২০১১ সালের গ্লোবাল ভয়েসেস-এর সর্বাধিক পঠিত পোস্ট সমূহ

এই প্রবন্ধটি গ্লোবাল ভয়েসেস-২০১১ সালতামামীর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

গ্লোবাল ভয়েসেস ২০১১-এ আমাদের ২০ টি সর্বোচ্চ পঠিত পোস্টের মধ্যে জাপানের চারটি, মিশরের তিনটি এবং ফিলিপাইনের উপর লেখা দুটি পোস্ট ছিল। তবে এই দুটির মধ্যে কেবল একটি কাহিনী ছিল অতিকায় এক কুমিরের!

সারা বিশ্বের নাগরিক প্রচার মাধ্যমের জন্য সমৃদ্ধ এবং তা মূল্যায়নের জন্য ছিল এই বছরটি ছিল এক অবিশ্বাস্য বছর। যার মানে হচ্ছে টুইট এবং ব্লগ পোস্টের বিষয়ে সংবাদ প্রদানের ক্ষেত্রে গ্লোবাল ভয়েসেস এখন কেবল আর একা নয়। এখনো, যেখানে মূলধারার প্রচার মাধ্যম যেখানে আগ্রহ প্রকাশ করে না, আমরাই সেখানে ক্রমাগত স্থানীয় ব্লগারদের কাহিনী সংগৃহীত করতে থাকি, যা তাদের সারা বিশ্বকে জানানো প্রয়োজন হয়ে পড়ে।

Self Defence Forces arrive at the scene of the tsunami in Japan. Image by cosmobot, copyright Demotix (13/03/11).

জাপানের সুনামি আক্রান্ত এলাকায় আত্ম সুরক্ষা বাহিনীর আগমন। ছবি কসমোবট-এর। কপিরাইট ডেমোটিক্সের। (১৩/০৩/১১)।

২০১১ সালের আমাদের কিছু গৌরবময় মুহূর্ত কখনোই নীচের সেরা ২০ টি পোস্টের মত প্রতিফলিত। এই বছর অজস্র ভাষা এবং দেশ থেকে আসা সক্রিয় স্বেচ্ছাসেবক লেখকের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে, এবং বছর আমরা কেবল ২,৬০০ টি দীর্ঘ এবং ৬,৩০০ টি সংক্ষিপ্ত ইংরেজী পোস্ট প্রকাশ করেছি।

অনিবার্যভাবে, অনেক প্রবন্ধ বেশী সারা বিশ্ব জুড়ে ঠিক ততটা পাঠকপ্রিয়তা পায়নি, কারণ এগুলো ছিল সেই সমস্ত দেশের কাহিনী ছিল, যে সমস্ত দেশ আন্তর্জাতিক প্রচার মাধ্যমে উপেক্ষিত হয়েছিল। আফ্রিকা, ককেশাস, ম্যাসেডোনিয়া, রুশ ভাষী ইন্টারনেট, ল্যাটিন আমেরিকা, এবং আদিবাসী অধিকার এসব উল্লেখিত কিছু বিষয়ের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছিল। এই সাইটের যদি কোন কিছু আপনার নজর এড়িয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের আঞ্চলিক সম্পাদক এবং লেখকদের ২০১১ সালের উপর অঞ্চল ভিত্তিক পর্যালোচনা পাঠ করুন।

এই বছর আমাদের বিশেষ ভাবে গ্লোবাল ভয়েসেস-এর মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার কর্মীদের নাম উল্লেখ করা প্রয়োজন। বিক্ষোভ, ব্লাকআউট (যাতে সংবাদ প্রকাশ না পায়) , হুমকির মুখেও তারাও এগিয়ে গেছে এবং লিখে গেছে। এখনো অজস্র এ ধরনের রক্তাক্ত দৃশ্য তৈরি হচ্ছে, কিন্তু আমাদের লেখকরা এ সবের মধ্যে দিয়ে আলোচনার জন্য মধ্যে দিয়ে সৃষ্টিশীল কণ্ঠকে এবং দৃষ্টিভঙ্গিকে তুলে ধরেছে। প্রায়শ:ই, তারা স্থানীয় মজাদার ঘটনা এবং প্রেক্ষাপট সবার সামনে তুলে ধরেছে, যা বিদেশ থেকে কোন ধারনা ছাড়া যার প্রশংসা করা কঠিন।

সম্ভবত এই প্রথমবার, চীনের উপর লেখা কোন পোস্ট সেরা ২০ টি পোস্টের তালিকায় স্থান লাভ করতে পারেনি। বিতর্কিত বিষয় নিয়ে ব্লগ করার জন্য বিশেষ করে এটা ছিল দারুণ এক সময়- অন্য অনেক দেশে গ্লোবাল ভয়েসেস-এর লেখকরাও দুর্ভাগ্যজনক-এই অভিজ্ঞতার শিকার হয়েছে। এই বিষয়টি , এই সব কাহিনী, যা স্বাধীন বক্তব্য হিসেবে যে কোন জায়গা থেকে এসেছে, তার প্রতি ভ্রূকুটি, আরো অনেক বেশী মূল্যবান বলে ।

২০১১ সালে, গ্লোবাল ভয়েসেস-এর সর্বাধিক পঠিত প্রবন্ধসমূহ।

  1. মিশর: বিক্ষুব্ধ এক দিনের পরে, নেমে আসা রাত
  2. জাপান: আমরা অ্যাপলের কাছে হেরে যাচ্ছি
  3. থাইল্যান্ডের বিপর্যস্ত বন্যা পরিস্থিতির মানচিত্র ( এবং এই লেখাটিও পড়ুন)
  4. সিরিয়াঃ “গে গার্ল ইন দামেস্ক”-কে আটক করা হয়েছে (এবং এই লেখাটিও পড়ুন)
  5. ফিলিপাইনস: বিবাহ বিচ্ছেদ আইনের বিষয়ে বিতর্ক
  6. জাপান: ফুকুশিমা থেকে টুইট করা
  7. ফিলিপাইনস: লোলং, বিশ্বের সর্ববৃহৎ কুমির
  8. ভারত: ঐশ্বরিয়া রাই-এর অনাগত সন্তান এবং প্রচার মাধ্যমের উন্মাদনা
  9. মিশর: “নিজের স্বাধীনতা প্রকাশ” করার জন্য এক নারীবাদী নিজের নগ্ন ছবি প্রকাশ করেছে।
  10. জাপান: একজনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, বিপর্যয় এবং অলীকিক ঘটনার বর্ণনা
  11. সার্বিয়া: লিবিয়ায় সার্বিয় ভাড়াটে সৈনিকদের সংবাদে প্রতিক্রিয়া।
  12. জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভূমিকম্পের রেকর্ড
  13. মায়ানমার: নতুন পতাকা ও নাম
  14. মেক্সিকো: #অপকার্টেল, অপরিচিতদের থেকে ভয় এবং অনিশ্চয়তার শঙ্কা
  15. আর্জেন্টিনার গীতিকার ফাকুন্ডা কাব্রাল গুয়াতেমালায় খুন হয়েছেন
  16. আফ্রিকা-ফ্রান্স: কে এই নাফিসাতো দিয়ালো? ঘটনার শিকার অথবা ষড়যন্ত্রী?
  17. জাপান: ফুকুশিমায় শঙ্কা
  18. লিবিয়া: খামিস গাদ্দাফি কি আসলেই নিহত?
  19. মিশর: কেএফসি বিপ্লব
  20. স্পেন: হাজার হাজার জনতা রাস্তায় নেমে এসেছে

আমাদের সবচেয়ে দেখা বিশেষ পাতাগুলো ছিল:

  1. মিশর বিপ্লব ২০১১
  2. জাপানের ভূমিকম্প ২০১১
  3. বাহারাইন বিক্ষোভ ২০১১
  4. লিবিয়া গণজাগরণ
  5. তিউনিশিয়া বিপ্লব২০১১

২০১১ সালে বিশ্ব, নাগরিক প্রচার মাধ্যমের রূপান্তরিত ক্ষমতা সম্বন্ধে জেনেছে। আমরা বিশ্বাস করি যে বৈশ্বিক পরিমাপে কোন জেগে উঠতে থাকা কণ্ঠস্বরসমূহকে সমর্থন করার একটা উপায় হচ্ছে তাদের কথা শোনা। গ্লোবাল ভয়েসেস-এ প্রকাশিত লেখা সমূহ পড়ার জন্য ধন্যবাদ! এবং দয়া করে কিছু অর্থ দান করে আমাদের সমর্থন করার কথা বিবেচনা করুন।

এই প্রবন্ধটি গ্লোবাল ভয়েসেস-২০১১ সালতামামীর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .