ফরাসী ভাষাভাষী দেশসমূহ: ভাল মদের মত সময়ের সাথে টুইটারের অভিজ্ঞতা সমৃদ্ধ হয়

ফরাসী ভাষার সামাজিক মিডিয়া অঙ্গনে #jesuisvieux (জো সুই ভিউঁ – আমি বৃদ্ধ) নামক স্মৃতি রোমন্থনকারী হ্যাশট্যাগটির খুব চল হয়েছে। গত ২৬শে জুলাই থেকে টুইটার ব্যবহারকারীরা পূর্বের স্মৃতি ঘেটে তাদের ছেলেবেলার কোন ঘটনা স্মরণ করছে #jesuisvieux (আমি বুড়ো হয়েছি – পুরুষ) বা #jesuisvieille (আমি বুড়ো হয়েছি – মহিলা) ট্যাগ সহযোগে।

এই হ্যাশট্যাগ সম্বলিত পোস্টগুলো ছিল প্রায়শ:ই খুব মজার, অনেক সময় সুন্দর সব রোমন্থন তথ্য প্রযুক্তির বিবর্তনকেও সুন্দরভাবে তুলে ধরে। এটি এখনও অস্পষ্ট যে গত ১৫ই জুলাই নিউইয়র্ক টাইমসে প্রকাশিত রিপোর্ট “ফরাসী কায়দায় বুড়ো হওয়া” এর সাথে এই টুইটার বার্তা গুলোর সম্পর্ক আছে কি না, তবে বুড়ো হবার ব্যাপারটি ফরাসী ভাষী অনেকেরই মাথায় আছে এবং এ নিয়ে খোলামেলা কথা বলতে তাদের দ্বিধা নেই।

কয়েকটি সংবাদপত্র এই মন্তব্যগুলোর মধ্যে সেরাগুলো সংগ্রহ করে প্রকাশ করেছে। এখানে রয়েছে লো'এক্সপেস.এফআর এ প্রকাশিত কলিন বেরার্ড এর একটি আর্টিকেল “টু্টার বুড়ো লোকের জন্যে” আর বেলজিয়ান সংবাদপত্র লো সোয়া কাভার ইট লাইভ প্লাটফর্মে একটি লাইভ ব্লগিং সেশনের আয়োজন করেছিল #Jesuisvieux হ্যাশট্যাগ সম্পর্কে আলোচনার জন্যে।

#Jesuistropvieux হ্যাশট্যাগের মানচিত্র Trendsmap.com এর সৌজন্যে

Hashtags.org (হ্যাশট্যাগস.অর্গ) অনুসারে, ২৭শে জুলাই #jesuisvieux (জো সুই ভিউঁ) হ্যাশ ট্যাগটি সারা বিশ্বের ০.০৩% টুইট বার্তায় ছিল

এখানে আমাদের নজরে আসা কয়েকটি উল্লেখযোগ্য টুইট বার্তা রয়েছে:

কানাডার মন্ট্রিলের From @জোসেলিনরবার্ট বলেছেন:

On ne brimait pas nos élans sexuels avec la menace des ITS mais avec la menace de l'enfer #jesuisvieille

আমরা আমাদের যৌন আকাঙ্খা সংক্রামক রোগের ভয়ে কমাইনি বরং দোজখে যাবার ভয়ে #আমি বৃদ্ধ

পিয়েখ কোতে:

J'ai surfé sur le WWW en utilisant NETSCAPE #jesuisvieux

আমি একদা নেটস্কেপ দিয়ে ওয়েবে যেতাম।

সেনেগাল এবং নেদারল্যান্ডসের দি হেগ থেকে অ্যানা গুয়ে:

#jesuisvieux il y avait des 1ères classes dans le métro #jesuisvieille

তখন মেট্রোতে প্রথম শ্রেণীর সিট ছিল।

তিউনিশিয়া থেকে স্লিম৪০৪:

Le 7 nov. 1987 j'étais content. Mon père m'a dit : “tu va pas à l'école aujourd'hui, on ne sait jamais” #jesuisvieux

আমার বাবা ১৯৮৭ সালের ৭ই নভেম্বর বলেছিলেন: “তুমি আজ ক্লাসে যাবে না, যে কোন কিছু ঘটতে পারে।”

@ব্রেভপ্যাট্রি:

J'ai vu des ministres démissionner quand ils étaient mis en cause dans des affaires. #jesuisvieux

যখন কেলেঙ্কারি উন্মোচিত হত তখন মন্ত্রীরা আসলেই পদত্যাগ করত।

নেসেসেপা:

J'ai été amoureuse d'Albator #jesuisvieille http://youtu.be/SpE9Yo9dmIo

বরিস:

Je me souviens avoir vu la comète de Halley #jesuisvieux

আমার হ্যালির ধূমকেতু দেখার কথা মনে আছে

সোফিদুরোচার:

Dans ma jeunesse, il n'y avait pas Internet pour que des anonymes qui n'ont pas de vie déversent leur haine et leur mépris. #jesuisvieille

আমি যখন কিশোরী ছিলাম তখন অসামাজিক লোকেরা তাদের ঘৃণা এবং গালাগালি প্রকাশের সুযোগ পেত না।

দুগমো:

Voler des 33 tours, c'était quand même plus héroïque que télécharger #jesuisvieux

গানের এলপি রেকর্ড চুরি করতে (বেআইনী) গান ডাউনলোড করা থেকে অনেক সাহস লাগত

ক্রিস্টালিনএম৯:

J'ai déjà imprimer un travail de Cégep sur une imprimante a ruban de Commodore 64 a @tremblay96 #jesuisvieux

আমি কমোডর ৬৪ প্রিন্টারের মাধ্যমে একটি প্রিন্ট নিয়েছিলাম।

ফাস্টক্লেমি:

on est tous le vieux de quelqu'un #jesuisvieux

আমরা সবাই কারও চেয়ে প্রাচীণ।

সবশেষে লিওনেল বলেছেন যে এই মিম এর সবচেয়ে সরব অংশগ্রহণকারী হচ্ছেন গ্লোবাল ভয়েসেস এর অ্যানা গুয়ে:

লিওনেল চোলেট:

L'une des toutes meilleures séries #jesuisvieux #jesuisvieille, au niveau mondial, est, sans conteste, celle d’@annagueye http://is.gd/dN00B

বিশ্বব্যাপী #jesuisvieux #jesuisvieille সিরিজের অন্যতম সরব অংশগ্রহণকারী কোন সন্দেহ ব্যতিরেকেই @অ্যানা গুয়ে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .