কোরিয়া: মা বিরোধী ইন্টারনেট ক্যাফে

একজন কোরীয় তরুণী ‘মা বিরোধী ক্যাফে’ একটি ইন্টারনেট ক্যাফে বানিয়েছে (ইন্টারনেট ক্লাব) নামে আর অনেক তরুণ-তরুণী এতে যোগদান করেছে। আমরা নাম থেকে বুঝতে পারি, এটা তরুণদের জন্য তাদের নিজেদের মার সমালোচনার জন্য। বেশ কিছু টিনএজার এর সাথে আছে আর সমালোচনার মাত্রা ক্ষেত্র বিশেষে বেশ কড়া। কোরিয়ার সমাজে এটি বেশ বড় নাড়া দিয়েছে এবং অতি দ্রুত এটির খবর ছড়িয়েছে। ব্যাপক আলোচিত হওয়ায় ক্যাফে সাথে সাথে বন্ধ হয়ে গেছে। কেউ কেউ এমন ভীতির সম্মুখীন হয়েছে যে কোরিয়ার সমাজ বাবা মার প্রতি যে সম্মান প্রদর্শন করে তা গায়েব হয়ে গেছে আর কেউ কেউ এইসব তরুণদের জন্য করুণা দেখিয়েছেন। নেটিজেনরা উদ্বুদ্ধ হয়েছেন আলোচনা করতে যে তরুণ-তরুণীরা তাদের বাবা-মাকে এত ঘৃণা করে কেন আর কিসের ফলে এমন পরিস্থিতি হয়েছে।

অনেক নেটিজেন বলেছেন যে পড়াশোনার অতিরিক্ত চাপ বাবা মা আর সন্তানের মধ্যকার সম্পর্ক খারাপ করে দেয়।

১) প্রথম ব্লগ:

오늘 인터넷을 하다가 엄마 안티카페라는게 있는걸 알게 되었습니다. 어떤 여학생이 만든 카페라는데 지금은 비공개로 됐다는 말도 들었습니다. 어머니와 굉장히 친해서 스스럼 없이 지내는 필자로써는 이해하기 힘든 현상입니다만 최근 우리나라 학생들의 생활패턴을 지켜보자면 그럴수도 있겠다 싶습니다. 그렇다고 그 사람들이 옳다는건 아니지만요. 요즘엔 초등학생들도 학원을 평균 3-4개를 다닌다는군요. 피아노, 태권도등 예체능계는 물론 영어, 수학, 논술 등 이른바 공부학원들도 많이 디닌다네요. 학생들에 따라선 과외도 한다는 말도 들었습니다

저희집은 3남매입니다. 제일 위로 형이 있고 그 다음에 누나 제가 막내지요. 저희 형은 컴퓨터, 서예학원을 다녔고 누나는 피아노와 가야금 저는 미술, 검도, 서예학원에 다녔네요. 저희 삼형제가 학생시절 내내 다닌 학원들 다 모아서 7개군요. 요즘 학생들은 학원 7개를 동시에 다니기도 한담니다. 어떻게 보면 저희 부모님에 저희를 방목한 것일지도 모르죠. 특히 저같은 경우는 형, 누나에 비해 성적이 현저하게 낮았어도 공부로 스트레스 주신적이 없었습니다. 제가 스스로 공부할 때를 기다리셨죠. 그 땐 잘 몰랐지만 지금은 그런 부모님의 배려가 얼마나 어렵고 소중한지 알게 되었습니다. 끝까지 저를 믿어주시고 저를 기다려 주셨던 거죠

아까도 말했듯이 요즘 학생들은 학원 3-4개를 동시에 다님니다 학교수업보다 학원수업이 더 힘들다는 학생들의 말을 들을때마다 저의 어린시절과 너무 큰 차이를 느껴 혼란스럽기만 합니다. 성적이 좋지않게 나오자 엄마한테 미안하다고 하는 중학생의 이야기에서 과연 저 아이들에게 순수함이란게 남아 있는가 남아있다면 내가 알고있는 순수함과 어떤 차이가 있길래 이런 이질감이 느껴질까 합니다. 아침에 일어나서 학교수업이 끝나고 학원수업을 마치고 집에오면 10시가 넘는 어린 학생들의 일상 물론 저도 고등학교땐 늦은 시간까지 자율학습을 하고 왔지만 초, 중학생들도 이러한 생활을 한다는 사실에 당혹스럽기만 합니다.[..]

