নভেম্বর মাসের শুরুর দিকে পোলিশ পুলিশ অডসিবি.কমের (OdSiebie.com) নির্মাতাকে গ্রেপ্তার করেছে। র্যাপিডশেয়ারের নকল এই পোর্টালটি (এখন বন্ধ) ২০০৭ সালে চালু হয় আর এর ব্যবহারকারীর সংখ্যা ক্রমেই বাড়ছিল। শেষ পরিসংখ্যান পোলিশ ইন্টারনেটের ‘কমিউনিটি’ গোত্রে এটাকে ১১ তম স্থানে স্থাপন করেছে।
প্রথম এ নিয়ে গুজব শোনা গিয়েছিল মাইক্রো ব্লগিং প্লাটফর্ম ব্লিপ.পিএল এ। শুঙ্কিয়ানো নামে একজন ব্যবহারকারী গত পহেলা নভেম্বর লিখেছেন:
তারপরে এটা জানা গেল যে অডসিবি.কম বন্ধ করা হয়েছে, আর চুড়ান্ত নিশ্চিত খবর বিভিন্ন ব্লগে দেখা যেতে লাগল। পাওলো লিখেছেন:
বিনামূল্যের হোস্টিং পোর্টাল অডসিবি.কম শোনা যাচ্ছে যে বন্ধ হয়ে গেছে। আমরা জানতে পারছি যে এর নির্মাতা আর মালিক [লুকাজ সি] কে গ্রেপ্তার করা হয়েছে, আর ২০০ সিডি আটক করা হয়েছে [বেআইনি কপিরাইট করা জিনিষসহ] আর চারটা হার্ড ড্রাইভ। পুলিশ ব্যবহারকারীদের লগ আটক করেছে।
এতে অডসিবি.কম এর ব্যবহারকারীরা ভীত হয়ে পড়েন কারণ পুলিশ বলেছিল যে ব্যবহারকারীদের লগ তারা আটক করেছেন এবং আর একটা গুজব শোনা গেল – এইবার ব্যবহারকারীদেরকেও গ্রেপ্তার করা হতে পারে। ব্লিপ.পিএল এ ব্যবহারকারী এফআরকে লিখেছেন:
অডসিবি.কমের মালিক গ্রেপ্তার হয়েছে। পুলিশের কাছে ব্যবহারকারীর লগ আছে। সাবধান হতে হবে।
পোল্যান্ডের সমগ্র ইন্টারনেটে আর ব্লগ জগৎে এই নিয়ে অনেক প্রতিক্রিয়া দেখা গেছে। প্রথমত:, অন্যান্য ব্যবহারকারীরা বিক্ষোভ করেছেন যা ওয়াইকোপ.পিএল এ অনেক জনপ্রিয় ছিল (ডিগ এর মতো ব্যবস্থা)।
আর এখানে রয়েছে ব্লগার পিওত্রো ভাগ্লার এর মন্তব্য যিনি ইন্টারনেট আর আইনী বিষয় নিয়ে লেখেন:
ইউটিউবের প্রস্তুতকারকদের কখনো গ্রেপ্তার করা হয়নি, কিন্তু আমি জানতে পেরেছি যে অডসিবি.কমের প্রস্তুতকারকদের পুলিশ গ্রেপ্তার করেছে। লুকাজ সি সাক্ষাৎকার দিয়েছেন এই বলে যে তার পোর্টাল ভালো, আর ভবিষ্যৎের পরিকল্পনা করছেন। তিনি সুইডিশ সাইট [দ্যা পাইরেট বে] নিয়ে পুরো বিষয়টা শুরু করেছিলেন যার কারণ ছিল যে তারা কোন পাইরেসী- বিরোধী দলের সাথে সহযোগিতা করছিল না। আমি জানি না তারা এমন কোন দলের সাথে কাজ করছিলেন কিনা কিন্তু মনে হচ্ছে যদি তিনি করে থাকেন, সেটা তাকে খুব বেশী সাহায্য করেনি।
এই মুহূর্তে, এটা পরিষ্কার না যে অডসিবি.কমের ব্যবহারকারীদের পুলিশ গ্রেপ্তার করবে কিনা, যদিও কেউ কেউ তা বলছে। তবে কেউ এখনো গ্রেপ্তার হয় নি।