জিনা লাইবেরিয়ার ধর্ষণ আদালত নিয়ে লিখছেন: “আগামী ফেব্রুয়ারী এই কোর্টের দুই বছর হবে এবং এটি প্রতিষ্ঠিত করা হয়েছিল দেশটিতে ধর্ষণের “মড়ক” লাগার কারনে। লাইবেরিয়াতে যুদ্ধপরবর্তী ধর্ষণের ঘটনাগুলো অনেক উচু হারের ছিল এবং অধিকাংশ ভুক্তভোগীরাই হচ্ছে যুবতী নারী”।