‘토요일에도 공부를 시켜 자살하고 싶다’ 엄마안티 카페에 올라온 글의 일부입니다. 성적이 잘 나오지 않으면 엄마가 걱정할까봐 시험때 컨닝한 여중생. 그리고 그 아이에게 한번도 성적 스트레스를 준적이 없다고 생각하는 엄마. 물론 이 카페에 가입한 학생들이 모두 지나친 공부 스트레스로 인한 불만을 표출하기 위해 가입한 것은 아닐것 입니다. 부모란 존재에 대해 잘못된 인식으로 인한 현상일 수도 있습니다. 하지만 그들 모두 어린 아이들이고 그들의 행동의 모든 책임은 그 아이들의 부모에게 있다고 봅니다. 그 아이들의 부모가 자기들의 아이들을 믿고 자기 아이들에게 믿음을 줬더라면 과연 그 아이들이 이러한 카페를 만들었을까요?[…]

১) আজকে আমি মা বিরোধী ক্যাফের কথা শুনলাম ইন্টারনেটে আর একটা টিন এজার ছাত্রী এই ইন্টারনেট ক্যাফে খুলেছে, কিন্তু তা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। আমি যেহেতু আমার মার কাছাকাছি তাই এই সংবাদ আমাকে অবাক করেছে। কিন্তু বর্তমানে কেন এই ধরনের ঘটনা ঘটে আমি তা বুঝতে পারি, তবে সে যা করেছে তাকে আমি ঠিক বলে সমর্থন করছি না। বর্তমানে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা ৩-৪ টা প্রাইভেট শিক্ষা ইন্সটিটিউটে যায়। পিয়ানো আর তাইকোন্ডো ছাড়াও তারা শিক্ষা ইন্সটিটিউটে যায় – ইংরেজী, অংক, আর রচনা লেখা শেখার জন্যে। তাদের কারো কারো প্রাইভেট শিক্ষক ও আছে।

আমার বাবা মার তিন ছেলে মেয়ে। আমার বড় এক ভাই আর বোন আছে। আমার ভাই কম্পিউটার আর ক্যালিগ্রাফি ইন্সটিটিউটে গিয়েছিল। আমার বোন পিয়ানো আর কোরিয়ার সনাতনী তারের ব্যদ্যযন্ত্রের ইন্সটিটিউট। আমি আঁকা, ক্যালিগ্রাফি আর ফেন্সিং এর ইন্সটিটিউটে গিয়েছিলাম। তাহলে আমাদের সবার জন্য মোট ৭টি ইন্সটিটিউট। তখন মনে হত যে আমার বাবা মা আমার আর আমার ভাই বোনের ব্যাপারে বেশী চিন্তিত ছিলেন না। আমার ক্ষেত্রে আমার স্কুলের ফল আমার ভাই বোনের থেকে অনেক খারাপ ছিল, কিন্তু আমাকে তারা কখনো চাপ দেন নি। তারা অপেক্ষা করেছেন যতদিন না আমি পড়তে চেয়েছি। সেই সময়ে আমি ভালো জানতাম না, কিন্তু আমি স্বীকার করি আমার বাবা মা কত চিন্তা করেছিলেন। তারা শেষ পর্যন্ত আমাকে বিশ্বাস করে অপেক্ষা করেছিলেন।

কিন্তু এখন ছাত্ররা ৩-৪ টা করে ইন্সটিটিউটে যায়। মূল স্কুলের চাপ তেমন নয়, তারা বলে যে তাদের কঠিন সময় যায় প্রাইভেট ইন্সটিটিউটে পড়ার কারণে। আমার ছেলেবেলা থেকে আমি অনেক পরিবর্তন দেখি। আমি যখন মাধ্যমিকের একটা ছাত্রের কাছ থেকে শুনলাম যে সে তার মার কাছে ক্ষমা প্রার্থনা করেছে কারণ তার স্কুলের ফলাফল খুব একটা ভালো হয় নি, আমি ভাবছিলাম এইসব ছাত্র কি এখনো সরল। তারা ভোরে ওঠে। তাদের স্কুল শেষ করে, তারা প্রাইভেট ইন্সটিটিউটে যায় আর বাসায় ফেরে রাত ১০টার পরে। অবশ্য আমি যখন হাই স্কুলে ছিলাম, আমিও দেরী করে ফিরতাম। কিন্তু আমি যখন শুনলাম যে প্রাথমিক আর মধ্য মানের স্কুলের শিক্ষার্থীরা ও এটা করছে, আমি অবাক হয়েছি।

“আমি নিজেকে মেরে ফেলতে চাই, কারণ আমাকে শনিবারেও পড়তে হয়।” এটা মা বিরোধী ক্যাফের একটা লেখার অংশ। মাধ্যমিক স্তরের একটা ছাত্র নকল করেছে ভালো ফলাফলের জন্য যাতে তার মা চিন্তিত না হয়। একজন মা মনে করেন তিনি তার বাচ্চাদের পরীক্ষার ফল নিয়ে কখনো চাপ দেননি। অবশ্য আমার মনে হয়না সব ছাত্র এই ক্যাফেতে যোগ দিয়েছে তাদের অসন্তুষ্টি আর পড়া নিয়ে অভিযোগ জানাতে। এটা নিদর্শন হতে পারে যে তারা বাবা মা সম্পর্কে ভুল ধারণা পোষন করে। কিন্তু তারা সবাই বাচ্চা আর কিশোর। তাদের আচরণের দায় তাদের বাবা মার উপরে পড়ে। তারা যদি তাদের বাচ্চাদের বিশ্বাস করতো আর বাচ্চাদেরকে শিখাতো বাবা মাকে বিশ্বাস করতে, তাহলে এইসব ছাত্র কি ক্যাফেটি বানাতো?

২) দ্বিতীয় ব্লগ:

[…]학교 교육이 조금만 더 제 자리만 잡아도 사교육문제등의 제반 문제는 대부분 풀린다. 그런데 왜 공교육의 질을 높이기 위한 교사의 자질 향상은 제쳐두고 엉뚱한 데서 해답을 찾으려는지 아리송하기 그지 없다. 학교 교사의 자질 향상에 초점을 맞추는게 최우선이다.[…]

যদি স্কুলের শিক্ষা ব্যবস্থা ভালো হয়ে থাকে, প্রাইভেট শিক্ষার সমস্যার সমাধান হয়ে যাবে। সরকারী শিক্ষাতে শিক্ষকের মান সম্পর্কে খেয়াল না করে, আমরা কেবল অন্য জায়গায় উত্তর খুঁজতে চাই। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষকদের মানোন্নয়ন।

৩) তৃতীয় ব্লগ:

아이를 한명 키우는 아버지의 입장에서 여러가지 생각이 드는 사건이네요.[…] 교육은 인륜지대계라고 하지만 비정상적인 사교육 열풍은 나라의 성장동력을 떨어뜨립니다. 학부모들이 좀 각성했으면 하는데..참…안타까울 따름이네요. 저런 안티까페를 만든 아이들에게 패륜 운운하기 전에 부모들, 정말로 각성해야 합니다.

বাবা হিসাবে যার সন্তান আছে, এই ঘটনা থেকে আমার বেশ কয়েকটা চিন্তা আসছে। আমরা বলি জীবনের একটা গুরুত্বপূর্ন দিক হলো শিক্ষা, কিন্তু প্রাইভেট শিক্ষার অস্বাভাবিক জোয়ার ছেলেমেয়েদের বাড়ার শক্তিকে থামিয়ে দিচ্ছে। আমি আশা করি বাবা মারা এই ঘটনা নিয়ে চিন্তা করবেন। যে সব বাচ্চা এই ক্যাফেতে যোগদান করেছে তাদের সমালোচনা করার আগে, আমাদের বাবা মাদের উচিত নিজেদের দিকে তাকানো।

৪) চতুর্থ ব্লগ:

[…] 요즘의 교육은 그야말로 엄마들의 대리전이라고 불러도 과언이 아닙니다. 내 자식을 남들보다 낫게 하기 위해.라고 말씀들 하시지만. 사실 자녀가 춛분히 그 사실을 인지할수 있도록 이야기 해주는 부모는 거의 없습니다.무조건 학원을 보내고 학교에서 12시 새벽 한시까지 야간학습을 하고[…]

বর্তমানের শিক্ষা দেখলে, আমার মনে হয় মাদের জন্য এটা একটা যুদ্ধ। যদিও আমরা বলি যে আমরা এটা করি আমাদের বাচ্চাদের আমাদের থেকে ভালো করার জন্য, বাবা মারা বাচ্চাদেরকে এটা বোঝায়ও না। তারা তাদের বাচ্চাদের প্রাইভেট ইন্সটিটিউটে পাঠিয়ে দিয়ে তাদের রাত ১২ টা বা ১টা পর্যন্ত পড়তে দেয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .