আলেক্সি নাভালনি রাশিয়ার অন্যতম প্রভাবশালি এক দূর্নীতি-বিরোধী ব্লগার। তিনি টুইট করেছেন [রুশ ভাষায়] যে, সম্প্রতি তার জিমেইল একাউন্ট হ্যাক হয়ে যায়। যখন নাভালনি রাশিয়ার অন্যতম এক প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আনে, তারপরেই এই ঘটনা ঘটে। তবে জিমেইল দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং ১৫ মিনিটের মধ্যে একাউন্ট ফিরিয়ে দেয় [রুশ ভাষায়] তার আসল মালিককে।