পোল্যান্ড: উপহার হিসেবে ‘কালো ফিতা’ প্রদানের সুযোগ তৈরি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা

এ সপ্তাহে পোল্যান্ডের ইন্টারনেট বেশিরভাগ আলোচনার ধারা শনিবারে রাশিয়ায় পোল্যান্ডের বিমান দুর্ঘটনা নিয়ে হয়েছে। পোল্যান্ডের বুকমার্কিং ইঞ্জিন ওয়াইকপের (বুকমার্কিং ইঞ্জিন; প্রিয় সাইটগুলোকে চিহ্নিত ও লিপিবদ্ধ করার জায়গা বা ইঞ্জিন) আলোচনার বোর্ডে বহুল আলোচিত এক বিষয় ছিল [পোলিশ ভাষায়] নতুন এক প্রতীক উপহারের সুযোগ, যা নাসজা-ক্লাসা নামক সামাজিক যোগাযোগ মাধ্যম (সোশাল নেটওয়ার্ক) চালু করে: ‘কালো ফিতা ধারণ'।

উদাহরণ হিসেবে ওয়েবপাতার ছবি [স্ক্রীনশট] তুলে ধরা হল, যা প্রকৃতপক্ষে ওয়াইফ্রগে পোস্ট করা হয়েছিল, ইতোমধ্যে প্রায় ৮০,০০০ হাজার বার এটি দেখা হয়েছে:

“তাদের উচ্চাশার কারণে নাসজা-ক্লাসাকে অভিনন্দন”

“তাদের উচ্চাশার কারণে নাসজা-ক্লাসাকে অভিনন্দন”

এছাড়াও এই বেদনাদায়ক ঘটনার তাজা সংবাদ প্রদান করার জন্য নাসজা-ক্লাসা একটি পাতা (একাউন্ট )তৈরি করেছে [পোলিশ ভাষায়]

“স্মোলেনেস্কে যে বিপর্যয় ঘটেছে সে সমন্ধে তথ্য প্রদান”

“স্মোলেনেস্কে যে বিপর্যয় ঘটেছে সে সমন্ধে তথ্য প্রদান”


তবে তাদের এই কাজ, জনতার মাঝে নানা ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এইসব প্রতিক্রিয়ার বেশিরভাগই ছিল নেতিবাচক।

মাজাকের প্রতিক্রিয়া ছিল বেশ কঠোর [পোলিশ]:

পুলিশের এই বিষয়টি দেখা উচিত এবং এই আহাম্মক পোর্টাল বা তথ্য বাতায়ন বন্ধ করে দেওয়া উচিত।

টমাজমাজোউসকি এই পরিবর্তনের বাণিজ্যিক স্বভাবের দিকটির কথা উল্লেখ করছেন [পোলিশ ভাষায়]:

কেবল অর্থ উপার্জন, এর বাইরে এর সবকিছু অর্থহীন, […] যে ভাবে হোক না কেন…কেবল টাকা উপার্জন করার জন্য, এর একটি বড় অংশ।

সাজিকাগো এই ভাবনার সমালোচনা করেছেন [পোলিশ ভাষায়]:

আমি আগেও এটা দেখেছি। নাসজা-ক্লাসার ওয়েব পাতার দেখাশোনার দায়িত্বে যারা [এডমিনিস্ট্রটর], তারা অনেক দুর পর্যন্ত গিয়েছে। এবং তারা কালো ফিতার সাথে পাতাটিকে উপস্থাপন করেছে- এটি এক অতীব বাজে কাজ। টাকা উপার্জনের জন্য এমন এক বিষয় নিয়ে তারা এ কাজ করলো যাকে জাতীয় বিপর্যয় বলে অভিহিত করা যায়। আমি আশা করি এর মূল্য তাদের প্রদান করতে হবে। এটা নিছকই একটা রসিকতা।

গ্র্রুবিকোসিয়াল বর্ণনা করেছেন [পোলিশ ভাষায়]:

এর রক্ষণাবেক্ষণকারীরা [এডমিনিস্ট্রেটর] অনেক দুর গিয়েছে, তবে এর ব্যবহারকারীরাও তাদের চেয়ে তেমন উত্তম কিছু নয়। এক লক্ষ ফিতা ও মোমবাতি, কোন কারণে আপনাদের এই সকল জিনিসের প্রয়োজন? আপনারা কি বিশ্বকে দেখাতে চান আপনারা কতটা দুঃখিত? ব্যাপারটা বেদনাদায়ক।

ডুলেকের মত আরো অনেকে তাজা সংবাদ প্রদান করার মত পাতা তৈরির ক্ষেত্রে কোন কিছু মনে করেন না, তারপরেও নতুন রূপে পাতাটিকে উপস্থাপন করার এই পরিকল্পনা তিনি অপছন্দ করেছেন [পোলিশ ভাষায়]:

বলা যায়, ওই উপস্থাপনা একেবারে মূর্খের মত, কিন্তু স্বয়ং তার নিজস্ব নতুন এক সংবাদ মাধ্যমের ধারণা, আমার দৃষ্টিতে ঠিক আছে…

তবে অল্প যে সমস্ত ব্যক্তি কালো ফিতার এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে রইয়ু তাদের মধ্যে অন্যতম [পোলিশ ভাষায়]:

আমি সব সময় ওই সমস্ত কালো ফিতার দিকে তাকিয়ে অট্টহাসি দিতে অভ্যস্ত ছিলাম, কিন্তু আজ কোনভাবেই…ওহ ঈশ্বর, আমরা এক ধরনের ফিতা আমাদের বাহুতে ধারণ করেছি, যদিও আমরা কেবল কালো রঙের পোশাক পরতে না পারি, তা হলে কেন আমরা আমাদের ইন্টারনেটের পাতায় কখনো কখনো কালো প্রতীক প্রদর্শন করতে পারবো না? কোন এক ভাবে ইন্টারনেট আমাদের দ্বিতীয় জীবনের এক মাধ্যম, কাজেই এটা খুব স্বাভাবিক একটি বিষয় যে, বাস্তব জীবনে আমরা যা প্রদর্শন করি, ঠিক একই ভাবে ইন্টারনেটে সেই অনুভূতি প্রকাশ করতে চাইছি।

যখন একদিন পরে নাসজা-ক্লাসা তার বোর্ডে এই সমস্ত সমালোচনা তুলে দেয় এবং কালো ফিতা প্রদর্শন করা বন্ধ করে দেয়, মারাস ২০০৩ জানায় [পোলিশ ভাষায়]:

এনকে (নাসজা-ক্লাসা) এখন তাদের মনোভাব বদলে ফেলেছে-কেউ একজন তাদের প্রোফাইলে (যেখানে নিজেদের সম্বন্ধে তথ্য লেখা থাকে) কোন কিছুর উপস্থাপন যোগ করতে পারে না, তবে এই সম্পূর্ণ প্রোফাইল বিপর্যয় সম্বন্ধে নতুন সংবাদ প্রদান সহ আরএসএস ফিডের মত কাজ করে (আরএসএএস ফিড- রিচ সাইট সামারি/ রিয়েলি সিম্পল সিন্ডিকেশন-এমন এক ফরমেট যা নিয়মিত পরিবর্তিত ওয়েবের উপাদান বা কন্টেন্ট সম্বন্ধে তথ্য প্রদান করে থাকে, বিশেষ করে সংবাদ, বা এ জাতীয় তথ্য -)। শাবাশ! যদিও একেবারে শুরু থেকে কি আপনারা তা চালু করতে পারেননি?!

এজি_ দেখাচ্ছেন যে [পর্তুগীজ ভাষায়]:

ফেসবুকে একটি প্রোফাইল রয়েছে যার নাম “স্মোলেনেস্ক-এর বিপর্যয় সম্বন্ধে-সকল তথ্য” আমি যতদুর বুঝতে পারি, জনতাকে তাজা সংবাদ প্রদান করার এটা একটা মাধ্যম, তবে এই বিষয়টির “সমর্থক হবার জন্য” চাবিতে ক্লিক করা এক ধরনের মূর্খতা’:/।

কুকাসজাদ এর সকল কিছু সারসংক্ষেপ করেছে [পোলিশ ভাষায়]:

আমি মনে করি সকলে তাদের অনুভূতি প্রকাশ করবে, যার মধ্যে বেদনাও যুক্ত রয়েছে, তবে তারা করবে ব্যাক্তিগত পর্যায়ে। আমাদের অনেকে বাণিজ্যিকীকরণের খারাপ চোখে দেখছ এবং কেউ বিষয়টিকে সমর্থন করছে না। যদি সকলেই নিজস্ব ভাবনা বাদ দিয়ে কাজ করে তা হলে তা হবে আদর্শ বিষয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .