পুয়ের্টো রিকো: জাতীয় ধর্মঘট এর সর্বশেষ সংবাদ

পুয়ের্টো রিকোর রাজধানী সান জুয়ানের মেট্রোপলিটন এলাকার সড়ক আর হাইওয়েতে গত ১৫ই অক্টোবর সকাল থেকে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিলেন, বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলসমূহে। তারা জাতীয় ধর্মঘটে অংশ নিয়েছিলেন যার লক্ষ্য ছিল একদিনের জন্য দেশটাকে পঙ্গু করে দেয়া। এই ধমর্ঘট ডাকা হয়েছিল গভর্নর লুইস ফরচুনোর ১৭০০০ সরকারী চাকুরিজীবিকে চাকুরিচ্যুত করার (সর্বমোট ২৫০০০ জন চাকুরি হারিয়েছেন) সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের আন্দোলন হিসেবে। তিনি এই ছাঁটাইয়ের পেছনে যুক্তি দেখিয়েছেন যে এটি দেশের অর্থনৈতিক মন্দা কাটানোর পরিকল্পনার অংশ। সুধী সমাজের অন্যান্য অংশের মধ্যে ট্রেড ইউনিয়নের সদস্য আর কর্মী, নারী, ছাত্র, শিক্ষক, ধর্মীয় সংগঠন, রাজনৈতিক সংগঠন আর পরিবেশবিদ ইত্যাদি সবাই বিশাল এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়, স্কুল আর অফিস আদালত এই দিন বন্ধ ছিল।

ইউটিউবে একদল মানুষ কুয়ের্পো দে ডকুমেন্তাসিওন তৈরি করেছেন যেখানে তারা ধর্মঘটের ভিডিও দ্বীপের বিভিন্ন অংশ থেকে পোস্ট করেছেন। পুয়ের্টো রিকোর টুইটার জগৎ ও খুবই সজাগ ছিল। টুইটারে কথোপকথন #পারোপর আর #টুইটারিকানস হ্যাশট্যাগ ব্যবহার করে চলেছে। @ক্যারিবনিউজ, @কিবো আর @মাইক্রোজুরিসের পেছনের নেট নাগরিকেরা লাগাতার ধর্মঘট সম্পর্কে সংবাদ টুইট করছিলেন এবং ছবি আর ভিডিওর লিঙ্ক দিচ্ছিলেন।

জাতীয় ধর্মঘটের প্রতিবাদকারীরা। একজন অংশগ্রহণকারী আমাদের কাছে ছবিটি পাঠিয়েছেন।

জাতীয় ধর্মঘটের প্রতিবাদকারীরা। একজন অংশগ্রহণকারী আমাদের কাছে ছবিটি পাঠিয়েছেন।

বিক্ষোভকারীরা একত্র হয়েছিলেন প্লাজা লাস আমেরিকাসের কাছের এলাকাতে যা ক্যারিবিয়ানের সব থেকে বড় মল আর তার মালিক হচ্ছে ফোনালেদাস পরিবার, যারা গভর্নরের প্রচারণাতে গুরুত্বপূর্ণ মদদ দাতা ছিলেন। মল সেই দিনের জন্য বন্ধ ছিল। অনুষ্ঠানের আয়োজক আর বেশ কয়েকটা প্রচার মাধ্যম হিসাব করেছেন যে প্রায় ১৫০০০০-২০০০০০ লোক একত্র হয়েছিলেন বিশাল এই বিক্ষোভের জন্য। গভর্নরের চিফ অফ স্টাফ মার্কোস রড্রিগোজ এমা যদিও বলেছেন যে ধর্মঘট অকার্যকর হয়েছে কারণ কর্মচারীদের চাকুরিচ্যুত করার সিদ্ধান্ত পালটানো হবে না। বড় কোন ঘটনা ঘটে নি যদিও পুলিশ আর ছাত্রদের মধ্যে উত্তেজনাকর কিছু মুহূর্ত ছিল

একজন অংশগ্রহণকারী আমাদের কাছে ছবিটি পাঠিয়েছেন

একজন অংশগ্রহণকারী আমাদের কাছে ছবিটি পাঠিয়েছেন

জাতীয় ধর্মঘট আর পুয়ের্টো রিকোর পরিস্থিতি সম্পর্কে জানতে অনুগ্রহ করে আমাদের আগের পোস্ট ‘সংকটের অনেক নাম”, ‘জীবন এমনি’, ‘জনগণের সম্পদ নিয়ে যুদ্ধ’ আর ‘জাতীয় ধর্মঘটের জন্য প্রস্তুত’ দেখুন। নন- প্রফিট সেন্টার ফর নিউ একাডেমীর (নতুন অর্থনীতির অলাভ জনক কেন্দ্রের) কর্মীরাও নিয়মিত পোস্ট করছেন পুয়ের্টো রিকোর অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর বিশ্লেষণ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .