোস্টারিকার সুলা বাতসু কোঅপারেটিভ, যা তাদের সহযোগী ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানসমূহের জন্য প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে, তাদের পরিচিতি ভিডিওটি ফেসবুকে মন্তব্য সহকারে প্রকাশ করেছেঃ

El viernes pasado nos visitó la agrupación Circo FantazzTico, en este proyecto social se usa la pedagogía circense como medio del trabajo preventivo con niños, niñas y jóvenes en riesgo social. La idea del proyecto es crear un lugar seguro para los niños, niñas y jóvenes que están en una situación social difícil, y que puedan aprender habilidades corporales al igual que adquirir competencias sociales…

গত শুক্রবার ফানটাজটিক সার্কাস আমাদের এখানে ঘুরে গেছে, এই সামাজিক কর্মশালাটি সার্কাস প্রশিক্ষণের মাধ্যমে শিশু ও তরুণদের সামাজিক ঝুঁকির সময় আত্মরক্ষামূলক কৌশল শেখায়। এই কর্মশালার উদ্দেশ্য হল একটি নিরাপদ স্থান তৈরি করা, যেখানে কঠিন সামাজিক সংকটের সময় ছেলেরা, মেয়েরা এবং তরুণরা সামাজিক দক্ষতার পাশাপাশি শারীরিক দক্ষতা শিখতে পারে…

এই সার্কাসটি জাতীয় পর্যায়েও সমাদৃতঃ নিচের ভিডিওটি কোস্টারিকার রাজধানী সান জোসে জাতীয় স্টেডিয়ামে ১০,০০০ দর্শকের সামনে তাদের প্রদর্শনী দেখিয়েছে। এই প্রদর্শনীতে ছিল দড়ি, ফেব্রিকের উপর ঘোরা, নিচে পড়া এবং মেঝের ব্যায়াম ও পিরামিডের মত শারীরিক কসরত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .