বাংলাদেশ ওয়াচডগ জানাচ্ছে যে বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে পাটের তন্তু দিয়ে তৈরি একটি ‘পরিবেশবান্ধব’ ডুবে যাবে না এমন নৌকা ফ্রান্সের দক্ষিণের লা চিওতাতের উপকূলে এসে পৌঁছেছে আট মাস পরে। এই ভ্রমণের উদ্দেশ্য ছিল বাংলাদেশের জেলেরা আবহাওয়ার উষ্ণায়নের জন্যে কি সমস্যার মোকাবেলা করছে তা খুঁজে বের করা।