এই পোস্ট আমাদের ইউরোপ সমস্যার বিশেষ কভারেজের অংশ
সেদিন সকালে ঘুম থেকে উঠেই গ্রিসের মানুষ ৭৭ বছর বয়সী দিমিত্রিস ক্রিস্টোলাসে আত্মহুতির হৃদয়বিদারক খবরটি শুনলেন। সংসদ ভবন পার করে এথেন্সের সিনট্যাগমা স্কয়ারে সকাল ৯টার দিকে নিজের মাথায় গুলি করার দৃশ্যটি পথচারীরা দেখেন।
প্রতিবেদনে বলা হয়েছে, তিনি একজন অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট ছিলেন। ১৯৯৪ সালে তার ঔষধের দোকান বিক্রি করে দেন। গুলি করার আগে তিনি চিৎকার করে বলেন, তিনি “তার সন্তানের জন্য কোনো ঋণ রেখে যেতে চান না”।
একটি ফেসবুক অনুষ্ঠানে আজ বিকেলে সিনট্যাগমা স্কয়ারে সবাইকে জড়ো হওয়ার আহবান জানানো হয়েছে। “সবাই সিনট্যাগমায়। মৃত্যু নিয়ে এরকম ছেলেখেলা চলতে দেয়া যায় না।”
এই ঘটনা নিয়ে বিভিন্ন মিডিয়ায় যেসব প্রতিবেদন এবং পোস্ট এসেছে, গ্লোবাল ভয়েসের লেখক অ্যাস্টেরিস মাসুউরাস সেগুলোর একটি সংকলন তৈরি করেছেন।

আজ সন্ধ্যায় সিনট্যাগমা স্কোয়ারে অনুষ্ঠিত ফেসবুক অনুষ্ঠান থেকে পোস্টারটি নেয়া হয়েছে। পড়ুন:এটা কোনো আত্মহত্যা ছিল না। এটা খুন। মৃত্যু নিয়ে এরকম ছেলেখেলা চলতে দেয়া যায় না।”
হৃদয়বিদারক এই ঘটনা নিয়ে সারাদিনই গ্রিসের টুইটারে নানা ধরনের মন্তব্য এবং মিশ্র প্রতিক্রিয়া এসেছে:
@ইয়ানকিকোটস: আজ সকালে সিনট্যাগমা স্কয়ারে ৭৭ বছর বয়সী বৃদ্ধ মানুষটির আত্মাহুতির ঘটনা মর্মান্তিক #গ্রিস। “এটা সম্মানের সাথে শেষ করার একটা মাত্রই রাস্তা আছে, আমি আবর্জনা থেকে খেতে পারবো না।”
টুইটার ব্যবহারকারী আরকোদুস ইভেন্টের পেছনে যারা ছিলেন তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন:
@arkoudos: Μακάρι να μη φύγεις. Μακάρι να μείνεις, να παλέψεις. Κι άλλο. Μακάρι.Μακάρι να μη ντρέπεσαι. Μακάρι να ντραπούμε, πρώτα, εμείς.
টুইটার ব্যবহারকারী ম্যাজিকা এই বিতর্কিত বিষয় নিয়ে দুই দিকের লজ্জার উপরই জোর দিয়েছেন:
@magicasland: ειναι ντροπή αυτο που κανει το κράτος στο λαό του. αλλά ειναι και ντροπή να αυτοκτονείς ενω επιβίωσε με πεισμα τόσος κοσμος επι κατοχής
এ ঘটনার মানবিক দিক উপেক্ষা করে অনলাইনের বিতর্ক চলে গেছে রাজনীতির দিকে। সাংবাদিক আরিস চ্যাটজিসটিফানাও তিউনিসিয়ার [ইংরেজি ভাষায়] বুয়াডিজির আত্মহত্যার সাথে তুলনা করেছেন।
@xstefanou: Η Ελλάδα έχει το δικό της Μπουαζίζι. Πρέπει να δείξει αν έχει και λαό ισάξιο της Τυνησίας και της Αιγύπτου η μόνο ψηφοφόρους ΠΑΣΟΚ -ΝΔ-ΛΑΟΣ.
ঈলিকাস ন্যায়বিচার খুঁজেছেন:
@Elikas: Κάποια στιγμή πρέπει να δικαστούν και οι ηθικοί αυτουργοί για όλες αυτές τις αυτοκτονίες. Που στην πραγματικότητα είναι δολοφονίες.
সারা ফিথ গ্রিসের পুনরুদ্ধারের ইউরোপীয়ও পদ্ধতি নিয়ে সমালোচনা করেছেন:
@সারাফিথ_আরটি: ইউরোপ [সিক] গ্রিসের [অর্থনীতির বেহাল দশা থেকে] উদ্ধারের যে পদ্ধতি নিয়েছে, সত্যি বলতে তা গ্রিসের জনগণকেই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সিনট্যাগমার আত্মহত্যা কখনোই ঘটতো না।
এথেন্স নিউজ জানিয়েছে, আত্মহত্যাকারীর একটি সুইসাইড নোট পাওয়া গেছে। সেখানে তিনি গ্রিসের বর্তমান শাসক দলকে যুদ্ধকালীন মিত্র সরকারের সাথে তুলনা করেছেন।
টল্কোগলিউ সরকার আমার বেঁচে থাকার সব ধরনের রাস্তা ধ্বংস করে দিয়েছিল। আমি যেহেতু ন্যায় বিচার পাই নি, তাই ভাগাড়ে গিয়ে বেঁচে থাকার খাদ্য খোঁজার আগেই প্রতিক্রিয়া হিসেবে নিজেকে শেষ করার এর চেয়ে কোনো ভদ্রোচিত উপায় পেলাম না।
জর্জিও টল্কোগলিউ গ্রিসের সেনা অফিসার ছিলেন। পরে ১৯৪১-১৯৪২ সালে অক্ষ শক্তির অপারেশনের সময় গ্রিসের মিত্র সরকারের প্রথম প্রধানমন্ত্রী হন। যুদ্ধকালীন সরকার এবং বর্তমানের লুকাস পাপাদেমোস সরকারের মধ্যেকার তুলনা হিসেবে এর উল্লেখ এসেছে।
গত গ্রীষ্মে এথেন্সের মেয়র জর্জিও কামিনিসের সিনট্যাগমা স্কোয়ার থেকে বিক্ষোভকারীদের জোর করে উচ্ছেদ করার সিদ্ধান্তকে ব্যঙ্গ করেছেন পেনেলোপডি১০। কেন না, এটা পর্যটকদের কাছে এথেন্সের বাজে ইমেজকে তুলে ধরেছে। পরিহাসচ্ছলে তিনি বলেছেন:
@PenelopeD10: Μη βγάλει κι άλλο φιρμάνι ο Καμίνης “απαγορεύονται οι αυτοκτονίες στο κέντρο γιατί βλάπτουν τον τουρισμό”…
অনেক মানুষ অভিযোগ করেছেন, একজন সাধারণ মানুষের মৃত্যু নিয়ে রাজনৈতিক স্বার্থে অথবা নিজের সুবিধামতো ব্যবহারের চেষ্টা চলছে:
@ডায়ানালিজিয়া: লজ্জাকর! একজন মানুষ যিনি আজ সকালে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক এবং সিস্টেমের প্রতিবাদ করে আত্মহুতি দিলেন, সুবিধাবাদীরা তাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।
@mindstripper: Οι δημοσιογράφοι πανηγυρίζουν, οι πολιτικοί παπαγαλίζουν κι εμείς στις εκλογές θα κάψουμε γι άλλη μία φορά τη χώρα. Καλό ταξίδι στον άνθρωπο
এই হৃদয়বিদারক ঘটনার রাজনৈতিক ব্যাখ্যার বাইরে টুইটার ব্যবহারকারী সার্ক০১ মানুষের বেঁচে একটি সরল সত্য তুলে এনেছেন:
@serk01: κανε ενα βήμα ‘πισω’ και σκέψου τι σημαίνει να αυτοκτονεί ενας ανθρωπος.
এই পোস্ট আমাদের ইউরোপ সমস্যার বিশেষ কভারেজের অংশ