এটি অর্থের বিনিময়ে একটি প্রচারণা। সারা বিশ্বের বিভিন্ন অঞ্চল ও ভাষায় যারা চলচ্চিত্র নির্মাণ করে, পুট ইট অন আশা করছে তাদের কাছে এই তথ্য পৌঁছে যাবে।
আপনি কি কখনো নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়ার স্বপ্ন দেখেন? এটা আপনার জন্য এক সুযোগ? আপনি কোথায় বাস করেন, কাজ করেন এবং ছবি বানান, সেটা কোন বিষয় নয়, পুট ইট অন চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা আপনাকে সে সুযোগ উপহার দেবে: নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে একটা বৃত্তি রয়েছে, যার জন্য কোন মূল্য প্রদান করতে হবে না এবং সেরা চলচ্চিত্র, শর্ট বা দৃশ্য ও সেরা অভিনেতাকে ৫০০০ আমেরিকান ডলার নগদ প্রদান করা হবে। দ্বিতীয় সেরা চলচ্চিত্র এবং দৃশ্য পাবে একটি এইচডি প্রজিউমার ডিজিটাল ভিডিও ক্যামেরা।
পুট ইট অন হচ্ছে শিল্পীদের জন্য নতুন এক ওয়েব প্রদর্শনী এবং গ্যালারী সাইট। এটি চার ভাগে বিভক্ত- ফ্যাশন, চলচ্চিত্র, সঙ্গীত এবং শিল্প। শিল্পীরা এখানে, এই ভার্চুয়াল জগৎে এক গিগাবাইট জায়গা পাবে, যার জন্য কোন টাকা প্রদান করতে হবে না। তারা এখানে তাদের কাজ পরিদর্শন ও পছন্দ করা দামে বিক্রির ব্যবস্থা করতে পারবে। এই সাইট দশটি আলাদা ভাষায় প্রকাশ করা হবে, যা করা হবে স্বয়ংক্রিয় অনুবাদের মাধ্যমে।
এই প্রতিযোগীতায় যোগ দেবার জন্য আপনি আপনার সেরা ভিডিওটি জমা দিন। বিশ্বের যে কোন স্থানের, যে কোন বিষয়ের চলচ্চিত্র জমা দেবার যোগ্য বলে বিবেচিত হবে। যে কোন ভাষার ছবিও গ্রহণযোগ্য, কিন্তু তার সাবটাইটেল বা কথোপকথন ছবির নিচে ইংরেজীতে হতে হবে। আপনি যে কোন একটি বিভাগের জন্য কেবল ছবি জমা দিতে পারবেন: সেরা শর্ট অথবা সেরা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের যে কোন একটিতে (চলচ্চিত্রের সময় ৪৫ মিনিটের বেশী হতে হবে)।
এই প্রতিযোগিতা সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চাইলে পুট ইট অন সাইটে প্রবেশ করুন। এই প্রতিযোগিতার জন্য ছবি জমা নেওয়া শুরু হবে ৩০ জুলাই এবং নভেম্বরের ২৬ তারিখে জমা নেওয়া শেষ হবে। সেরা দশ দৃশ্য এবং ভিডিও বাছাই করা হবে অনলাইন ভোটিং এর মাধ্যমে। বিচারকদের মধ্য থাকবেন নিউ ইয়র্ক ফিল্ম একাডেমীর সদস্য এবং পুট ইট অনের প্রতিষ্ঠাতাদের অন্যতম ম্যাক্স ফ্রেজার। তারা, ২০১০ সালের জানুয়ারির ৭ তারিখে বিজয়ীদের নাম ঘোষণা করবেন। জমা দেওয়া সকল ছবি থেকে আলাদা ভাবে যাচাই বাছাই করে বিচারকরা সেরা অভিনেতা বাছাই করবেন।