স্পেনঃ সাংবাদিক গ্রেফতার এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে

স্পেনের ১৫এম আন্দোলন যা আরো গণতান্ত্রিক পদ্ধতির দাবীতে হাজার হাজার মানুষকে রাস্তায় নিয়ে এসেছে, সেটি এক নতুন মাত্রা লাভ করেছে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ২ আগস্টের পর থেকে আর কোন বিক্ষোভ প্রদর্শন করতে দেবে না এবং এরপর তারা একত্রিত হওয়ার পথ বন্ধ করার মধ্য দিয়ে বিক্ষোভ প্রদর্শন বন্ধের চেষ্টা করে। নাগরিকরা যাতে উন্মুক্ত স্থানে জমায়েত না হতে পারে সে জন্য তারা উন্মুক্ত স্থান বন্ধ করে দিয়েছিল এবং গণ জমায়েতের উপর পুলিশ হামলা চালিয়েছিল।

৪ আগস্ট-এ মাদ্রিদের প্রধান কেন্দ্রে পুয়ের্টা দেল সোল-এ, এক সমাবেশের আয়োজন করা হয়েছিল, এই এলাকাটি হচ্ছে বিক্ষোভের কেন্দ্র। কিন্তু ২ আগস্ট থেকে এই এলাকায় কোন ধরনের বিক্ষোভ সমাবেশ করা নিষিদ্ধ করা হয়েছে। পাতাল রেল এবং কমিউটার ট্রেন যে গুলো সাধারণত পুয়ের্টা দেল সোল-এ থামত, সেগুলোকে এই দিনে উক্ত স্টেশনে না থামার আদেশ প্রদান করা হয়েছিল এবং সংখ্যায় প্রচুর পুলিশের উপস্থিতির মধ্যে দিয়ে নিশ্চিত করা হয়েছিল যে ১৫ এম নামক আন্দোলনের কর্মীরা যেন সেখানে সমাবেত না হতে পারে। হটাৎ করে টুইটার এতে এক ধরনের প্রতিক্রিয়ায় ভরে যায়:

@alberarce Dice @RTVE “indignados buscan la manera de llegar a la Puerta del Sol, defendida por la policía”¿defendida de qué? #plazatomada #periodismo

@আলবেরারেসে, স্প্যানিশ টিভি বলছে “বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শনের প্রাণকেন্দ্রে পৌছার চেষ্টা করছে, পুলিশ যা রক্ষা করছে”। কার কাছ থেকে এটিকে “রক্ষা” করছে?#প্লাজাতোমাদো#পেরিওদিসমো

উৎস: জিএলবি

সে দিনে, ধীরে ধীরে উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে এবং তার পরের দিন পর্যন্ত তা বজায় থাকে, যখন বিক্ষোভকারীরা মাদ্রিদের পাসেও দে লা ক্যাস্টেলানা নামক এলাকায় সমবেত হয়। সে সময় এই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল এবং পুলিশ বিক্ষোভকারীদের উপর চড়াও হয়। এই ভিডিও যা ইন্টারনেটে ব্যাপকভাবে প্রদর্শিত হয়েছে, সেটি প্রদর্শন করছে যে সাংবাদিক গোরকা রামোস (যে কিনা স্প্যানিশ সংবাদপত্র সাইট লা ইনফরমাসিওন-এ কর্মরত রয়েছেন) যখন এই ঘটনার সংবাদ টুইট করছিলেন তখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং এর পর পর পুলিশ তাঁকে প্রহার করে (ভিডিওতে ঠিক ৮ মিনিটের সময় তা ধরা পড়ে)। পুলিশের ভাষ্যমতে, পুলিশ কর্মকর্তাকে অপমান এবং তাদের মুখে থু থু ছোঁড়ার দায়ে রামোসকে অপমান করেছে।

.

রামোসের গ্রেফতারের ঘটনায় সকল সামাজিক প্রচার মাধ্যমে জ্বলে উঠে, বিশেষ করে টুইটার, যেখানে #পেরিওডিসটাডেটিনিডো (সাংবাদিক গ্রেফতার) এক আলোচিত বিষয়ে পরিণত হয়।

@phumano VIDEO Fría agresión policial al #periodistadetenido por estar mirando la carga, minuto 8. #15M bit.ly/nE39h1 #madridsinmiedo) #15M bit.ly/nE39h1

@ফুমানো, ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ সাংবাদিকের উপর হামলা চালাচ্ছে। যখন সে ঘটনাটি দেখছিল, সে সময় তাকে গ্রেফতার করা হয় (ঠিক ৮ মিনিটের সময়) #15M bit.ly/nE39h1, #মাদ্রিদসিনমেইদো
@bimbacha @ojomagico Las imágenes hablan solas, Carlos. A denunciar y a no parar hasta que le den la razón #periodistadetenido
@বিম্বাচা @অজাম্যাজিকো, ছবি শব্দের চেয়ে জোরে কথা বলে, কার্লোস। তাদের প্রতি নিন্দা জানাই এবং এটা ঠিক হবার আগে কেউ থেমো না।##পেরিওডিসটাডেটিনিডো
@mtascon Para inquietar al gobierno solo hay q ponerse en una esquina tranquilo a tuitear #periodistadetenido
@এমটাস্কো, সরকারকে বিরক্ত করার জন্য আপনাদের সকলকে যা করতে হবে তা হচ্ছে এক কোনায় বসে থেকে টুইট করতে থাকা।

যখন একদিকে এই গ্রেফতারের ঘটনা বেশিরভাগ স্প্যানিশ প্রচার মধ্যম প্রকাশ করেনি, তখন অপরদিকে বেশিরভাগ আন্তর্জাতিক প্রচার মাধ্যম যেমন গার্ডিয়ান, সিবিএস, ফরবেস এবং এ্যাসোসিয়েট প্রেস তা প্রকাশ করেছে।

বিখ্যাত ব্লগার লা পুলগা ইয়া লা লোকোমোটোরা এক উন্মুক্ত চিঠি প্রদর্শন করেছে [স্প্যনিশ ভাষায়] । এটি তিনি ৫ আগস্টে প্রকাশ করেন। যে অভূতপূর্ব উপায়ে স্প্যানিশ সরকার সমবেত হওয়ার প্রচেষ্টা বানচাল করে দেয়, এই চিঠিতে তিনি সে বিষয়ে সরকারে কাছে প্রশ্ন করেছেন:

Supongo que son conscientes de que se están vulnerando ciertos derechos fundamentales de los ciudadanos, el más evidente el de Libre Circulación, pero también el de Reunión y el derecho a la Libertad de Expresión.

আমি মনে করি যে আপনারা এই বিষয়ে সচেতন যে এই কারণে মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে, যার মধ্যে বিনা বাঁধায় চলাফেরার অধিকার, একত্রিত হওয়া এবং বাক স্বাধীনতা রয়েছে। আপনারা কি এর আইনগত দিক ভেবে দেখেছেন?

এই চিঠিতে এটিও উল্লেখ করা ছিল যে এই আন্দোলনকে সীমাবদ্ধ করা এবং পুলিশের উপস্থিতি সম্বন্ধে অনেক নাগরিক কোন বিষয়টিকে প্রকৃত কারণ বলে বিবেচিত করে:

Veo bastante más relación con la próxima visita del Papa Benedicto, la verdad, y debería preguntarle sobre ello, pero sé que un estado laico nunca aceptará públicamente el hecho de que está actuando bajo petición de la Iglesia Católica.

দৃশ্যত কিছুদিনের মধ্যে এখানে পোপের আগমন ঘটতে যাচ্ছে আর এই বিষয়টি তার সাথে সম্পৃক্ত ( মাদ্রিদের ক্যাথলিক তরুণদের এক অনুষ্ঠানে যোগদানের জন্য এখানে পোপের আগমনের কথা রয়েছে) এবং আমি আপনাদের এই বিষয়টি নিশ্চিত করতে চাই। যদিও আমি জানি যে একটি নুয়ে পড়া রাষ্ট্র কখনো জন সম্মুখে স্বীকার করে না যে তারা ক্যাথলিক চার্চের অনুরোধে এই কাজ করেছে।

কয়েকজন ব্যবহারকারী এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা বর্তমান এই ঘটনাটিকে নাগরিকদের বিভাজনের প্রচেষ্টা হিসেবে বিবেচনা করছে। ব্লগার আলবার্টো ভিজকানিওর মতে [স্প্যানিশ ভাষায়]:

El poder lo sabe y empieza a gestionar el 15 M: enfrentando ciudadanos contra ciudadanos. Ya tenemos a partidos llamando a la división: “católicos contra indignados”. Como si fuese incompatible ser católico o militar en un partido con estar indignado y querer mejorar el sistema en el que vivimos.

তারা জানে কিভাবে ১৫ এম আন্দোলনকে দমন করতে হয়। তারা নাগরিকদের একে অন্যের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। ইতোমধ্যে আমরা রাজনৈতিক দল সমূহকে পেয়ে গেছি যারা এই বিভাজনকে উল্লেখ করেছেঃ বিক্ষুব্ধ জনতা বনাম ক্যাথলিক সম্প্রদায়। যেন এমন যে, একজন ক্যাথলিক হওয়া এবং পদ্ধতিগুলো উন্নত করতে চাওয়ার মধ্যে দিয়ে আমরা যেন পরস্পর বিপরীত এক জগতে বাস করি।

সরকারের প্রতিনিধিরা (স্পেনের শাসক দল স্প্যানিশ সোশালিস্ট ওয়ার্কাস পার্টি, নামের প্রথম অক্ষরগুলো দিয়ে যাকে পিওএসই বা পজ নামে ডাকা হয় ) সম্প্রতি নিশ্চিত করেছে যে [স্প্যানিশ ভাষায়] মাদ্রিদের নগর পরিষদ তাদের উপর চাপ প্রয়োগ করেছে ( মাদ্রিদ নগর পরিষদ নিয়ন্ত্রণ করে ডান-পন্থী পিপলস পার্টি) যেন পোপের আগমনের প্রাক্কালে উন্মুক্ত স্থানে বিক্ষোভ অনুষ্ঠান বন্ধ রাখা হয়। ৫ আগস্ট তারিখে মনে হয়েছে কর্তৃপক্ষ তদের চিন্তা পাল্টে ফেলেছে। সল থেকে পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয় [স্প্যানিশ ভাষায়] এবং চলাচলের উপর যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল তা সরিয়ে নেওয়া হয়। বিক্ষোভ এখন আগের যে কোন সময়ের চেয়ে তীব্র আকার ধারণ করেছে, মনে হচ্ছে এই ঘটনা চলতেই থাকবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .