২১ জনুয়ারি ২০১২ থেকে শুরু হওয়া আফ্রিকান কাপ অফ নেশনস (আফকন) নামক ফুটবল প্রতিযোগিতায় এবার যৌথভাবে ইকুয়াটোরিয়াল গিনি এবং গ্যাবনে অনুষ্ঠিত হচ্ছে। যখন তার প্রথম দিনে দুটি খেলার একটিতে জাম্বিয়া, সেনেগালকে পরাজিত করে তখন জাম্বিয়ার নেট নাগিরকরা ফেসবুক এবং টুইটারে এই জয় উদযাপন করতে গিয়ে এক আলোচনার সূত্রপাত ঘটায়। এমনকি তারা সেখানে প্রশ্ন করে “ডেম্বা বা” কে? মূলত সেনেগালের অত্যন্ত আলোচিত খেলোয়াড় “ডেম্বা বা” কে উল্লেখ করে তারা এই কথা উচ্চারণ করে। ডেম্বা বা ইংলিশ প্রিমিয়ার লীগের দল নিউক্যাসেল ইউনাইটেড-এ খেলে থাকেন। বর্তমানে ডেম্বা বা বার্কলেস প্রিমিয়ার লীগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।
এই খেলার আগে জাম্বিয়ানরা #চিপোলোপোলো বা বুলেট নামক হ্যাশট্যাগকে আলোচিত বিষয়ে পরিণত করতে উঠে পড়ে লেগে যায়, যা জাম্বিয়ার জাতীয় দলের ডাক নাম।
@এনদিইয়েলুঙ্ঘ :আসুন #চিপোলোপোলো নামক হ্যাশট্যাগকে আলোচিত বিষয়ে পরিণত করি, @এইটাওয়া_ বোভি@ থা_জয়মান@ জোনেফাম @ স্লাপডি @মিসবাওয়ালা@ এমজে_ওবিকা@ এনডাহোলভু@ চিলুয়ালেম্বা@ ডেকেলবেক
জাম্বিয়ার খেলায় মুগ্ধ হয়ে একজন টুইটারকারী খেলোয়াড়দেরকে এভাবে বর্ণনা করেছে এভাবে:
@ইলফাবিয়ানো : মাঠে জাম্বিয়ার খেলোয়াড়রা অনেক বেশী স্বতঃস্ফূর্ত এবং জায়গা নিয়ে খেলছে, যাদের খেলা গতিশীল এবং বৈচিত্র্যময়। আফ্রিকার ফুটবল এখন এই দিকেই আগাচ্ছে। #এসএসএফকন
একটি রেডিও স্টেশনের করা একটি টুইট সকল সন্দেহের অবসান ঘটিয়েছে:
@আরফনিক্সজাম্বিয়া: দারুণ খেলেছ চিপোলোপোলো। সন্দেহ বাতিক এবং মন্তব্যকারীরা আমাদের কোন সুযোগ দেয়নি। সত্যি আমরা এক অসাধারণ জাতি।
অনেকে বিস্মিত হয়েছিল যে ইপিএল (ইংলিশ প্রিমিয়ার লীগ)-এর ক্লাব নিউক্যাসেলের “ডেম্বা বা”- খেলায় কোথায় হারিয়ে গিয়েছিল, @ কামাটেসো নামক এক টুইটারকারী তার টুইটে এই কথা বলেছে:
@ কামাটেসেও : #কেনসামওয়ানএক্সপ্লেনমিটুহোয়াই কেউ কি আমাকে ব্যাখ্যা করতে পারবে, কেন ‘ডেম্বা বা’ এমনকি গোল শট নিতে পারেনি# জাম্বিয়া? চিপোলোপলো ওয়াইয়া। ফুটবল নামক খেলাটা কেবল মাঠে খেলা হয়, খবরের কাগজে নয়।
আরেকজন টুইটারকারী তার টুইটে গোলসমূহের ইউটিউব ভিডিও পোস্ট করেছে:
@মিসবাওয়ালা: সেনেগেলা ১-২ জাম্বিয়া- গোলগুলো দেখুনঃ youtu.be/TerHEqJc-fY
@মিউইংগাসন জাম্বিয়ার জন্য এক শিরোনাম প্রদানে একটি উদ্ধৃতির পুনরায় ব্যবহার করেছে:
@মিউইংগাসন: “আমাদের মধ্যে কেউ আশা করেনি যে আমরা আজ সেনেগালকে হারাতে পারব কিন্তু আমাদের ইতিহাস তার নিজের পক্ষে কথা বলেছে। আমাদেরকে এভাবে ইতিহাসকে এগিয়ে নিয়ে যেতে হবে। ক্রিস্টোফার কাতোঙ্গো #জাম্বিয়া
জাম্বিয়ার নেট নাগরিকরা ফেসবুকে আরো বেশী নিজেদের ভাবনাকে তুলে ধরেছে
তারা ১১৯৯৩ সালে সেনেগালে ফুটবল খেলতে যাবার সময় গ্যাবনে বিমান দুর্ঘটনায় নিহত জাম্বিয়ার জাতীয় ফুটবল দলের সদস্যদের স্মরণ করেছে, জন জিবা লিখেছে:
চিপোলোপোলো!! এই জয় ১৯৯৩ সালে গ্যাবনে বিপর্যয়ে নিহত এক অসাধারন দলের জন্য! এখন সেরা পুরষ্কারের জন্য এগিয়ে যাও
এঞ্জেলাচিশিম্বা খুব সাধারণ ভাবে তার পোস্টে বিবৃতি প্রদান করেছে:
ডেম্বা কে? এটা হচ্ছে মায়ুকা, যে সেরা…[ ইমানুয়েল মায়ুকা জাম্বিয়ার পক্ষে প্রথম গোল করে]
ডারবান কামবাকি তাঁর পোস্টে বেশ কিছু কৌতুক যুক্ত করেছে:
সকালে উঠে যখন আবিষ্কার করলাম জাম্বিয়া গতরাতে জয় লাভ করেছে । আমি আসলে একটা ভাল ছেলে, আমি সকাল সকাল ঘুমাই, আর শিশুর মত ঘুমিয়েছি যাতে আজ সকালে উঠে বিবিসির সংবাদ শুনতে পারি। পরবর্তী খেলা দেখার জন্য আমি জেগে থাকব।
তবে সকল নেট নাগরিক এই ফলাফলে সন্তুষ্ট ছিল না। যেমন জোশায়া জেরে, তাঁর কাছে মনে হয়েছে জাম্বিয়া এর চেয়ে ভালো ফলাফল করতে পারত এবং খেলোয়াড়দের আরো ভালো ভাবে খেলা দরকার:
আমি মনে করি চিপোলোপোলো তাদের পরিকল্পনা অনুসারে খেলেছে, তবে তারা যে ফলাফল করেছে তা প্রশ্নবিদ্ধ। যদি তাদের পরিকল্পনা অনুসারে ফলাফলকে রূপান্তরিত করতে না পারে, তাহলে প্রশ্ন থেকে যায়, এক সময় মনোযোগ হারিয়ে যাবে। লিবিয়ার বিরুদ্ধে জাম্বিয়ার খেলোয়াড়দের সেনেগালের চেয়ে ভাল কিছু করার সুযোগ আছে, তবে কপার বুলেটদের এই বিষয়টি জানা উচিত, যে উত্তর আফ্রিকার দেশসমূহ বারো জন খেলোয়াড় নিয়ে খেলে, তাদের বারো নাম্বার খেলোয়াড়টি হচ্ছেন মাঠের রেফারি। !
রিচার্ড চান্টার গত বছর মায়ুকাকে নিয়ে তাঁর প্রকাশ করা একটি প্রবন্ধের কথা স্মরণ করেছে:
জাম্বিয়ার খেলোয়াড়রা দারুণ খেলেছ! গত বছরের মার্চ মাসে আপনাদের এই খেলোয়াড়টি সবন্ধে বলেছিলাম, মনে আছে ?
ইমানুয়েল মায়াঙ্কঃ চান্টার লজ লিভিং স্টোন
www.chanters-livingstone.com
জাম্বিয়ার তারকা ফুটবলার ইমানুয়েল মায়ুকা, ইয়াং বয়েজ নামক দলের হয়ে আবার আঘাত হানল, ৯০ মিনিটে করা তার গোল দশ জনের দলে পরিণত হওয়া সেন্ট গ্যালিয়াঙ্কে ২-০ গোলে পরাজিত করে। এই নিয়ে মায়ুকা ঘরোয়া লীগে সাতটি গোল করল…
অন্যরা যেমন, সালালা অলিভার সেপিসো এই জয়ের ক্ষেত্রে এক রহস্যময় সংখ্যাতত্ব আরোপ করেছে। :
একুশ শতকের ১২তম বর্ষের ২১ তারিখে আমরা এই খেলাটি খেলেছি, লুসাকা ওয়েস্ট ২.১ বিলিয়ন –এর খুব আগে নয় এবং ওয়েস্ট আফ্রিকায় আমরা ২-১ গোল করেছি। এই প্রতিযোগিতা শেষ হবে ১২তম তারিখে। এই খেলায় আমরা প্রথম গোল করেছে ১২ মিনিটে এবং দ্বিতীয় গোল করেছি ২১ মিনিটে। হেনরি নাসিলেলে এবং আই জাম্বিয়ার মাধ্যমে পাওয়া।