সামাজিক পরিষেবা, শিক্ষা, গবেষণা ও উন্নয়ন, স্বাস্থ্য, নবায়নযোগ্য জ্বালানীতে কর্তন এবং সর্বোপরি শ্রমিকদের চাকুরীচ্যুত করার সুযোগ বাড়িয়ে এবং তাদের অধিকার কমিয়ে মালিকদের সাহায্য করার মাধ্যমে নতুন শ্রম সংস্কারটিতে [স্পানীয় ভাষায়] তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করায় স্পেনের প্রধান ইউনিয়নগুলো দেশটিকে পঙ্গু করে দিয়ে এসব পদক্ষেপগুলো বাস্তবায়ন থেকে সরকারকে বিরত থাকতে বাধ্য করার জন্যে আজ ২৯শে মার্চ সাধারণ ধর্মঘট ডেকেছে ।
অর্ধ কোটিরও বেশি স্প্যানীয়কে কাজের বাইরে রাখা উচ্চমাত্রার বেকারত্বের মুখোমুখি হয়ে সরকার অনিয়মিতকরণের পদক্ষেপ চালু করেছে, যা ইতোমধ্যে আয়ায়ারল্যান্ডে দেখা গিয়েছে কিন্তু প্রতিশ্রুত ফলাফল দিচ্ছে না।
সাম্প্রতিককালে স্পেনের সবচেয়ে বিখ্যাত সামাজিক আন্দোলন [স্প্যনিশ ভাষায়] #১৫এম-এর সাথে যুক্ত গ্রুপগুলোও সাধারণ ধর্মঘটটিকে সমর্থন করছে, যা এটিকে আরো বেশি অন্তর্ভূক্তির [স্পেনীয় ভাষায়] চেহারা দেখিয়ে ইউনিয়নগুলোর সাম্প্রতিক “দরিদ্র ভাবমূর্তি” [স্প্যানিশ ভাষায়] দূর করবে। এই সম্মিলিত শক্তিগুলো ৯৯% ধর্মঘট [স্প্যানিশ ভাষায়] এবং জনগণকে নিজেদের স্ব-সংগঠিত হওয়ার আহবান জানিয়েছে। সমস্ত সংগ্রামের আহ্বানগুলো নিচের সক্রিয় মানচিত্রটিতে [স্প্যানিশ ভাষায়] দেখা যাবে:
সারাদেশে বিদ্যুতের চাহিদা [স্প্যানিশ ভাষায়] সম্পর্কিত উপাত্ত ব্যবহার করে সাধারণ ধর্মঘটটিকে অনুসরণ করা সম্ভব। তত্ত্বটি এরকম যদি চাহিদা কমে যায় তাহলে (ধরে নিতে হবে যে) অংশগ্রহণকারীর সংখ্যা বেশি। একটি ভোগের ধর্মঘটও ডাকা হয়েছিল যেখানে নাগরিকদের ধর্মঘটের দিনে ভোগ না করতে আহবান জানানো হয়েছিল, এটা এমন একটা প্রস্তাব যার সফলতা এবং অংশগ্রহণ আগামী দিনগুলোতে আরো স্পষ্ট হবে। এখানে ভোক্তাদের ধর্মঘটের আহ্বানের [স্প্যানিশ ভাষায়] একটি ভিডিও:
২৯শে মার্চের ধর্মঘটটির প্রথম কয়েক ঘণ্টায় ইতোমধ্যে পিকেটার (যে দলটি কাজের স্থানে কেউ যেন ঢুকতে না পারে সেটা নিশ্চিত করে) ও শ্রমিক, যারা সনাক্ত করতে পারার মতো কোন দৃশ্যমান কোন চিহ্ন পরেনি, তাদের সাথে দাঙ্গা পুলিশের কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখানে আপনারা আন্দালুসীয় সংসদের প্রতিনিধি হোসে আন্তোনিও কাস্ত্রো এই চর্চাটির [স্প্যানিশ ভাষায়] নিন্দাবাদ দেখতে পাবো। :
এই বিকেল এবং সন্ধ্যা বেলা সারাদেশ জুড়ে বিশাল সমাবেশ আহবান করা হয়েছে এবং আমরা দিনটির বিভিন্ন ঘটনা সম্পর্কে তথ্য প্রদান অব্যাহত রাখবো। এছাড়াও আপনারা টুইটারে সাধারণ ধর্মঘটটিকে অনুসরণ করতে পারেন হ্যাশট্যাগ #এনহুয়েলগা ব্যবহার করে।