ফিলিপাইন্স: ইন্টারনেট ক্যাফের হার্ড ডিস্ক নিবন্ধন

ফিলিপিনো অপ্টিকাল মিডিয়া বোর্ড (ওএমবি) সম্প্রতি প্রস্তাব করেছে যে ইন্টারনেট ক্যাফে চালকদের তাদের কম্পিউটারের হার্ড ডিস্ক নিবন্ধন করতে হবে। ওএমবি অনুসারে, হার্ড ডিস্কের চৌম্বক যন্ত্রাংশ এটাকে অপ্টিকাল মিডিয়া অ্যাক্ট ২০০৩ অনুসারে ওএমবির নিয়ন্ত্রণাধীন করেছে।

ফিলিপিনো ইন্টারনেট ক্যাফে মালিকদের সঙ্ঘ হার্ড ডিস্ক নিবন্ধনের ব্যাপারে আপত্তি জানিয়েছেন এই বলে যে এটি “সমগ্রভাবে আইটি ব্যবসাকে বরফ যুগে ফিরিয়ে নিয়ে যাবে।“

জেসি জন সেসে চুনেতা, আজরাইল'স মেরিল্যান্ড ব্লগে মতামত জানিয়েছেন যে এই প্রস্তাবটা বোকার মতো এবং জাতীয় নির্বাচনে প্রযুক্তি- শিক্ষিত রাজনীতিবিদদের প্রয়োজনীয়তার কথা উঠিয়েছেন:

এটা আমাদের এটা দেখার প্রয়োজনীয়তা দেখায় প্রার্থীদের মধ্যে কারা প্রযুক্তি আর নেট সচেতন, যাতে তাদের আমরা ভোট দিতে পারি। এটা চেইন- প্রতিক্রিয়ার মতো, আমরা যদি প্রযুক্তি আর নেট সচেতন না এমন কারো জন্য ভোট করি, যেসব পদে তাদের নিয়োগ দেয়া হবে সেখানে আরো বেশী প্রযুক্তি আর নেট সচেতন বিহীন লোক থাকবে।

একই সাথে কা_ফ্রেদো এই প্রস্তাবের সমালোচনা করে বলেছেন এটি সরকারের আর একটা অর্থ উপার্জনের পরিকল্পনা:

আমাদের সম্মানিত প্রযুক্তি রহিত রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্তরা আর একটা অসম্পূর্ণ নীতি তৈরি করেছেন। এটি তাদের আর এক ধরন ছোট ক্যাফে মালিকদের দোহন করার। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তারা দুর্নীতিদুষ্ট আয়ের সম্ভাবনা সৃষ্টি করছেন।

ফিলিপিনো সাংসদ আর গ্লোবাল ভয়েসেস আঞ্চলিক সম্পাদক মং পালাতিনো সাবধান করেছেন যে এই প্রস্তাব “মানুষের একান্ততার অধিকার আর বেআইনি খোঁজ আর দখলের বিরুদ্ধে অধিকারকে খর্ব করতে পারে।“

“এই ধারনা যে ওএমবি ব্যক্তিগত মালিকানাধীন হার্ড ড্রাইভের নাগাল পাবে তা সংবিধানের পরিষ্কার লঙ্ঘন। এটা যেন আপনার আলমারি সরকারের নজরদারির জন্য উন্মুক্ত করে দেয়া,” বলেছেন পালাতিনো

ওএমবি যে সমগ্র হার্ডডিস্ক দেখতে পারে, এর ফলে সবার ব্যক্তিগত ফাইল উন্মুক্ত হয়ে পড়বে, পালাতিনো বলেছেন।


ঔনিং আ ক্যাফের
জন্য এই প্রস্তাব আরো প্রশ্ন তুলেছে:

যারা তাদের ই-ক্যাফে ব্যবসায় সিডি আর ডিভিডি রাইটার ব্যবহার করছেন, সেটার ওএমবির সাথে নিবন্ধন করা একটা বড় ঝামেলা কারন এটা কেবলমাত্র তাদের কুইজোন সিটি, মেট্রো ম্যানিলার অফিসেই করা যাবে। আমি ভাবছি হার্ড ডিস্কের নিবন্ধন কিভাবে হবে? আমার আর একটা প্রশ্ন হল যে এই আদেশের ফলে কেবলমাত্র ই-ক্যাফে দের তাদের হার্ড ডিস্ক নিবন্ধন করতে হবে? অন্যান্য অফিস আর ব্যবসা প্রতিষ্ঠানের কি হবে – যারা হার্ড ডিস্ক সহ কম্পিউটার ব্যবহার করেন?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .