পুয়ের্টো রিকো: ব্লগার ভ্রান্তিকর বিজ্ঞাপনের রহস্য উন্মোচন করেছে

ফিয়াট গাড়ির সাম্প্রতিক একটা বিজ্ঞাপনে দেখা যায় পুয়ের্টো রিকোর সঙ্গীত শিল্পী আর অভিনেত্রী জেনিফার লোপেজ একটি সাদা ফিয়াট ৫০০ সি চালাচ্ছেন নিউ ইয়র্কের ব্রঙ্কস এর রাস্তায়, যেখানে তিনি জন্মিয়েছেন এবং বড় হয়েছেন। লোপেজ জানিয়েছেন যে তিনি এই এলাকা থেকে এসেছেন আর কিভাবে এই স্থান তাকে উদ্বুদ্ধ করে।

ভিডিওটি ফিয়াটের ইউটিউবের অফিসিয়াল পাতায় দেয়া হয়েছে:

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=mJPCAEkcyqg#!

পুয়ের্টো রিকোর ব্লগার এড মোরালেস একই এলাকায় থাকেন। বিজ্ঞাপন ধারণের সময় তিনি সেখানে ছিলেন এবং ভাবছিলেন যে কোন বিখ্যাত ব্যক্তির দ্বৈত হিসাবে এখানে এক মডেল কাজ করছেন। তিনি তার ‘জেনি এবসেন্ট ফ্রম মাই ব্লক’ শিরোনামে লেখায় এই ব্যাপারে আলোকপাত করেছেন:

“আসলে গাড়িতে বসে থাকা মহিলা এতো বিশেষত্বহীন ছিলেন যে মনে হওয়া সত্ত্বেও যে তিনি মূল ভূমিকা পালন করছেন আমার দৃঢ় ধারনা হচ্ছিল যে তিনি কারো হয়ে কাজ করছেন। কিন্তু কার?”

এড চলচ্চিত্রায়নের ছবিও তুলেছেন যার মধ্যে গাড়ি যখন কাজ করছে না তার ছবিও আছে। টিভিতে বিজ্ঞাপনটা দেখে তিনি বুঝতে পারেন যে এটা সেই বিজ্ঞাপন যার চিত্রায়ন তিনি দেখেছিলেন। তিনি পোস্ট প্রকাশ করে জানিয়েছেন যে লোপেজ ওখানে কখনোই ছিল না। তার ছবিটি আবার পুন: প্রকাশ করেছে দ্যা স্মোকিং গান এবং দ্যা নিউ ইয়র্ক টাইমসে খবরটি ছেপেছে।

নষ্ট হওয়া ফিয়াটে জেনিফার লোপেজকে প্রতিস্থাপনকারী একজন মডেল। (ছবি এড মোরালেস)

নষ্ট হওয়া ফিয়াটে জেনিফার লোপেজকে প্রতিস্থাপনকারী একজন মডেল। (ছবি এড মোরালেস)

পুয়ের্টো রিকোর ডিজিটাল সংবাদ সাইট নোটিসেল মোরালেসের গল্পের ব্যাপারে মন্তব্য করেছে আর জানিয়েছে যে ফিয়াট বাধ্য হয়েছে স্বীকার করতে যে তারা লোপেজের বদলে আর একজনকে ব্যবহার করেছে লোপেজের ব্যস্ত সময়ের সাথে খাপ খাওয়াতে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .