তানজানিয়া: এক চলচ্চিত্র তারকার বিদায়

১১ এপ্রিল, ২০১২-এ, এক আবেগপূর্ণ অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে তানজানিয়া, তার এক অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র তারকা স্টিভেন কানুম্বাকে বিদায় জানালো। শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। তার বান্ধবী, এলিজাবেথ ‘লুলু’ মিশেল-এর সাথে এক ঝগড়ার পর তার এই মৃত্যুর ঘটনা ঘটে।

প্রায় ৩০,০০০ নাগরিক, যার মধ্যে ছিল তানজানিয়ার উপ রাষ্ট্রপতি মোহাম্মদ ঘারিব বিলাল, রাষ্ট্রপতির স্ত্রী মামা সালমা কিকেওয়াটে, অন্যান্য সরকারি কর্মকর্তা, শিল্পী এবং সমাজের সকল স্তরের মানুষ, তারা এই তারকার প্রতি তাদের শেষ শ্রদ্ধা প্রদর্শনের রাজধানী দার এস সালামের লিডার্স ক্লাবে এসে জামায়েত হয়। এই ঘটনা কানুম্বারা অসম্ভব জনপ্রিয়তার এক সাক্ষ্য প্রদান করেছে, যা সে অতি অল্প বয়সে অর্জন করেছিল তানজানিয়ার চলচ্চিত্র শিল্পে অবদান রাখার জন্য ( এর জনপ্রিয় নাম বোঙ্গো মুভি)।

More than 30,000 people gathered to pay their last respects. Photo courtesy of @BongoCelebrity.

প্রায় ৩০, ০০০ নাগরিক তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য জমায়েত হয়। ছবি@ বোঙ্গোসেলিব্রেটির সৌজন্যে।

যখন নাগরিকরা তাদের শোক প্রকাশ করছিল, তখন শোকার্ত কিছু মানুষ এই ঘটনার ছবি তুলেছে এবং তাজা সংবাদ টুইট করেছে। কেউ কেউ শোকে মূর্ছা যায় [সোয়াহিলি ভাষায়] এবং তারা কবরস্থানে যাওয়ার পথে তাদের অত্যন্ত প্রিয় আদর্শ অভিনেতার কফিন বহন করার দাবী জানায়।

@ বোঙ্গোসেলিব্রেটি টুইট করেছে [সোয়াহিলি ভাষায়]:

@BongoCelebrity: Wananchi wanaimba kwa nguvu wakisema wanataka wamshushe kwenye gari wambebe wenyewe!

বোঙ্গোসেলিব্রেটি:নাগরিকরা তাদের হৃদয় থেকে আওয়াজ তুলেছে, তারা বলছে যে তারা তাদের প্রিয় অভিনেতার কফিন গাড়ি থেকে বের করে, তা নিজেরা তা বহন করে নিয়ে যাবে। !

সামাজিক প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে শনিবার ভোরে কানুম্বার মৃত্যুর সংবাদ সব জায়গায় ছড়িয়ে পড়ে। ব্লগার প্রিটি সিনথা লিখেছে [সোয়াহিলি ভাষায়]:

Dear Wadauzz
nasikitika kutangaza kifo cha Steven kanumba ambaye amefariki leo saa saba ya usiku,maiti ipo Muhimbili hospital.
chanzo cha kifo,inasemekana Lulu na Kanumba were dating secretly,na walikuwa pamoja wakati wa kifo chake,Lulu alimsukuma Kanumba wakiwa katika ugomvi na kanumba akadondoka na kutoa damu na ndipo mauti ilimshika
kwa sasa Lulu yupo Osterbay police.
nitawaletea more updates
ila tusimlaumu Lulu kwani ugomvi katika mapenzi unatokea.
Angalizo
uki comment naomba ujue nilikuwepo eneo la tukio kuanzia Home kupeleka maiti hosp na kurudi kwake Sinza,kwa ujumla sijalala,
ni hilo tuu

