ফিলিপাইনের নেটনাগরিকরা, দেশটির সবচেয়ে ধনী নাগরিকের একটি মল (বিশাল দোকান)-এর পরিকল্পনার অংশ হিসবে ১৮২ টি পাইন গাছ কাটার ঘটনার প্রতিবাদের জন্য #সেভদিবাগুইওপাইনট্রিস নামক হ্যাশট্যাগ ব্যবহার করছে। উত্তর ফিলিপাইনের বাগুই সিটি শহরের উক্ত মলের সামনে এক গাড়ি রাখার জায়গা নির্মাণ করার জন্য এই সমস্ত গাছ কাটা হচ্ছে।