আপনি যদি ইউরোপে বসবাস করেন এবং আপনার বয়স যদি ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হয়ে থাকে এবং একাধিক ভাষায় কথা বলতে পারেন, তাহলে আপনি একটি স্বল্পদৈর্ঘ্য ভিডিও পাঠাতে পারেন একটি অনলাইন ভিডিও প্রতিযোগিতায়। আপনিও জয় করতে পারেন একটি বহুদেশীয় চলচ্চিত্র তৈরীর ইউনিটে আপনার যায়গা যেটি ফিনল্যান্ডের দ্বীপ টুর্কুতে কাজ করবে।
১৮ জন সেরা প্রতিযোগী ‘বহুভাষীরা – টুর্কুর পথে’ নামক চলচ্চিত্রের ইউনিটে যোগ দেবে যার সাথে থাকবে একটি ‘সিনে -জাহাজে’ ২ সপ্তাহব্যাপী একটি চলচ্চিত্র তৈরি সংক্রান্ত কোর্সে অংশগ্রহনের সুযোগ। এসবই অনুষ্ঠিত হবে ২০১১ সালের জুন মাসে ফিনল্যান্ডের টুর্কু আর আলান্ড দ্বীপে।
এই প্রতিযোগিতার আয়োজন করেছের নিসি মাসা এবং প্রতিযোগীতার ওয়েবসাইটে তারা ব্যাখ্যা করেছে কোন দুই ধরণের ভিডিও তারা আশা করছে যা আগামী ১৫ই ডিসেম্বর ২০১০ এর মধ্যে জমা দিতে হবে:
ভিডিও পোট্রেট (আমার বহুভাষী জীবন সম্পর্কে ডকুমেন্টারি) - আপনি কি ভিন্ন ভাষা বলেন নিয়মিত? আপনার বহুভাষী পরিবেশকে বর্ণনা করুন আর জানান কিভাবে এটি আপনার ব্যক্তিত্বকে প্রভাবিত করছে।
ভিডিও কবিতা (আমি যে ভাষায় স্বপ্ন দেখি তা নিয়ে একটি নাট্য) – এই অডিওভিজুয়াল মাধ্যম ব্যবহার করে আপনার শৈল্পিক সম্ভাবনাকে প্রস্ফুটিত করুন। আপনার ভাষা নিয়ে মৌলিক এবং নতুন ধারণাকে ব্যক্ত করুন।
প্রতিযোগীদের অবশ্যই ইউরোপে বসবাসরত নাগরিক হতে হবে (ইউরোপিয়ান ইউনিয়নের ভেতর বা বাইরে) এবং বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। ভিডিওর দৈর্ঘ হবে সর্বোচ্চ ৫ মিনিট এবং ১ জানুয়ারী ২০০৮ এর পরবর্তী প্রযোজনাগুলো গণ্য করা হবে।
বিজয়ী ভিডিওগুলোকে টুর্কু শহরে দেখানো হবে ইউরোপের সাংস্কৃতিক রাজধানী হিসেবে একে অভিষিক্ত করার উৎসবে। এর পরে এই স্বল্প দৈর্ঘ্য ভিডিওগুলোকে একটি ডিভিডিতে প্রকাশ করা হবে এবং ইউরোপের নান স্থানে দেখানো হবে।
সব ভিডিও এই প্রতিযোগিতার ভিমিও গ্রুপে আপলোড করা হবে। এখন পর্যন্ত তিনটি ভিডিও আপলোড করা হয়েছে: বাবল অ্যাফেয়ার, এন্ডলেস ক্রাইএবং দ্যা হুইসেল, যা নীচে দেখা যাবে: