দেশিক্রিটিক্স এ সংযুক্তা বসু জানাচ্ছেন যে গতকাল সকালে দিল্লীর হাইকোর্ট ভারতে সমকামীতা বৈধ বলে রায় দিয়েছে। কোর্ট একটি পিটিশনের উপর রায় ঘোষণা করে যা ভারতীয় পেনাল কোডের ৩৭৭ ধারার বৈধতাকে চ্যালেন্জ করে। এই ধারা সববয়সী ও লিঙ্গের মধ্যে অপ্রাকৃতিক যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করত।