প্রিয় নাগরিকরা
আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজ রাত একটায় স্টিভেন কানুম্বা মারা গেছেন. তার মৃতদেহ মুহিমবিলি হাসপাতালে রাখা আছে।
তার মৃত্যুর কারণ, অভিযোগে প্রকাশ যে, [বান্ধবী] লুলু এবং সে গোপনে পরস্পরের সাথে সাক্ষাৎ করতে শুরু করেছিল, এবং যখন সে মারা যায় তখন লুলু তার সাথে ছিল। যখন তাদের মধ্যে ঝগড়া শুরু হয় তখন লুলু তাকে ধাক্কা দেয় এবং কানুম্বা পড়ে যায়। এই ঘটনায় তার রক্তক্ষরণ হতে শুরু করে এবং মৃত্যু তাকে আলিঙ্গন করে।
জিজ্ঞাসাবাদের জন্য লুলুকে এখন ওয়েস্টারবে নামক পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।
আমি আপনাদের আরো তাজা সংবাদ প্রদান করব।
তবে এর জন্য আমরা যেন লুলুকে অভিযুক্ত না করি, কারণ অনেক সময় সম্পর্কের মাঝে ঝগড়া হতে পারে।
বিশেষ দ্রষ্টব্য:
যখন আপনার এই বিষয়টি জেনে মন্তব্য করছেন যে আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, তার গৃহে এবং যখন দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আবার যখন বাসা সিনজাতে ফিরেয়ে নিয়ে যাওয়া হয়, সব সময় আমি উপস্থিত ছিলাম । আমি এই পুরো সময়টিতে আমার চোখের পাতা এক করতে পারিনি।
এই হল ঘটনা।

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=YnZb8hY6Ad8

স্টিভেন কানুম্বার মৃত্যু এবং তার অভিযুক্ত বান্ধবী লুলুর এই মৃত্যুতে ভূমিকা কি, সে নিয়ে অনেক লেখা হয়েছে, কিন্তু এই বেদনাদায়ক ঘটনার বিষয়ে সামাজিক প্রচার মাধ্যমের আবেগের সারাংশ, প্রিটি সিনথার ব্লগে করা এক মন্তব্যে [সোয়াহিলি ভাষায়] প্রকাশ পেয়েছে:

যে আপনি আমাদের নায়ক, সেই আপনাকে হারানো আমাদের জন্য প্রচণ্ড এক বেদনাদায়ক বিষয়, এবং কেবল মাত্র সেই স্টিভেন কানুম্বা আমাদের মাঝে থেকে যাবে যে এক “অসাধারণ ব্যক্তি’। আমাদের সেরা বন্ধু, তানজানিয়া আপনার অভাব অনুভব করবে। আপনার প্রিয় মা, ছোট ভাই, পরিবারের অন্যান্য সদস্য, আমাদের বোঙ্গো চলচ্চিত্রের ভক্ত এবং সমগ্র তানজানিয়ার সম্প্রদায়ের কাছে আমি আমার শোক বার্তা পাঠাচ্ছি।
এই বিষয়ে কাউকে বিচার করা ভাল নয়, কেবল মাত্র পরম করুণাময় একজন ব্যক্তিকে বিচার করতে পারে। কল্পনা করুন যে আপনি এমন একজন ব্যক্তি, যাকে সবাই বিচার করছে, লুলুর ক্ষেত্রে এখন সে রকমটা ঘটছে!! আমি একেবারে নিশ্চিত যে কানুম্বার কোন ক্ষতি করার ইচ্ছে লুলুর ছিল না, এবং একই সাথে নিশ্চিত যে কোন ভাবে উক্ত ঘটনার সাথে যুক্ত ছিল না, হয়ত কানুম্বার স্বাস্থ্য বিষয়ে এমন কিছু ছিল যা উদ্বেগজনক, তবে আমাদের ডাক্তার এবং আইনজীবীদের কাজ করতে দেওয়া উচিত। আমাদের প্রিয় কানুম্বা, তুমি শান্তিতে ঘুমাও।
কানুম্বা যে বিষয় নিয়ে যাত্রা শুরু করেছিল, ভিনসেন্ট কিগোশি এবং তার মত অন্য ব্যক্তিদের এই ভালো উদ্যোগ চালিয়ে যাবার জন্য সময় দারুণ এক সময়। আমাদের এখনো অনেক ভালো অভিনেতা অভিনেত্রী আছে, যারা আমাদের চলচ্চিত্র শিল্পকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে। রে আমি আপনাকে সত্যিই বিশ্বাস করি।

অয়াভাতু, সামাজিক প্রচার মাধ্যমের বেশ কিছু মন্তব্য একত্রিত করেছে [সোয়াহিলি ভাষায়], যার মধ্যে কানুম্বার করা শেষ টুইট এবং একই সাথে তার মৃত্যুর পর তার সমর্থকদের করা টুইট রয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .