জাপান: টোকিওতে ভূমিকম্পের পরে

এই পোস্টটি ২০১১ সালে জাপানে ভূমিকম্প নিয়ে আমাদের বিশেষ কাভারেজের অংশ।

১১ই মার্চ ২০১১ শুক্রবার জাপানের স্থানীয় সময় ২:৪৬:২৩ এ ৮.৯ মাপের একটি ভূমিকম্প আঘাত হানে যা দেশটির স্মরণকালে সবচেয়ে বড় মাপের ভূমিকম্প

ভূমিকম্প হবার পর পাঁচ ঘন্টা হয়ে গেছে এবং অনেক টোকিওবাসী এখনও পায়ে হেটে বাসায় যাবার চেষ্টা করছে। পুরো ট্রেন সিস্টেম সারাদিনের জন্যে বন্ধ হয়ে গেছে।

@Kenji_Hall (কেনজি হল):

অন্য সবার মত এখনও হাটছি। ট্রেন চলছে না। ট্যাক্সি লোকে ভর্তি। বাস স্টপে লম্বা লাইন। আমি উত্তরের দিকে যাব। কিন্তু টোকিওতে আটকে আছি। #quake12

বাসের জন্যে লাইন: ছবি তুলেছে @durf (ডার্ফ)

টুইটার ব্যবহারকারি @oohamazaki (উহামাজাকি) টোকিওতে আশ্রয়স্থলগুলোর সম্ভাব্য স্থান নিয়ে একটি গুগল ম্যাপ তৈরি করেছে।


より大きな地図で 東京都内避難場所 を表示

সুর্য ডুবছে এবং হোটেল, স্কুল, রেস্তোঁরা এবং অন্যান্যরা তাদের দরজা খুলে দিচ্ছে।

@tsuyoshi_ide (শুয়োসি ইডে):

【拡散希望】 新宿南口の文化服装学院が、非常食と宿泊受け入れ準備中です! #jishin #jisin #shinjyuku

শিনজুকুর দক্ষিণের গেটের কাছে বুন্কা ফ্যাশন কলেজ এ খাবার পাওয়া যাচ্ছে এবং রাতে তারা থাকতে দেবে।

@gmsq (জিএমএসকিউ):

【拡散希望】立教大学は一晩中教室を開放することを決定しました!宿泊可能です! 大学関係者以外の方ももちろん利用可能なので、お困りの方は立教大学までいらして下さい!僕宛にリプライいただければ、なにかお困りの際はお手伝いします! #rikkyo_raise

অনুগ্রহ করে খবরটি ছড়িয়ে দিন! রিক্কিও বিশ্ববিদ্যালয় তাদের সকল ক্লাশরুম রাতের জন্যে খুলে দিচ্ছে। কারও সাহায্য লাগলে আমাকে জানাবেন।

ছবি গ্লোবাল ভয়েসেস এর জাপানী ভাষা সহ-সম্পাদিকা স্কিলা আলেচ্চির সৌজন্যে:

এই পোস্টটি ২০১১ সালে জাপানে ভূমিকম্প নিয়ে আমাদের বিশেষ কাভারেজের অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .