পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা জিলানীর বিরুদ্ধে আদালত অবমাননা মামলা অবশেষে শেষ হয়েছে। আদালত তিনমাস দীর্ঘ বিচার বিভাগীয় প্রক্রিয়া শেষে প্রধানমন্ত্রীকে ৩৭ সেকেন্ডের একটি প্রতীকী শাস্তির রায় দিয়েছে। বিশ্লেষকরা বলছেন যে সিদ্ধান্তটি সাংবিধানিক বিভ্রান্তিটিকে শেষ না করে বরং একে বাড়িয়ে দিয়েছে মাত্র।
এছাড়াও এটি হয় প্রধানমন্ত্রীর পক্ষে নয় তার বিরুদ্ধে এভাবে জনগণকে বিভক্ত করার নতুন একটি প্রকাশ্য প্রক্রিয়া শুরু করেছে। জনগণ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সমর্থনে রাস্তায় নেমে আসে। অন্যদিকে কেউ কেউ বলছেন যে উচ্চতম ন্যায়ালয়ের (সুপ্রীম কোর্টের) সংবিধানের বিশদ ব্যাখ্যা করার অধিকার রয়েছে।
অনেকেই মন্তব্য করেছেন যে ন্যায়বিচার করার সময় সুপ্রিম কোর্ট গণতান্ত্রিক ভূমিকা পালন করেনি।
নজর এম. চোহান মন্তব্য করেন:
সিজে (প্রধান বিচারপতি) এবং তার সুপ্রিম কোর্টের বিচারকরা সমাজের মেরুকরণ পছন্দ করেন, যেটা আর আর মেরামত করা সম্ভব নয়… চালিয়ে যান!!!
ইমরান এটিকে বাহুল্য কার্যকলাপ অভিহিত করেছেন। একটি অতিরিক্ত. সুপ্রিম কোর্ট সবসময়েই গণতন্ত্র অবনত করে স্বৈরাচারকে সমর্থনের ভূমিকা পালন করেছে। তিনি মন্তব্য করেন:
বিস্মিত হইনি…. সুপ্রীম কোর্ট তার খ্যাতি বজায় রেখেছে মাত্র।
১. আইয়ুবের সামরিক আইনকে জায়েজ করেছে
২. জিয়া'র (জিয়াউল হকের) সামরিক আইনকে বৈধ করেছে
৩. একজন প্রধানমন্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়েছে
৪. বেনজিরের সরকারকে দুইবার বরখাস্ত করেছে
৫. মুশাররফের সামরিক আইন অনুমোদন করেছে
৬. মুশাররফকে সংবিধান সংশোধনের সুযোগ দিয়েছে
৭. মুশাররফকে সামরিক বাহিনীতে থাকাকালীন প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর অনুমতি দিয়েছে
ইয়েসমিন আলী টুইট করেছেন:
@ইয়াসমিন_৯: আপনারা তো আইন জানেন। নাগরিক অবজ্ঞা পিএমকে (প্রধানমন্ত্রীকে) অযোগ্য করে না।
আহসান রিয়াজ চৌধরী টুইট করেছেন:
@চআহসানরিয়াজ: মহামান্য #সিজে পিএম #গিলানীকে বাড়িতে পাঠানোর আগ্রহে “অনানুষ্ঠানিকতা” সৃষ্টির জন্যে এসব করছেন! #সুপ্রীমকোর্ট #পাকিস্তান
কিছু লোক সিদ্ধান্তটিকে ন্যায়ের বিজয় বললেও জনগণ বলছে যে পিএম জিলানী’র তার প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে উচ্চতর ন্যায়ালয়ের আদেশ বাস্তবায়ন করা উচিত।
@হামজা১০১: জিলানী কেবল আদালত অবমাননা করেন নি বরং এখন #পাকিস্তান–এর সঙ্গে উচ্চ পর্যায়ের এড-হক অবাধ্যতা করেছেন..! #পিপিপিব্যর্থ
@আলিহজেডইনসাফ: #গিলানী দোষী সাব্যস্ত হয়েছেন। একজন অপরাধী কখনো #পিএম হতে পারেন না। একজন #পিএম-এর নৈতিকতা ও উচ্চ নৈতিক ভিত্তি থাকতে হবে এবং তাকে রাষ্ট্রের একজন আদর্শ নাগরিকের ভূমিকা পালন করতে হবে
@মালিকাকিসএক্সখান: #গিলানী আপনার চারিত্রিক অখণ্ডতা এবং আত্মসম্মান বোধ হলো শূন্য। পাকিস্তানের প্রতি থেকে আপনার আনুগত্য হলো শূন্য। আপনার আপীলের অধিকার একটি রসিকতা মাত্র। আমি হাসছি না। পদত্যাগ করুন।
প্রধানমন্ত্রীর পক্ষে বা তার বিপক্ষে পক্ষপাতিত্ব সহজেই দৃশ্যমান। বিরোধী দল পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লীগ – নওয়াজ) এবং পিটিআই (পাকিস্তান তেহরিক ইনসাফ) প্রধানমন্ত্রীকে যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করতে বলছে।
“পিএম পদত্যাগ করবেন কিনা” তা একটি কোটি টাকার প্রশ্ন। এই রায় পরবর্তী ফলাফল এখনও অপরিণত। কিন্তু ক্ষমতাসীন দলটি তার সাংবিধানিক সময়কাল সমাপ্ত করে যেতে চায়।